ETV Bharat / briefs

সন্ধ্যায় শপথ মোদির, থাকছেন সোনিয়া-রাহুল ; অন্য লড়াইয়ে মমতা - mamata Banerjee

মমতা আসছেন না । কিন্তু আর যে দু'জনকে নিয়ে চর্চা সবথেকে বেশি তাঁরা আসছেন । সবকিছু ঠিকঠাক থাকলে মোদির শপথ অনুষ্ঠান চাক্ষুস করতে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 30, 2019, 10:10 AM IST

Updated : May 30, 2019, 11:04 AM IST

দিল্লি, 30 মে : ঝলমলে রাইসিনা হিলস । একাধিক আলোর ছটায় সেজে উঠেছে দেশের রাষ্ট্রপ্রধানের নিবাস। আজ এখানেই দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি । রাইসিনা যখন আলোয় ঝলমল, তখন প্রতিবাদ-প্রতিরোধ-লড়াইয়ের বার্তা নিয়ে হাজির মমতা ।

শুরুটা সম্ভবত করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে বলেছিলেন, সাংবিধানিক রীতি মেনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে থাকবেন । কিন্তু সিদ্ধান্ত বদলাতে 24 ঘণ্টাও সময় নেননি । শপথের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে BJP, এই অভিযোগ তুলে ফিরিয়ে দিয়েছেন মোদির আমন্ত্রণ । তবে টুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি ।

মমতা আসছেন না । কিন্তু আর যে দু'জনকে নিয়ে চর্চা সবথেকে বেশি তাঁরা আসছেন । সবকিছু ঠিকঠাক থাকলে মোদির শপথ অনুষ্ঠান চাক্ষুস করতে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি । অর্থাৎ ভোটযুদ্ধ শেষের পর গণতান্ত্রিক শিষ্টাচারের পরিচয় । রাইসিনা হিলস সূত্রে খবর আজকের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের তামাম বিরোধী নেতা-নেত্রীদের । থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ।

এই সংক্রান্ত আরও খবর : মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, শপথে যাচ্ছি না ; টুইট মমতার

এখানেই শেষ নয়, সাংবাদিকদের জন্য বসার জন্য রয়েছে এলাহি ব্যবস্থা । বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার বিশিষ্টকে আমন্ত্রণ জানানো হয়েছে । আর যাদের আসাকে ঘিরে মোদি-মমতা রাজনৈতিক তরজা চরমে , বাংলার সেই 54 টি পরিবারের সদস্যরা । সবমিলিয়ে রাজনৈতিক-কূটনৈতিক বার্তা দেওয়ার এক প্রচেষ্টা ।

Amit Shah
শুভেচ্ছার মিষ্টিমুখ

আজ কেমন হতে চলেছে মোদির নতুন মন্ত্রিসভা তা নিয়েও চর্চা চরমে । যারা BJP এবং মোদি-শাহকে চেনেন তাঁরা বলছেন বেশ কিছু নতুন মুখ আসতে চলেছে । পুরস্কার পেতে পারেন মুকুল রায়ের মতো নেতারা । দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রক । আবার রাহুলকে ধরাশায়ী করে যিনি এখন মোদির 'নয়নের মণি' সেই স্মৃতি ইরানি পেতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্ব । অরুণ জেটলি অনিচ্ছা প্রকাশ করায় গুরুত্ব বাড়তে পারে পীযূষ গয়ালের মতো নেতাদের । সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রক পেতে পারেন রাজনাথ সিং । বিদেশমন্ত্রক নিয়ে আলোচনা চলছে । যদি অমিত শাহ মন্ত্রিসভায় আসেন তাহলে নিঃসন্দেহে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পাবেন । অনেক তরুণ নেতাদের মন্ত্রকে নেওয়া হতে পারে । আবার বাংলার মাটিতে পদ্ম ফুটিয়ে 'বিপ্লব' করে দেওয়া BJP নেতাদের কয়েকজন মন্ত্রিসভায় আসতে পারেন ।

এই সংক্রান্ত আরও খবর : মোদির শপথগ্রহণে থাকছেন রাহুল ও সোনিয়া

মোদি যখন সকালবেলা গান্ধি-বাজপেয়ি-শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন ঠিক তখনই বাংলায় আন্দোলনের প্রস্তুতিতে তৃণমূল নেত্রী । ঘর ছাড়াদের ঘরে ফেরাতে আজই ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । এই ধরনা মঞ্চ থেকেই আগামী দিনে মোদি বিরোধী কর্মসূচির ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছেন মমতা । রাজনৈতিক মহলের মত, আজকের শপথ মঞ্চে মমতার সামনে বাংলার 54 টি পরিবারের সদস্যদের হাজির করিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ দিতে চেয়েছিলেন মোদি-শাহরা । এমনিতে লোকসভা ভোট নাড়িয়ে দিয়েছে তৃণমূলের মাটি । 2021-কে সামনে রেখে তাই মারণ কামড় দেওয়ার চেষ্টায় মমতা । যেদিন রাইসিনায় দ্বিতীয় ইনিংস শুরু করছেন মোদি সেই দিনটাকেই বেছে নিলেন মমতা ।

