ETV Bharat / briefs

কুরবানের খুনিকে শাস্তি দিতে যা করার করব: শুভেন্দু - Murder

পাঁশকুড়ার তৃণমূল নেতা খুনের পর থেকে থমথমে গোটা এলাকা ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর ৷ এদিকে CID তদন্ত দাবি করেছে পরিবারের ।

শুভেন্দু আধিকারী
author img

By

Published : Oct 8, 2019, 2:18 PM IST

Updated : Oct 11, 2019, 8:10 AM IST

পাঁশকুড়া, 8 অক্টোবর : পাঁশকুড়ার মাইসোরায় গতরাতে দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কুরবান শাহ (32) । রাত সাড়ে দশটা নাগাদ খুব কাছ থেকে তাঁকে গুলি করে বেশ কয়েকজন দুষ্কৃতী । সোমবার রাতেই পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠায় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ।

মঙ্গলবার সকালে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যান তমলুক জেলা হাসপাতালে ৷ সেখানে কুরবান শাহকে শ্রদ্ধা জানান মন্ত্রী ৷ তারপর যান মৃত কুরবান শাহের পরিবারের সঙ্গে দেখা করতে ৷ তিনি বলেন , " মেদিনীপুর জেলায় এই খুনের রাজনীতি কোনওদিনই ছিল না, রাজনৈতিক বিরোধ অনেক ছিল ৷ কে খুন করেছে সবাই জানে ৷ এসব লোক বাইরে থাকলে যা হয় তাই হয়েছে ৷ অনেক আগেই ধরা পড়েছিল, ভেতরে রেখে দিলে এরকম একটা তরতাজা যুবকের প্রাণ যেত না ৷ "

আরও পড়ুন পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP

তিনি আরও বলেন, " আগে লক্ষ্মণ শেঠ একটা খুনি ছিল নন্দীগ্রামে, আর পূর্ব মেদিনীপুরে আর কোনও রাজনৈতিক দলের লোক এই ব্যক্তি হত্যা খুনের রাজনীতি করেনি ৷ পাঁশকুড়াতে যে করেছে তার নাম বলে তাকে হিরো করতে চাই না ৷ ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্তের CCTV ফুটেজ পেয়েছে ৷ আমি কুরবানের দেহকে সাক্ষী রেখে বললাম, ভেতরে ঢুকবে আর বেরোবে না ৷ তার জন্য যা আইনি ব্যবস্থা করা দরকার শুভেন্দু অধিকারী করবে৷ "

ভিডিয়োয় দেখুন

এদিকে কুরবান শাহের দাদা আবজল আলি শাহ ভাইয়ের মৃত্যুর CID তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন, " কুরবান এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল ৷ সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করত । সেই কারণেই তাকে খুন করা হয়েছে । রাজনৈতিক কারণেই খুন হয়েছে কুরবান ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ "

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁশকুড়ার 6 নম্বর জাতীয় সড়কের দিক থেকে তিনটি বাইকে করে সাতজন দুষ্কৃতী কুরবান শাহের অফিসের সামনে এসে দাঁড়ায়৷ সেই সময় কুরবান নিজের অফিসে তিন ব্যক্তির সাথে কথা বলছিলেন । কিছুটা দূরে অপেক্ষা করছিলেন তাঁর অনুগামীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাঁকে বেশ কয়েকটি গুলি করে দুষ্কৃতীরা । তাঁর বুকে ও মাথায় গুলি লাগে । ঘটনাস্থানেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন কুরবান ৷

আরও পড়ুন পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP

এদিকে গুলির শব্দ শুনে দুষ্কৃতীদের আটকানোর জন্য অনুগামীরা ইট-পাথর ছুড়তে থাকে ৷ দুষ্কৃতীরাও পালটা গুলি ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায় । ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী ।

পাঁশকুড়া, 8 অক্টোবর : পাঁশকুড়ার মাইসোরায় গতরাতে দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কুরবান শাহ (32) । রাত সাড়ে দশটা নাগাদ খুব কাছ থেকে তাঁকে গুলি করে বেশ কয়েকজন দুষ্কৃতী । সোমবার রাতেই পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠায় । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা ।

