ETV Bharat / briefs

NRS-এ ফের উত্তেজনা, বহিরাগতদের হাসপাতালে ঢুকতে বাধা - doctors aggitation

আজ সকাল থেকেই হাসপাতালের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন । সেই সময় কিছু বহিরাগত হাসপাতালে ঢোকার চেষ্টা করে । সেই সময় জুনিয়র ডাক্তাররা তাদের বাধা দেন ।

NRS-এ ফের উত্তেজনা, বহিরাগতদের হাসপাতালে ঢুকতে বাধা
author img

By

Published : Jun 13, 2019, 5:20 PM IST

Updated : Jun 13, 2019, 7:12 PM IST

কলকাতা, 13 জুন : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে উত্তেজনা ছড়াল । আজ সকাল থেকেই হাসপাতালের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন । সেই সময় কিছু বহিরাগত হাসপাতালে ঢোকার চেষ্টা করে । সেই সময় জুনিয়র ডাক্তাররা তাদের বাধা দেন । সঙ্গে সঙ্গে হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় । এর ফলে বহিরাগতরা হাসপাতালের ভিতরে ঢুকতে পারেনি । এই ঘটনার জেরে সেখানে উত্তেজনা ছড়িয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, রোগীমৃত্যুকে কেন্দ্র করে সোমবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ায় । রোগীর পরিজন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে হাতাহাতি হয় । এর জেরে এক জুনিয়র ডাক্তারের মাথায় গুরুতর চোট লাগে । এই ঘটনার প্রতিবাদে এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে গতকাল থেকে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে OPD বন্ধ রয়েছে । দফায় দফায় NRS-র পাশাপাশি রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে ডাক্তাররা বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে হবে।

এই সংক্রান্ত খবর : রাজ্যপালের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তারদের দাবিপত্র পেশ

রাজ্যজুড়ে আজও বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা । আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার হুঁশিয়ারি দেন । কিন্তু সেই হুঁশিয়ারির পরেও আন্দোলন তোলা হয়নি । রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের দাবি পেশ করেন ডাক্তাররা । এরই মধ্যে আবার নতুন করে উত্তেজনা ছড়াল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

এই সংক্রান্ত খবর :দিল্লিতে হেলমেট পরে চিকিৎসা ডাক্তারদের, কাল দেশজুড়ে প্রতিবাদ

কলকাতা, 13 জুন : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে উত্তেজনা ছড়াল । আজ সকাল থেকেই হাসপাতালের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন । সেই সময় কিছু বহিরাগত হাসপাতালে ঢোকার চেষ্টা করে । সেই সময় জুনিয়র ডাক্তাররা তাদের বাধা দেন । সঙ্গে সঙ্গে হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় । এর ফলে বহিরাগতরা হাসপাতালের ভিতরে ঢুকতে পারেনি । এই ঘটনার জেরে সেখানে উত্তেজনা ছড়িয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, রোগীমৃত্যুকে কেন্দ্র করে সোমবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ায় । রোগীর পরিজন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে হাতাহাতি হয় । এর জেরে এক জুনিয়র ডাক্তারের মাথায় গুরুতর চোট লাগে । এই ঘটনার প্রতিবাদে এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে গতকাল থেকে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে OPD বন্ধ রয়েছে । দফায় দফায় NRS-র পাশাপাশি রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে ডাক্তাররা বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে হবে।

এই সংক্রান্ত খবর : রাজ্যপালের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তারদের দাবিপত্র পেশ

রাজ্যজুড়ে আজও বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা । আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার হুঁশিয়ারি দেন । কিন্তু সেই হুঁশিয়ারির পরেও আন্দোলন তোলা হয়নি । রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের দাবি পেশ করেন ডাক্তাররা । এরই মধ্যে আবার নতুন করে উত্তেজনা ছড়াল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

এই সংক্রান্ত খবর :দিল্লিতে হেলমেট পরে চিকিৎসা ডাক্তারদের, কাল দেশজুড়ে প্রতিবাদ

Madurai (TN), Jun 13 (ANI): A peacock hunter was arrested by forest department officials in Tamil Nadu's Melur on Wednesday. Forest officials recovered carcasses of 7 peacock carcasses. Forest department officials also confiscated a gun from him. India's national bird is protected under Wildlife Protection Act.
Last Updated : Jun 13, 2019, 7:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.