কলকাতা, 25 জানুয়ারি : এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য পুলিশের দু'জন পাচ্ছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল । পাশাপাশি আরও 16 জন পুলিশ কর্মী পাচ্ছেন পুলিশ মেডেল । তাছাড়াও সিবিআইয়ের ছ'জন প্রেসিডেন্ট মেডেল এবং 23 জন পুলিশ মেডেল পাচ্ছেন বলে সূত্রের খবর (Bengal police personnel to get presidential medal on Republic Day)।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, 73তম সাধারণতন্ত্র দিবসে দেশের 939 জন পুলিশ কর্তাকে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে । তাঁদের মধ্যে 189 জন প্রেসিডেন্ট পুলিশ মেডেল পাচ্ছেন । পাশাপাশি দক্ষতার সঙ্গে সেবা করার জন্য গোটা দেশে পুলিশ মেডেল পাচ্ছেন 662 জন পুলিশ কর্মী ।
প্রেসিডেন্ট মেডেল পাচ্ছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার সুশান্ত ধর । কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে থেকে সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি । একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের যবনিকাপতন করেন তিনি । তাছাড়াও সাইবার ক্রাইম এবং রাজ্য এবং কলকাতায় ভুয়ো কল সেন্টারগুলিতে লাগাতার তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছেন এই পুলিশ আধিকারিক ।
এছাড়া রাজ্য থেকে পুলিশ মেডেল পাচ্ছেন দীপঙ্কর দাস । তিনি হাওড়া থানার অফিসার ইনচার্জ । তিনিও সাফল্যের সঙ্গে হাওড়া থানায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ইতি ঘটিয়েছেন । পাশাপাশি পুলিশ মেডেল পাচ্ছেন সুব্রত । রাজ্যে লুকিয়ে থাকা জেএমবি স্লিপার সেলের সদস্যদের গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে সাফল্যের সঙ্গে কাজ করেছেন স্পেশাল টাস্কফোর্সের এই ইন্সপেক্টর ।
তাছাড়াও 2003 সালের ব্যাচের অসম ক্যাডারের আইপিএস অখিলেশ সিং পাচ্ছেন প্রেসিডেন্ট মেডেল । তিনি 2019 সালের সিবিআইয়ে যোগদান করেন । তিনি কলকাতায় কর্মরত । স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং ব্যাঙ্কিং ও সিকিউরিটি কোড ব্রাঞ্চের শীর্ষ পদাধিকারী পদে ছিলেন তিনি । পশ্চিমবঙ্গের বেশ কিছু স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ মামলা যেমন, কয়লা ও গোরুপাচারের মামলায় তিনি সাফল্যের সঙ্গে তদন্তভার এগিয়ে নিয়ে গিয়েছেন ।
আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে শহরে বাড়তি নিরাপত্তা