মঙ্গলবার সকালে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যান তমলুক জেলা হাসপাতালে ৷ সেখানে কুরবান শাহকে শ্রদ্ধা জানান মন্ত্রী ৷ তারপর যান মৃত কুরবান শাহের পরিবারের সঙ্গে দেখা করতে ৷ তিনি বলেন , " মেদিনীপুর জেলায় এই খুনের রাজনীতি কোনওদিনই ছিল না, রাজনৈতিক বিরোধ অনেক ছিল ৷ কে খুন করেছে সবাই জানে ৷ এসব লোক বাইরে থাকলে যা হয় তাই হয়েছে ৷ অনেক আগেই ধরা পড়েছিল, ভেতরে রেখে দিলে এরকম একটা তরতাজা যুবকের প্রাণ যেত না ৷ "

আরও পড়ুন পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP

তিনি আরও বলেন, " আগে লক্ষ্মণ শেঠ একটা খুনি ছিল নন্দীগ্রামে, আর পূর্ব মেদিনীপুরে আর কোনও রাজনৈতিক দলের লোক এই ব্যক্তি হত্যা খুনের রাজনীতি করেনি ৷ পাঁশকুড়াতে যে করেছে তার নাম বলে তাকে হিরো করতে চাই না ৷ ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্তের CCTV ফুটেজ পেয়েছে ৷ আমি কুরবানের দেহকে সাক্ষী রেখে বললাম, ভেতরে ঢুকবে আর বেরোবে না ৷ তার জন্য যা আইনি ব্যবস্থা করা দরকার শুভেন্দু অধিকারী করবে৷ "

ভিডিয়োয় দেখুন

এদিকে কুরবান শাহের দাদা আবজল আলি শাহ ভাইয়ের মৃত্যুর CID তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন, " কুরবান এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল ৷ সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করত । সেই কারণেই তাকে খুন করা হয়েছে । রাজনৈতিক কারণেই খুন হয়েছে কুরবান ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ "

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁশকুড়ার 6 নম্বর জাতীয় সড়কের দিক থেকে তিনটি বাইকে করে সাতজন দুষ্কৃতী কুরবান শাহের অফিসের সামনে এসে দাঁড়ায়৷ সেই সময় কুরবান নিজের অফিসে তিন ব্যক্তির সাথে কথা বলছিলেন । কিছুটা দূরে অপেক্ষা করছিলেন তাঁর অনুগামীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাঁকে বেশ কয়েকটি গুলি করে দুষ্কৃতীরা । তাঁর বুকে ও মাথায় গুলি লাগে । ঘটনাস্থানেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন কুরবান ৷

আরও পড়ুন পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP

এদিকে গুলির শব্দ শুনে দুষ্কৃতীদের আটকানোর জন্য অনুগামীরা ইট-পাথর ছুড়তে থাকে ৷ দুষ্কৃতীরাও পালটা গুলি ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায় । ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী ।

Intro:পাঁশকুড়া,৮ অক্টোবর: গতকাল মাইসোরয় নিজের দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কুরবান শাহ (৩২)। রাত সাড়ে দশটা নাগাদ খুব কাছ থেকে তাকে গুলি করে বেশ কয়েকজন দুষ্কৃতী। রাতেই ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে এদিন সকালেও থমথমে গোটা এলাকা।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার 6 নম্বর জাতীয় সড়কের দিক থেকে তিনটি বাইকে করে সাতজন দুষ্কৃতী ফায়ারিং করতে করতে কুরবান শাহ'র অফিসের সামনে এসে থামে। সে সময় কুরবান নিজের অফিসে তিন ব্যক্তির সাথে কথা বলছিলেন। বাইরে কিছুটা দূরে অপেক্ষারত ছিলেন তার অনুগামীরা। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাকে বেশ কয়েকটি গুলি করে। গুলি তার বুকে ও মাথায় লাগে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে দুষ্কৃতীদের ধরার জন্য অনুগামীরা ইট-পাথর ছুড়লেও তারা ফের ফায়ারিং করতে করতে এলাকা থেকে চম্পট দেয়। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ভিড় বাড়তে শুরু করেছে মাইসোরার দলীয় কার্যালয়ের বাইরে। ঘটনার পর থেকেই শোকাচ্ছন্ন শাহ পরিবার। বারং বার মূর্ছা যাচ্ছেন মাইসোর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা কুরবান শাহ'র সায়েদা সাবানা বানু খাতুন।Conclusion:কুরবান শাহ'র দাদা আবজল আলি শাহ ভাইয়ের মৃত্যুর সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন ভাই এলাকায় যথেষ্ট ভাল রাজনীতি করত। যে কারণেই খুন করা হয়েছে। রাজনৈতিক কারণেই বলি হতে হয়েছে তাকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন।
Last Updated : Oct 11, 2019, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.