ETV Bharat / briefs

উত্তরপ্রদেশে বিষমদে মৃত 12 - Liquor

উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকায় বিষমদ খেয়ে মৃত্যু হল 12 জনের । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

উত্তরপ্রদেশে বিষমদ খেয়ে মৃত 12
author img

By

Published : May 28, 2019, 12:28 PM IST

Updated : May 28, 2019, 2:45 PM IST

বারাবাঁকি (উত্তরপ্রদেশ), 28 মে : বিষমদ খেয়ে মৃত্যু হল 12 জনের । অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি আরও কয়েকজন । ঘটনাটি উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকার ।

পুলিশ জানিয়েছে, গতরাতে রামনগরের রানিগঞ্জ এবং সংলগ্ন গ্রামের বাসিন্দারা ওই বিষমদ পান করেন । তারপরই এক এক করে অসুস্থ হতে শুরু করেন । তাঁদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) নিয়ে যাওয়া হয় । সেখানে 12 জনের মৃত্যু হয় । বাকিরা চিকিৎসাধীন ।

দেখুন ভিডিয়ো

ঘটনার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পদস্থ আধিকারিকদের ঘটনাস্থানে যাওয়ার জন্য বলেছেন । আবগারি দপ্তরের প্রধান সচিবকে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে এক আধিকারিক জানান ।

বারাবাঁকি (উত্তরপ্রদেশ), 28 মে : বিষমদ খেয়ে মৃত্যু হল 12 জনের । অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি আরও কয়েকজন । ঘটনাটি উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকার ।

পুলিশ জানিয়েছে, গতরাতে রামনগরের রানিগঞ্জ এবং সংলগ্ন গ্রামের বাসিন্দারা ওই বিষমদ পান করেন । তারপরই এক এক করে অসুস্থ হতে শুরু করেন । তাঁদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) নিয়ে যাওয়া হয় । সেখানে 12 জনের মৃত্যু হয় । বাকিরা চিকিৎসাধীন ।

দেখুন ভিডিয়ো

ঘটনার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পদস্থ আধিকারিকদের ঘটনাস্থানে যাওয়ার জন্য বলেছেন । আবগারি দপ্তরের প্রধান সচিবকে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে এক আধিকারিক জানান ।

Mangaluru (Karnataka), May 28 (ANI): Megha Mendon, an artist and an architecture student from Mangaluru organised an art exhibition on discarded bottles. In a bid to spread awareness regarding cleanliness and to encourage creativity among people, Megha came up with this unique idea. She collected discarded bottles from beaches, streets and turned them into piece of art. She organised a five-day art camp for students on discarded bottles, after which an exhibition was put up. Over 200 recrafted bottles were displayed at the exhibition. While talking about the same, Megha said, "Our main intention is to make people understand that they should not litter the beach. They can take the bottles home and utilise it. I request everyone to not throw glass pieces by the beach side as it can hurt anyone, even the animals." The bottles displaying creative artwork showcased that waste can be utilised in a better way while enforcing the drive to keep the beaches clean.

Last Updated : May 28, 2019, 2:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.