ETV Bharat / briefs

শত্রুপক্ষের র‍্যাডারে নজরদারি চালাতে ISRO-র স্যাটেলাইট উৎক্ষেপণ সফল

সকাল 9 টা 27 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ISRO-র সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস (PSLV-C-45) রকেটের পিঠে চাপিয়ে ভারতের EMISAT ও 28টি বিদেশি উপগ্রহকে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে পাঠাল ISRO।

ছবি সৌজন্যে ISRO
author img

By

Published : Apr 1, 2019, 9:35 AM IST

Updated : Apr 1, 2019, 12:14 PM IST

বিশাখাপটনম, 1 এপ্রিল : শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস (PSLV-C-45) রকেটের পিঠে চাপিয়ে ভারতের EMISAT ও 28টি বিদেশি উপগ্রহকে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে পাঠাল ISRO। নির্ধারিত সময় আজ সকাল 9 টা 27 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ISRO-র সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস উৎক্ষেপণকরা হয়।

ISRO-র তরফে জানা গেছে, এই 28টি উপগ্রহ অ্যামেরিকা, সুইৎজ়ারল্যান্ড, লিথুয়ানিয়া ও স্পেনের। কিন্তু, এর মূল যাত্রী DRDO-র স্যাটেলাইট EMISAT। যা একটি স্ট্র্যাটেজিক স্যাটেলাইট। সূত্রের খবর, এই স্যাটেলাইটটি শত্রুপক্ষের র‍্যাডারের উপর নজরদারি চালাবে। ৯টা 27 মিনিটে উৎক্ষেপণের পর গোটা মিশনটি 180 মিনিটে শেষ হয়।

ISRO-র এক আধিকারিক জানিয়েছেন, মাটি ছাড়ার 17 মিনিট পর 436 কিলোগ্রাম EMISATটি 749 কিলোমিটার কক্ষপথে রকেট থেকে বেরিয়ে পড়বে। রবিবার সকাল 6টা 27 মিনিট থেকে কাউন্টডাউন শুরু হয়।

এই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ সামনে থেকে দেখার সুযোগ পেল সাধারণ মানুষ। তার জন্য তৈরি করা হয়েছিল গ্যালারিও। এর আগে 27 মার্চ অ্যান্টি স্যাটেলাইট (ASAT) ক্ষেপনাস্ত্রর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করে ভারত।

বিশাখাপটনম, 1 এপ্রিল : শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস (PSLV-C-45) রকেটের পিঠে চাপিয়ে ভারতের EMISAT ও 28টি বিদেশি উপগ্রহকে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে পাঠাল ISRO। নির্ধারিত সময় আজ সকাল 9 টা 27 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ISRO-র সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস উৎক্ষেপণকরা হয়।

ISRO-র তরফে জানা গেছে, এই 28টি উপগ্রহ অ্যামেরিকা, সুইৎজ়ারল্যান্ড, লিথুয়ানিয়া ও স্পেনের। কিন্তু, এর মূল যাত্রী DRDO-র স্যাটেলাইট EMISAT। যা একটি স্ট্র্যাটেজিক স্যাটেলাইট। সূত্রের খবর, এই স্যাটেলাইটটি শত্রুপক্ষের র‍্যাডারের উপর নজরদারি চালাবে। ৯টা 27 মিনিটে উৎক্ষেপণের পর গোটা মিশনটি 180 মিনিটে শেষ হয়।

ISRO-র এক আধিকারিক জানিয়েছেন, মাটি ছাড়ার 17 মিনিট পর 436 কিলোগ্রাম EMISATটি 749 কিলোমিটার কক্ষপথে রকেট থেকে বেরিয়ে পড়বে। রবিবার সকাল 6টা 27 মিনিট থেকে কাউন্টডাউন শুরু হয়।

এই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ সামনে থেকে দেখার সুযোগ পেল সাধারণ মানুষ। তার জন্য তৈরি করা হয়েছিল গ্যালারিও। এর আগে 27 মার্চ অ্যান্টি স্যাটেলাইট (ASAT) ক্ষেপনাস্ত্রর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করে ভারত।

Hyderabad, Mar 31(ANI): Royal Challengers Bangalore (RCB) faced a massive defeat against hosts Sunrisers Hyderabad (SRH) at Rajiv Gandhi International stadium. RCB's all-rounder Colin Grandhomme on the team's losing spree said, "We are falling since last two games to execute with the ball". He also credited Sunrisers Hyderabad for exceptional batting performance. Two centuries by Jonny Bairstow and David Warner put up a massive score of 231 runs on the board. RCB collapsed at 113 while chasing the mammoth score. Virat Kohli-led RCB has been unable to secure even a single game this season.
Last Updated : Apr 1, 2019, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.