দিল্লি, 11 জুন : একসময় তাঁর বোলিংয়ে কম্পন ধরে যেত বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের । পাকিস্তানের সেই স্পিডস্টার শোয়েব আখতার বিশ্বের নামকরা সব অধিনায়কদের বিরুদ্ধে খেলেছেন। কিন্তু শোয়েবের চোখে সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
যদিও সরাসরি আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে সৌরভের তুলনা করেননি শোয়েব। তিনি বলেছেন ভারতের সেরা অধিনায়ক সৌরভ। একই সঙ্গে বাঙালিদেরও প্রশংসাও শোনা গেছে শোয়েবের গলায়।
শোয়েবের চোখে সেরা অধিনায়ক কে, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি যদি ভারতের কথা বলি, তা হলে নিঃসন্দেহে সৌরভ । ভারত ওর চেয়ে ভাল অধিনায়ক আর তৈরি করতে পারেনি।’’ ধোনির সঙ্গেও সৌরভের তুলনা করেন শোয়েব। বলেন, ‘‘ধোনিও খুব ভাল অধিনায়ক কিন্তু একটা দল তৈরি করার কথা যদি ওঠে, তা হলে সৌরভ দারুণ কাজ করেছেন।’’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মনে করেন, সৌরভ অধিনায়ক হওয়ার পরে ভারতের ছবিটা বদলে যায়। বিশ্বকাপের মঞ্চ ছাড়াও পাকিস্তানকে হারাতে শুরু করে মেন ইন ব্লু-রা।
সৌরভের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL এ খেলেছিলেন শোয়েব। তাঁর প্রাক্তন সেই অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিয়ে শোয়েব বলেন, ‘‘ভারতীয় দলটাকে বদলে দিয়েছিলেন সৌরভ। এতেই ওর সাহস আর দক্ষতার প্রমাণ পাওয়া যায়। আমি বাঙালিদের দারুণ ভক্ত।"
সৌরভকেই এক নম্বর ভারত অধিনায়ক মনে করেন শোয়েব - ভারত সেরা অধিনায়ক সৌরভ
পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারের চোখে সেরা ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সৌরভের তুলনা করে বলেন, "সৌরভ একটা ভারতীয় দল তৈরি করেছিলেন ।"
দিল্লি, 11 জুন : একসময় তাঁর বোলিংয়ে কম্পন ধরে যেত বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের । পাকিস্তানের সেই স্পিডস্টার শোয়েব আখতার বিশ্বের নামকরা সব অধিনায়কদের বিরুদ্ধে খেলেছেন। কিন্তু শোয়েবের চোখে সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
যদিও সরাসরি আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে সৌরভের তুলনা করেননি শোয়েব। তিনি বলেছেন ভারতের সেরা অধিনায়ক সৌরভ। একই সঙ্গে বাঙালিদেরও প্রশংসাও শোনা গেছে শোয়েবের গলায়।
শোয়েবের চোখে সেরা অধিনায়ক কে, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি যদি ভারতের কথা বলি, তা হলে নিঃসন্দেহে সৌরভ । ভারত ওর চেয়ে ভাল অধিনায়ক আর তৈরি করতে পারেনি।’’ ধোনির সঙ্গেও সৌরভের তুলনা করেন শোয়েব। বলেন, ‘‘ধোনিও খুব ভাল অধিনায়ক কিন্তু একটা দল তৈরি করার কথা যদি ওঠে, তা হলে সৌরভ দারুণ কাজ করেছেন।’’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মনে করেন, সৌরভ অধিনায়ক হওয়ার পরে ভারতের ছবিটা বদলে যায়। বিশ্বকাপের মঞ্চ ছাড়াও পাকিস্তানকে হারাতে শুরু করে মেন ইন ব্লু-রা।
সৌরভের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL এ খেলেছিলেন শোয়েব। তাঁর প্রাক্তন সেই অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিয়ে শোয়েব বলেন, ‘‘ভারতীয় দলটাকে বদলে দিয়েছিলেন সৌরভ। এতেই ওর সাহস আর দক্ষতার প্রমাণ পাওয়া যায়। আমি বাঙালিদের দারুণ ভক্ত।"