ETV Bharat / briefs

"সব চোরের পদবি মোদি কেন ?", মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা - Bihar

রাহুল বলেছিলেন, "সব চোরের পদবি মোদি কেন ?" সেজন্য তাঁর বিরুদ্ধে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি

রাহুল গান্ধি
author img

By

Published : Apr 18, 2019, 3:22 PM IST

সুরাত, 18 এপ্রিল : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। রাহুলের "সব চোরের পদবি কেন মোদি" মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে IPC-র 500 ধারায় মামলা রুজু করেছেন।

বিহারের উপ-মুখ্যমন্ত্রীর দাবি, দিনকয়েক আগে কর্নাটকে একটি নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদিকে চোরের সঙ্গে তুলনা করেছিলেন রাহুল। রাহুল সভা থেকে প্রশ্ন করেন, "সব চোরের পদবি কেন মোদি?" অভিযোগপত্রে সুশীল মোদি লেখেন, "এই মন্তব্য মোদি পদবির মানুষদের বিভ্রান্ত করেছে। মোদি পদবির অনেক মানুষের সম্মানে আঘাত করেছে। সমাজের চোখে তাঁদের সম্মান নেমে গেছে।" সেজন্য রাহুলের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এর আগে, গুজরাতের এক BJP বিধায়ক একই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। তাঁর দাবি ছিল, রাফাল ইশুতে মোদিকে 100 শতাংশ চোর বলেছেন রাহুল।

New Delhi, Apr 18 (ANI): A person hurled shoe at BJP's National Spokesperson GVL Narasimha Rao on Thursday during a press conference in the national capital.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.