ETV Bharat / briefs

প্রচারের সময়সীমা কমিয়ে কমিশন ঠিক করেনি : সুজন চক্রবর্তী - sujan chakraborty

অপরদিকে স্বরাষ্ট্র সচিবের অপসারণ নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির বক্তব্য, "অনেক আগেই সরানো উচিত ছিল ।"

সুজন চক্রবর্তী
author img

By

Published : May 15, 2019, 10:07 PM IST

কলকাতা, 15 মে : রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হল । এবিষয়ে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "এই ঘটনা নজিরবিহীন ।" তবে প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি । অপরদিকে স্বরাষ্ট্র সচিবের অপসারণ নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির বক্তব্য, "অনেক আগেই সরানো উচিত ছিল ।"

স্বরাষ্ট্র সচিবের অপসারণ প্রসঙ্গে সুজনবাবু বলেন, "এই ঘটনা নজিরবিহীন । নির্বাচন কমিশন কাকে রাখবে আর কাকে সরাবে তা কমিশনের বিষয় ।" আজ নির্বাচন কমিশন সপ্তম দফার ভোটের প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে । এবিষয়ে সুজনবাবু বলেন, "নির্বাচনের প্রচারের সময়সীমা কমিয়ে কমিশন ঠিক করেনি । এই সিদ্ধান্ত আগে জানানো উচিত ছিল । প্রধানমন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর প্রচার কাল শেষ হয়ে যাচ্ছে । তাঁরা পূর্ণ সুযোগ পেলেন । বাকিরা সুযোগ থেকে বঞ্চিত হলেন । কমিশনের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের জন্য অসম্মানজনক । "

কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেন, "অত্রি ভট্টাচার্যকে অনেক আগেই সরানো উচিত ছিল । দু'মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে বেশি খুশি হতাম । নির্বাচন কমিশন অনেক পরে তৎপর হয়েছে । আগে সক্রিয়তা দেখালে অনেক ভালো নির্বাচন হত । আরও অনেক পুলিশ অফিসারকে সরানো দরকার । গুন্ডাদের গ্রেপ্তার করা দরকার ।"

কলকাতা, 15 মে : রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হল । এবিষয়ে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "এই ঘটনা নজিরবিহীন ।" তবে প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি । অপরদিকে স্বরাষ্ট্র সচিবের অপসারণ নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরির বক্তব্য, "অনেক আগেই সরানো উচিত ছিল ।"

স্বরাষ্ট্র সচিবের অপসারণ প্রসঙ্গে সুজনবাবু বলেন, "এই ঘটনা নজিরবিহীন । নির্বাচন কমিশন কাকে রাখবে আর কাকে সরাবে তা কমিশনের বিষয় ।" আজ নির্বাচন কমিশন সপ্তম দফার ভোটের প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে । এবিষয়ে সুজনবাবু বলেন, "নির্বাচনের প্রচারের সময়সীমা কমিয়ে কমিশন ঠিক করেনি । এই সিদ্ধান্ত আগে জানানো উচিত ছিল । প্রধানমন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর প্রচার কাল শেষ হয়ে যাচ্ছে । তাঁরা পূর্ণ সুযোগ পেলেন । বাকিরা সুযোগ থেকে বঞ্চিত হলেন । কমিশনের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের জন্য অসম্মানজনক । "

কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেন, "অত্রি ভট্টাচার্যকে অনেক আগেই সরানো উচিত ছিল । দু'মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে বেশি খুশি হতাম । নির্বাচন কমিশন অনেক পরে তৎপর হয়েছে । আগে সক্রিয়তা দেখালে অনেক ভালো নির্বাচন হত । আরও অনেক পুলিশ অফিসারকে সরানো দরকার । গুন্ডাদের গ্রেপ্তার করা দরকার ।"

Intro:আলিপুরদুয়ারের পুলিশ আধিকারিকপ্রদীপ রথের জামিন মঞ্জুরকরলো হাইকোর্টেরসার্কিটবে। Body:মানস নস্কর -

ভারতী ঘোষ ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথের জামিন মঞ্জুর করলো হাইকোর্টের সার্কিট বেঞ্চ

কলকাতা ১৮ এপ্রিল ঃ
ভারতী ঘোষ ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথের জামিন মঞ্জুর করলো হাইকোর্টের সার্কিট বেঞ্চ।গতকাল বিচারপতি সঞ্জীব ভারতী ঘোষ ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথের জামিন মঞ্জুর করলো হাইকোর্টের সার্কিট বেঞ্চ।গতকাল বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে?
এই খবরটা কি গতকাল আমাদের হয়েছিল? যদি না হয় আজ কি করে দেব খবরটা? কারন এখনো কোথাও খবরটা বেরোই নি।গতকাল শিলিগুড়ি সার্কিট বেঞ্চে শুনানি ছিল মামলাটির। ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে।তবে ডিভিশন বেঞ্চ তার বিরুদ্ধে কিছু শর্ত ও আরোপ করেছে।তদন্ত চলাকালীন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন থানাতেই ঢুকতে পারবেন না প্রদীপ বাবু,শুধুমাত্র তদন্তের প্রয়োজন ছাড়া।

আলিপুরদুয়ার থেকে ভারতী ঘোষ ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথকে ৯ ফেব্রুয়ারি ২০১৯ এ গ্রেপ্তার করে সিয়াইডি। প্রদীপ রথ আলিপুরদুয়ার পুলিশ সুপারের স্পেশাল অপারেশন গ্রুপের সাব অফিসার ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতী ঘোষের সাথে ষড়যন্ত্র করে পুলিশের ইমেল হ্যাক করে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, "সানডে গার্ডিয়ান "বলে একটি পত্রিকায় দিয়ে দেন।তার বিরুদ্ধে সিয়াইডি ৪০৯,১৬৭,১৬৮,১২০ বি ধারায় মামলা দায়ের করে।এর আগে তার বিরুদ্ধে দাসপুর থানায় সোনাপাচার মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। কিন্ত তার বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি পুলিশ।ফলে তিনি জামিন পেয়ে জান।

গতকাল মামলাটি উঠলে রাজ্যের তরফে সরকারি কৌশলি অদিতি শংকর চক্রবর্তী বলেন," একজন পাবলিক সারভেন্ট হয়ে বিশ্বাস ভঙ্গের কাজ করেছেন।তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। "অন্যদিকে প্রদীপ রথের তরফে আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি বলেন," যেহেতু তিনি ভারতী ঘোষের ঘনিষ্ঠ ছিলেন তাই পুলিশ তাকে বারবার গ্রেপ্তার করছে। তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমান হয়নি অথচ ৬৯ দিন ধরে জেলে রাখা হয়েছে। "এরপরই বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপ রথের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.