ETV Bharat / briefs

লাইন মেরামতির জেরে আজ থেকে 16 মে বাতিল একাধিক ট্রেন - Indian Railway

আপ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল থাকবে

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 8, 2019, 10:54 AM IST

কলকাতা, 8 মে : পূর্ব রেলের শক্তিগড় ডাবল লাইন সেকশনের পালসিট থেকে শক্তিগড় স্টেশনের মধ্যে লাইন মেরামতি করা হবে । সেজন্য আগামী 16 মে পর্যন্ত পূর্ব ও উত্তর-সীমান্ত রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে । আজ সকাল সাড়ে 11টা থেকে 16 মে দুপুর 1টা 50 মিনিট পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । তবে মাঝখানে 12 মে ট্রেন স্বাভাবিক চলাচল করবে ।

পূর্ব রেল জানিয়েছে, 37653/37654 হাওড়া-মেমারি লোকাল বাতিল করা হয়েছে । 37825 হাওড়া-বর্ধমান লোকাল মেমারি পর্যন্ত চলবে । ফিরতি যাত্রায় দুপুর 1টা 45 মিনিটে ট্রেনটি মেমারি থেকে ছাড়বে । 31151 শিয়ালদহ-বর্ধমান লোকাল ব্যান্ডেল পর্যন্ত চলবে । ফিরতি যাত্রায় ট্রেনটি বিকেল 4টে 8 মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।

যে ট্রেনগুলি বাতিল হয়েছে -

  • 9, 11 ও 14 মে 12363 আপ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 10,12 ও 15 মে 12364 ডাউন হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস
  • 8-15 মে 13147 আপ শিয়ালদহ-নিউ কোচবিহার উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 9-16 মে 13148 নিউ কোচবিহার-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 10 ও 12 মে 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12 ও 14 মে 13174 ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 8 ও 15 মে 13175 আপ শিয়ালদহ -শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 10 ও 17 মে 13176 ডাউন শিলচর-শিয়ালদহ এক্সপ্রেস
  • 12 মে কামাখ্যা-পুরি এক্সপ্রেস
  • 14 মে পুরি-কামাখ্যা এক্সপ্রেস
  • 15 মে 15661 রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
  • 14 মে 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস

কলকাতা, 8 মে : পূর্ব রেলের শক্তিগড় ডাবল লাইন সেকশনের পালসিট থেকে শক্তিগড় স্টেশনের মধ্যে লাইন মেরামতি করা হবে । সেজন্য আগামী 16 মে পর্যন্ত পূর্ব ও উত্তর-সীমান্ত রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে । আজ সকাল সাড়ে 11টা থেকে 16 মে দুপুর 1টা 50 মিনিট পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । তবে মাঝখানে 12 মে ট্রেন স্বাভাবিক চলাচল করবে ।

পূর্ব রেল জানিয়েছে, 37653/37654 হাওড়া-মেমারি লোকাল বাতিল করা হয়েছে । 37825 হাওড়া-বর্ধমান লোকাল মেমারি পর্যন্ত চলবে । ফিরতি যাত্রায় দুপুর 1টা 45 মিনিটে ট্রেনটি মেমারি থেকে ছাড়বে । 31151 শিয়ালদহ-বর্ধমান লোকাল ব্যান্ডেল পর্যন্ত চলবে । ফিরতি যাত্রায় ট্রেনটি বিকেল 4টে 8 মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।

যে ট্রেনগুলি বাতিল হয়েছে -

  • 9, 11 ও 14 মে 12363 আপ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 10,12 ও 15 মে 12364 ডাউন হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস
  • 8-15 মে 13147 আপ শিয়ালদহ-নিউ কোচবিহার উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 9-16 মে 13148 নিউ কোচবিহার-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 10 ও 12 মে 13173 আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12 ও 14 মে 13174 ডাউন আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 8 ও 15 মে 13175 আপ শিয়ালদহ -শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 10 ও 17 মে 13176 ডাউন শিলচর-শিয়ালদহ এক্সপ্রেস
  • 12 মে কামাখ্যা-পুরি এক্সপ্রেস
  • 14 মে পুরি-কামাখ্যা এক্সপ্রেস
  • 15 মে 15661 রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
  • 14 মে 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস
Intro:wb_kol_2april_8001_dnt_copy_papri


Body:wb_kol_2april_8001_dnt_copy_papri


Conclusion:wb_kol_2april_8001_dnt_copy_papri

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.