পাঁশকুড়া, 8 অক্টোবর : পাঁশকুড়ার মাইসোরায় গতরাতে দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কুরবান শাহ (32) । রাত সাড়ে দশটা নাগাদ খুব কাছ থেকে তাঁকে গুলি করে বেশ কয়েকজন দুষ্কৃতী । সোমবার রাতেই পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠায় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ।
মঙ্গলবার সকালে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যান তমলুক জেলা হাসপাতালে ৷ সেখানে কুরবান শাহকে শ্রদ্ধা জানান মন্ত্রী ৷ তারপর যান মৃত কুরবান শাহের পরিবারের সঙ্গে দেখা করতে ৷ তিনি বলেন , " মেদিনীপুর জেলায় এই খুনের রাজনীতি কোনওদিনই ছিল না, রাজনৈতিক বিরোধ অনেক ছিল ৷ কে খুন করেছে সবাই জানে ৷ এসব লোক বাইরে থাকলে যা হয় তাই হয়েছে ৷ অনেক আগেই ধরা পড়েছিল, ভেতরে রেখে দিলে এরকম একটা তরতাজা যুবকের প্রাণ যেত না ৷ "
আরও পড়ুন পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP
তিনি আরও বলেন, " আগে লক্ষ্মণ শেঠ একটা খুনি ছিল নন্দীগ্রামে, আর পূর্ব মেদিনীপুরে আর কোনও রাজনৈতিক দলের লোক এই ব্যক্তি হত্যা খুনের রাজনীতি করেনি ৷ পাঁশকুড়াতে যে করেছে তার নাম বলে তাকে হিরো করতে চাই না ৷ ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্তের CCTV ফুটেজ পেয়েছে ৷ আমি কুরবানের দেহকে সাক্ষী রেখে বললাম, ভেতরে ঢুকবে আর বেরোবে না ৷ তার জন্য যা আইনি ব্যবস্থা করা দরকার শুভেন্দু অধিকারী করবে৷ "
এদিকে কুরবান শাহের দাদা আবজল আলি শাহ ভাইয়ের মৃত্যুর CID তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন, " কুরবান এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল ৷ সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করত । সেই কারণেই তাকে খুন করা হয়েছে । রাজনৈতিক কারণেই খুন হয়েছে কুরবান ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ "
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁশকুড়ার 6 নম্বর জাতীয় সড়কের দিক থেকে তিনটি বাইকে করে সাতজন দুষ্কৃতী কুরবান শাহের অফিসের সামনে এসে দাঁড়ায়৷ সেই সময় কুরবান নিজের অফিসে তিন ব্যক্তির সাথে কথা বলছিলেন । কিছুটা দূরে অপেক্ষা করছিলেন তাঁর অনুগামীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাঁকে বেশ কয়েকটি গুলি করে দুষ্কৃতীরা । তাঁর বুকে ও মাথায় গুলি লাগে । ঘটনাস্থানেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন কুরবান ৷
আরও পড়ুন পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP
এদিকে গুলির শব্দ শুনে দুষ্কৃতীদের আটকানোর জন্য অনুগামীরা ইট-পাথর ছুড়তে থাকে ৷ দুষ্কৃতীরাও পালটা গুলি ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায় । ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী ।