ওয়াশিংটন, 6 জুন : অ্যাফ্রো-অ্যামেরিকান জর্জ ফ্লয়েডের নামে হোয়াইট হাউজ়ের সামনের রাস্তা নামাঙ্কিত হল । ওয়াশিংটন DC-র মেয়র মিউরিয়েল বাউজা়র ওই রাস্তার নামকরণ করেন ‘ব্ল্যাক লাইভ ম্যাটার প্লাজা’ । জর্জ ফ্লয়েডের মৃত্যুতে পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করতে এই নামকরণ বলে জানা গেছে ।
হোয়াইট হাউজ়ের দিকে যাওয়া রাস্তায় উপর হলুদ রংয়ের অক্ষরে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে স্লোগান লেখা হয় । মেয়র বাউজা়র সেই স্লোগানের উন্মোচন করেন ।তিনি বলেন, “ওয়াশিংটনের সমস্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের স্বাগত জানাচ্ছি । আমরা সবাইকে বলতে চাই, ব্ল্যাক লাইভ এবং ব্ল্যাক হিউম্যানিটি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ ।” মিনিপোলিস পুলিশের হেপাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে অ্যামেরিকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয় গত সপ্তাহে । বিক্ষোভকারীদের দমন করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুলিশ মোতায়েন করেন । যার বিরোধিতা করেন মেয়র বাউজা়র ।মেয়র বলেন, “ওয়াশিংটনের বাসিন্দা হিসেবে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি । আমরা এটাই বোঝাতে চাই, অ্যামেরিকায় শান্তিপূর্ণভাবে একজোট হওয়া যায় ।সরকারের বিরোধিতা করা যায় ।”
হোয়াইট হাউজ়ের এই রাস্তার উপরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ পিপার স্প্রে করে এবং 100 প্রতিবাদীকে জোর করে হোয়াইট হাউজ়ের সামনে থেকে সরিয়ে দেয় । এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ওই রাস্তার উপর দিয়ে হেঁটে যান এবং বাইবেল হাতে একটি চার্চের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন । যদিও ব্রাউজ়ারের এই পদক্ষেপ ভালো চোখে নেয়নি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার ডিসি’ । তারা জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখাবেন ।