কলকাতা, 5 মে : অভিযোগ উঠেছিল বেশ কিছু । ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের পাশাপাশি অভিযোগের তির ছিল দেহরক্ষীদের বিরুদ্ধেও । ভোটের আগের রাতে সরিয়ে দেওয়া হল তাদের । বদলে সমসংখ্যক নতুন CISF জওয়ানদের দেহরক্ষী হিসেবে মোতায়েন করা হচ্ছে অর্জুন সিংয়ের জন্য ।
শুক্রবার মদন মিত্র অভিযোগ করেন, অর্জুন সিংয়ের দেহরক্ষীরা ভোটারদের ভয় দেখাচ্ছে । সেই বিষয়টি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের নজরেও আনেন মদন মিত্র । ভোটের রাতে এর আগে এইবার দেহরক্ষীদের বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল ।
গতকাল বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছিলেন, বারাসতের বৈঠকের পর পদক্ষেপ নেওয়া হবে । অর্জুন সিংয়ের দেহরক্ষীদের বদলে ফেলা সেই পদক্ষেপের অংশ হিসেবে মনে করছে সংশ্লিষ্ট মহল ।