এই সংক্রান্ত আরও খবর : সন্ধ্যায় শপথ, সকালে রাজঘাট-অটল সমাধিতে শ্রদ্ধার্ঘ্য মোদির

আজকের ধরনা মঞ্চ থেকে বিরোধী জোটের বার্তা দেওয়ারও চেষ্টা করতে পারেন তৃণমূল নেত্রী । ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার যে পথচলা শুরু হয়েছিল মমতার নেতৃত্বে তা আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি । ইতিহাস বলছে, মমতা যে মুহূর্তে পথে নেমেছেন তখনই লক্ষ জনতাকে পাশে পেয়েছেন । তা বাম আমলে রাইটার্স অভিযান থেকে শুরু করে অতি সম্প্রতি কেন্দ্রের বিভিন্ন ইশুর বিরুদ্ধে প্রতিবাদ । মাঝ পর্বে সিঙ্গুর ইশুতে মমতার সেই অনশন । প্রতি ক্ষেত্রেই যাবতীয় হিসেব নিকেশ পালটে দিয়েছেন তিনি। যদিও এখন সময় বদলেছে । গঙ্গা-যমুনা দিয়ে জল অনেক দূর বয়ে গেছে । সেদিনের ক্যারিশ্মা হয়ত কিছুটা ফিকে হয়েছে । আন্দোলন থেকেই জন্ম হয়েছিল মমতার , একথা বারবার প্রমাণিত । আর তাই বাংলার মাটিতে ঘাষফুল যখন কঠিন পরীক্ষার সামনে তখন সেই আন্দোলনকে হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী । পথে নামতে চলেছেন মমতা । আর তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসের শপথ নিতে চলেছেন মোদি ।

আগামী দিন বাংলা বনাম দিল্লি ? না তৃণমূল বনাম BJP ? না মোদি বনাম মমতা ? না সরকার বনাম বিরোধী শক্তিজোটের লড়াই ? কোন পথে এগোতে চলেছে আগামী দিনে দেশের রাজনীতি সেটাই এখন দেখার ।

দিল্লি, 30 মে : ঝলমলে রাইসিনা হিলস । একাধিক আলোর ছটায় সেজে উঠেছে দেশের রাষ্ট্রপ্রধানের নিবাস। আজ এখানেই দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি । রাইসিনা যখন আলোয় ঝলমল, তখন প্রতিবাদ-প্রতিরোধ-লড়াইয়ের বার্তা নিয়ে হাজির মমতা ।

শুরুটা সম্ভবত করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে বলেছিলেন, সাংবিধানিক রীতি মেনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে থাকবেন । কিন্তু সিদ্ধান্ত বদলাতে 24 ঘণ্টাও সময় নেননি । শপথের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে BJP, এই অভিযোগ তুলে ফিরিয়ে দিয়েছেন মোদির আমন্ত্রণ । তবে টুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি ।

মমতা আসছেন না । কিন্তু আর যে দু'জনকে নিয়ে চর্চা সবথেকে বেশি তাঁরা আসছেন । সবকিছু ঠিকঠাক থাকলে মোদির শপথ অনুষ্ঠান চাক্ষুস করতে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি । অর্থাৎ ভোটযুদ্ধ শেষের পর গণতান্ত্রিক শিষ্টাচারের পরিচয় । রাইসিনা হিলস সূত্রে খবর আজকের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের তামাম বিরোধী নেতা-নেত্রীদের । থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ।

এই সংক্রান্ত আরও খবর : মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, শপথে যাচ্ছি না ; টুইট মমতার

এখানেই শেষ নয়, সাংবাদিকদের জন্য বসার জন্য রয়েছে এলাহি ব্যবস্থা । বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার বিশিষ্টকে আমন্ত্রণ জানানো হয়েছে । আর যাদের আসাকে ঘিরে মোদি-মমতা রাজনৈতিক তরজা চরমে , বাংলার সেই 54 টি পরিবারের সদস্যরা । সবমিলিয়ে রাজনৈতিক-কূটনৈতিক বার্তা দেওয়ার এক প্রচেষ্টা ।

