বারাবাঁকি (উত্তরপ্রদেশ), 28 মে : বিষমদ খেয়ে মৃত্যু হল 12 জনের । অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি আরও কয়েকজন । ঘটনাটি উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকার ।
পুলিশ জানিয়েছে, গতরাতে রামনগরের রানিগঞ্জ এবং সংলগ্ন গ্রামের বাসিন্দারা ওই বিষমদ পান করেন । তারপরই এক এক করে অসুস্থ হতে শুরু করেন । তাঁদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) নিয়ে যাওয়া হয় । সেখানে 12 জনের মৃত্যু হয় । বাকিরা চিকিৎসাধীন ।
ঘটনার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পদস্থ আধিকারিকদের ঘটনাস্থানে যাওয়ার জন্য বলেছেন । আবগারি দপ্তরের প্রধান সচিবকে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে এক আধিকারিক জানান ।