ETV Bharat / briefs

তেলাঙ্গানায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু মহিলা কাউন্সিলরের - কোরোনায় মৃত্যু কাউন্সিলরের

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সাঙ্গারেড্ডি পৌরসভার এক কাউন্সিলরের । 3 জুলাই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্ত হয়েছে তাঁর ছেলেও ।

corona death
corona
author img

By

Published : Jul 6, 2020, 5:59 PM IST

হায়দরাবাদ, 6 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তেলাঙ্গানার সাঙ্গারেড্ডি পৌরসভার এক মহিলা কাউন্সিলরের । হায়দরাবাদের গান্ধি হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় তাঁর । এই প্রথম কোরোনায় সংক্রমিত হয়ে কোনও জনপ্রতিনিধির মৃত্যু হল তেলাঙ্গানায় ।

এবিষয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, 30 জুন হায়দরাবাদের চেস্ট হাসপাতালে ভরতি করা তাঁকে । সেখানেই কোরোনা সন্দেহে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 3 জুলাই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । ইতিমধ্যেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গান্ধি হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসা চলাকালীন আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে । হায়দরাবাদেরই আর একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে ওই কাউন্সিলরের ছেলেরও । তাঁর পরিবারের 14 জন সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে ।

তেলাঙ্গানায় গ্রেটার হায়দরাবাদের পর সাঙ্গারেড্ডি জেলাতেই সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ ছড়িয়েছে । সাঙ্গারেড্ডি শহর সহ জেলার একাধিক এলাকায় ও পার্শ্ববর্তী এলাকাতেও প্রশাসনের অনেক আধিকারিকই কোরোনায় আক্রান্ত হয়েছে ।

এর মাঝেই সাঙ্গারেড্ডি শহরে এক তেহসিলদার ও তাঁর স্ত্রী-র কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের খোঁজ করা হচ্ছে । গত এক মাসে তেলাঙ্গানায় ক্রমে বেড়েছে কোরোনা সংক্রমণ । সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 হাজার 902 ।

হায়দরাবাদ, 6 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তেলাঙ্গানার সাঙ্গারেড্ডি পৌরসভার এক মহিলা কাউন্সিলরের । হায়দরাবাদের গান্ধি হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় তাঁর । এই প্রথম কোরোনায় সংক্রমিত হয়ে কোনও জনপ্রতিনিধির মৃত্যু হল তেলাঙ্গানায় ।

এবিষয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, 30 জুন হায়দরাবাদের চেস্ট হাসপাতালে ভরতি করা তাঁকে । সেখানেই কোরোনা সন্দেহে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 3 জুলাই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । ইতিমধ্যেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গান্ধি হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসা চলাকালীন আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে । হায়দরাবাদেরই আর একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে ওই কাউন্সিলরের ছেলেরও । তাঁর পরিবারের 14 জন সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে ।

তেলাঙ্গানায় গ্রেটার হায়দরাবাদের পর সাঙ্গারেড্ডি জেলাতেই সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ ছড়িয়েছে । সাঙ্গারেড্ডি শহর সহ জেলার একাধিক এলাকায় ও পার্শ্ববর্তী এলাকাতেও প্রশাসনের অনেক আধিকারিকই কোরোনায় আক্রান্ত হয়েছে ।

এর মাঝেই সাঙ্গারেড্ডি শহরে এক তেহসিলদার ও তাঁর স্ত্রী-র কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের খোঁজ করা হচ্ছে । গত এক মাসে তেলাঙ্গানায় ক্রমে বেড়েছে কোরোনা সংক্রমণ । সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 হাজার 902 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.