Amit Shah
শুভেচ্ছার মিষ্টিমুখ

আজ কেমন হতে চলেছে মোদির নতুন মন্ত্রিসভা তা নিয়েও চর্চা চরমে । যারা BJP এবং মোদি-শাহকে চেনেন তাঁরা বলছেন বেশ কিছু নতুন মুখ আসতে চলেছে । পুরস্কার পেতে পারেন মুকুল রায়ের মতো নেতারা । দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রক । আবার রাহুলকে ধরাশায়ী করে যিনি এখন মোদির 'নয়নের মণি' সেই স্মৃতি ইরানি পেতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্ব । অরুণ জেটলি অনিচ্ছা প্রকাশ করায় গুরুত্ব বাড়তে পারে পীযূষ গয়ালের মতো নেতাদের । সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রক পেতে পারেন রাজনাথ সিং । বিদেশমন্ত্রক নিয়ে আলোচনা চলছে । যদি অমিত শাহ মন্ত্রিসভায় আসেন তাহলে নিঃসন্দেহে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পাবেন । অনেক তরুণ নেতাদের মন্ত্রকে নেওয়া হতে পারে । আবার বাংলার মাটিতে পদ্ম ফুটিয়ে 'বিপ্লব' করে দেওয়া BJP নেতাদের কয়েকজন মন্ত্রিসভায় আসতে পারেন ।

এই সংক্রান্ত আরও খবর : মোদির শপথগ্রহণে থাকছেন রাহুল ও সোনিয়া

মোদি যখন সকালবেলা গান্ধি-বাজপেয়ি-শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন ঠিক তখনই বাংলায় আন্দোলনের প্রস্তুতিতে তৃণমূল নেত্রী । ঘর ছাড়াদের ঘরে ফেরাতে আজই ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । এই ধরনা মঞ্চ থেকেই আগামী দিনে মোদি বিরোধী কর্মসূচির ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছেন মমতা । রাজনৈতিক মহলের মত, আজকের শপথ মঞ্চে মমতার সামনে বাংলার 54 টি পরিবারের সদস্যদের হাজির করিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ দিতে চেয়েছিলেন মোদি-শাহরা । এমনিতে লোকসভা ভোট নাড়িয়ে দিয়েছে তৃণমূলের মাটি । 2021-কে সামনে রেখে তাই মারণ কামড় দেওয়ার চেষ্টায় মমতা । যেদিন রাইসিনায় দ্বিতীয় ইনিংস শুরু করছেন মোদি সেই দিনটাকেই বেছে নিলেন মমতা ।

এই সংক্রান্ত আরও খবর : সন্ধ্যায় শপথ, সকালে রাজঘাট-অটল সমাধিতে শ্রদ্ধার্ঘ্য মোদির

আজকের ধরনা মঞ্চ থেকে বিরোধী জোটের বার্তা দেওয়ারও চেষ্টা করতে পারেন তৃণমূল নেত্রী । ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার যে পথচলা শুরু হয়েছিল মমতার নেতৃত্বে তা আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি । ইতিহাস বলছে, মমতা যে মুহূর্তে পথে নেমেছেন তখনই লক্ষ জনতাকে পাশে পেয়েছেন । তা বাম আমলে রাইটার্স অভিযান থেকে শুরু করে অতি সম্প্রতি কেন্দ্রের বিভিন্ন ইশুর বিরুদ্ধে প্রতিবাদ । মাঝ পর্বে সিঙ্গুর ইশুতে মমতার সেই অনশন । প্রতি ক্ষেত্রেই যাবতীয় হিসেব নিকেশ পালটে দিয়েছেন তিনি। যদিও এখন সময় বদলেছে । গঙ্গা-যমুনা দিয়ে জল অনেক দূর বয়ে গেছে । সেদিনের ক্যারিশ্মা হয়ত কিছুটা ফিকে হয়েছে । আন্দোলন থেকেই জন্ম হয়েছিল মমতার , একথা বারবার প্রমাণিত । আর তাই বাংলার মাটিতে ঘাষফুল যখন কঠিন পরীক্ষার সামনে তখন সেই আন্দোলনকে হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী । পথে নামতে চলেছেন মমতা । আর তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসের শপথ নিতে চলেছেন মোদি ।

আগামী দিন বাংলা বনাম দিল্লি ? না তৃণমূল বনাম BJP ? না মোদি বনাম মমতা ? না সরকার বনাম বিরোধী শক্তিজোটের লড়াই ? কোন পথে এগোতে চলেছে আগামী দিনে দেশের রাজনীতি সেটাই এখন দেখার ।

Kanpur (Uttar Pradesh), May 29 (ANI): A fire broke out at a factory in Uttar Pradesh's Kanpur. Two fire tenders were at the spot to douse the flames. The fire which took place in the Dada Nagar area is said to have erupted due to a short circuit. No casualties have been reported so far. More details are awaited.
Last Updated : May 30, 2019, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.