ETV Bharat / briefs

ফের পূর্ব মেদিনীপুরের SP বদল, দায়িত্ব নিচ্ছেন সুনীল কুমার যাদব - পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারের বদলি

ফের পুলিশ সুপার বদল পূর্ব মেদিনীপুরে । দায়িত্ব নিচ্ছেন সুনীল কুমার যাদব ।

New sp recruiting in East midnapore
New sp recruiting in East midnapore
author img

By

Published : Jul 8, 2020, 3:29 PM IST

তমলুক, 8 জুলাই : কয়েক মাসের ব্যবধানে ফের পুলিশ সুপার বদল পূর্ব মেদিনীপুরে । সেখানকার পুলিশ সুপার হচ্ছেন সুনীল কুমার যাদব । গতকাল নবান্নের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে ।


বদলি করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে । তিনি স্পেশাল টাস্কফোর্সের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন । তাঁর জায়গায় আসছেন সুনীল কুমার যাদব। তিনি স্পেশাল টাস্কফোর্সের (STF) যুগ্ম কমিশনারের দায়িত্বে ছিলেন ।

কয়েক মাসের ব্যবধানে জেলায় পুলিশ সুপারের বদলিতে গুঞ্জন শুরু হয়েছে । আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে বিরোধীরা জেলাজুড়ে আন্দোলনে নেমেছে । একাধিক জায়গায় বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেছে তৃণমূল ও বিরোধী দলগুলির নেতা-কর্মীদের । কখনও তা পুলিশের সামনেই ঘটেছে । ফলে শাসক এবং বিরোধী উভয়পক্ষই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল । আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলার ব্যর্থতাই পুলিশ সুপারের বদলির কারণ বলে অনেকে মনে করলেও এটা রুটিন বদলি বলে প্রশাসন সূত্রে খবর ।

তমলুক, 8 জুলাই : কয়েক মাসের ব্যবধানে ফের পুলিশ সুপার বদল পূর্ব মেদিনীপুরে । সেখানকার পুলিশ সুপার হচ্ছেন সুনীল কুমার যাদব । গতকাল নবান্নের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে ।


বদলি করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে । তিনি স্পেশাল টাস্কফোর্সের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন । তাঁর জায়গায় আসছেন সুনীল কুমার যাদব। তিনি স্পেশাল টাস্কফোর্সের (STF) যুগ্ম কমিশনারের দায়িত্বে ছিলেন ।

কয়েক মাসের ব্যবধানে জেলায় পুলিশ সুপারের বদলিতে গুঞ্জন শুরু হয়েছে । আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে বিরোধীরা জেলাজুড়ে আন্দোলনে নেমেছে । একাধিক জায়গায় বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেছে তৃণমূল ও বিরোধী দলগুলির নেতা-কর্মীদের । কখনও তা পুলিশের সামনেই ঘটেছে । ফলে শাসক এবং বিরোধী উভয়পক্ষই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল । আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলার ব্যর্থতাই পুলিশ সুপারের বদলির কারণ বলে অনেকে মনে করলেও এটা রুটিন বদলি বলে প্রশাসন সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.