ETV Bharat / briefs

দিল্লি দাঙ্গার চার্জশিটে সীতারাম ইয়েচুরির নাম, প্রতিবাদে রায়গঞ্জে মিছিল CPI(M) এর - Sitaram Yechury's name in Delhi riots chargesheet

CPI(M)এর রায়গঞ্জের স্থানীয় কমিটি এই মিছিল কর্মসূচি পালন করে । রায়গঞ্জের বিবিডি মোড় থেকে শুরু করে শহর পরিক্রমা করে দেহশ্রী মোড়ে শেষ হয়।

দিল্লি দাঙ্গার চার্জশিটে সীতারাম ইয়েচুরির নাম
দিল্লি দাঙ্গার চার্জশিটে সীতারাম ইয়েচুরির নাম
author img

By

Published : Sep 14, 2020, 8:51 PM IST

রায়গঞ্জ, ১৪ সেপ্টেম্বর : দিল্লি দাঙ্গার চার্জশিটে নাম রয়েছে CPI(M) এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। আর এরই প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করলেন CPI(M) ।


CPI(M)এর রায়গঞ্জের স্থানীয় কমিটি এই মিছিল কর্মসূচি পালন করে । রায়গঞ্জের বিবিডি মোড় থেকে শুরু করে শহর পরিক্রমা করে দেহশ্রী মোড়ে শেষ হয়। মিছিলের শেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন CPI(M)এর লোকাল সম্পাদক তীর্থ দাস, উত্তম পাল, দিলীপ নারায়ণ ঘোষ ও পরিতোষ দেবনাথ ছাড়া অন্যান্যরা। এছাড়া স্থানীয় নেতা কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পরার মতো ।

রায়গঞ্জ, ১৪ সেপ্টেম্বর : দিল্লি দাঙ্গার চার্জশিটে নাম রয়েছে CPI(M) এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। আর এরই প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করলেন CPI(M) ।


CPI(M)এর রায়গঞ্জের স্থানীয় কমিটি এই মিছিল কর্মসূচি পালন করে । রায়গঞ্জের বিবিডি মোড় থেকে শুরু করে শহর পরিক্রমা করে দেহশ্রী মোড়ে শেষ হয়। মিছিলের শেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন CPI(M)এর লোকাল সম্পাদক তীর্থ দাস, উত্তম পাল, দিলীপ নারায়ণ ঘোষ ও পরিতোষ দেবনাথ ছাড়া অন্যান্যরা। এছাড়া স্থানীয় নেতা কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পরার মতো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.