ETV Bharat / briefs

সপ্তম দফায় বেনজির সিদ্ধান্ত, বুথের 200 মিটারে 144 ধারা - vote

সপ্তম দফার নির্বাচনে ন'টি লোকসভা কেন্দ্রে বুথের 200 মিটার রেডিয়াসে লাগু হচ্ছে 144 ধারা । এই নিয়ম না মানা হলে 188 ধারায় নেওয়া হবে আইনি পদক্ষেপ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 18, 2019, 6:10 PM IST

কলকাতা, 18 মে : অতীতের কোনও ভোটে তো নয়ই, চলতি লোকসভা ভোটেও নেওয়া হয়নি এমন সিদ্ধান্ত । সপ্তম দফার নির্বাচনে ন'টি লোকসভা কেন্দ্রে বুথের 200 মিটার রেডিয়াসে লাগু হচ্ছে 144 ধারা । রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন এই তথ্য । তাঁর নির্দেশ, 144 ধারা লঙ্ঘন করা হলে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ । সপ্তম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ব্যবস্থা বলে কমিশন সূত্রে খবর ।

সাধারণভাবে বুথের 100 মিটারে থাকে 144 ধারা । সেটিও জেলা নির্বাচনী আধিকারিকের বিবেচনার উপর নির্ভরশীল । চলতি লোকসভা নির্বাচনেও এই নিয়ম মেনে চলা হয়েছে । কিন্তু সপ্তম দফায় বেনজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুথের 200 মিটার রেডিয়াসে একসঙ্গে পাঁচ জন যেতে পারবেন না । 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে ঢোকা যাবে না । বিবেকের হুঁশিয়ারি, এই নিয়ম না মানা হলে নেওয়া হবে আইনি পদক্ষেপ । নিয়ম বলছে, সেক্ষেত্রে 188 ধারায় মামলা করা হতে পারে । বিবেক দুবে জানিয়েছেন, সেক্ষেত্রে তিনবছর পর্যন্ত জেলও হতে পারে।

ষষ্ঠ দফায় কুইক রেসপন্স টিম নিয়ে আঙুল উঠেছিল বিস্তর । যার দায় অনেকটাই গিয়ে পড়ে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাঁধে । এবার তাই QRT-র সক্রিয়তা নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে । বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ, যে কোনও অশান্তির ঘটনা ঘটলে 5-7 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে কুইক রেসপন্স টিমকে । এই বিষয়ে রীতিমতো কড়া নির্দেশ দিয়েছেন দুবে । কোনওভাবেই যাতে পনেরো মিনিটে না ছাড়িয়ে যায় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন দুবে ।

বৃহস্পতিবার পর্যন্ত ঠিক ছিল, 444 টি কুইক রেসপন্স টিম কাজ করবে সপ্তম দফার ন'টি লোকসভা এবং 4 টি বিধানসভা উপনির্বাচনে। কিন্তু আজ সেই সংখ্যা আরও কিছুটা বাড়ানো হয়েছে।

বিবেক দুবে জানিয়েছেন, 461 টি QRT কাজ করবে আগামীকাল । কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা 178 । পাশাপাশি তিনি জানিয়েছেন, শহরে সক্রিয় থাকবে কলকাতা পুলিশও‌ । আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবেন তারা । কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী, ফ্লাইং স্কয়্যাড সক্রিয় থাকবে।

ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্য পুলিশ না রেখে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টদের দেওয়া হয়েছিল QRT পরিচালনার দায়িত্ব । নির্বাচনের পর সবকটি রাজনৈতিক দল QRT-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । আদতে সেদিন পথ চিনতে পারেনি ভিন রাজ্যের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা ‌। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার QRT-তে রাখা হচ্ছে রাজ্য পুলিশের একজন করে কনস্টেবল‌ । গাইড হিসেবে থাকবেন তাঁরা । তবে এবারও টিম পরিচালনার দায়িত্বে থাকছে কম্পানি কমান্ড্যান্টরাই।

কলকাতা, 18 মে : অতীতের কোনও ভোটে তো নয়ই, চলতি লোকসভা ভোটেও নেওয়া হয়নি এমন সিদ্ধান্ত । সপ্তম দফার নির্বাচনে ন'টি লোকসভা কেন্দ্রে বুথের 200 মিটার রেডিয়াসে লাগু হচ্ছে 144 ধারা । রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন এই তথ্য । তাঁর নির্দেশ, 144 ধারা লঙ্ঘন করা হলে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ । সপ্তম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ব্যবস্থা বলে কমিশন সূত্রে খবর ।

সাধারণভাবে বুথের 100 মিটারে থাকে 144 ধারা । সেটিও জেলা নির্বাচনী আধিকারিকের বিবেচনার উপর নির্ভরশীল । চলতি লোকসভা নির্বাচনেও এই নিয়ম মেনে চলা হয়েছে । কিন্তু সপ্তম দফায় বেনজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুথের 200 মিটার রেডিয়াসে একসঙ্গে পাঁচ জন যেতে পারবেন না । 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে ঢোকা যাবে না । বিবেকের হুঁশিয়ারি, এই নিয়ম না মানা হলে নেওয়া হবে আইনি পদক্ষেপ । নিয়ম বলছে, সেক্ষেত্রে 188 ধারায় মামলা করা হতে পারে । বিবেক দুবে জানিয়েছেন, সেক্ষেত্রে তিনবছর পর্যন্ত জেলও হতে পারে।

ষষ্ঠ দফায় কুইক রেসপন্স টিম নিয়ে আঙুল উঠেছিল বিস্তর । যার দায় অনেকটাই গিয়ে পড়ে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাঁধে । এবার তাই QRT-র সক্রিয়তা নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে । বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ, যে কোনও অশান্তির ঘটনা ঘটলে 5-7 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে কুইক রেসপন্স টিমকে । এই বিষয়ে রীতিমতো কড়া নির্দেশ দিয়েছেন দুবে । কোনওভাবেই যাতে পনেরো মিনিটে না ছাড়িয়ে যায় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন দুবে ।

বৃহস্পতিবার পর্যন্ত ঠিক ছিল, 444 টি কুইক রেসপন্স টিম কাজ করবে সপ্তম দফার ন'টি লোকসভা এবং 4 টি বিধানসভা উপনির্বাচনে। কিন্তু আজ সেই সংখ্যা আরও কিছুটা বাড়ানো হয়েছে।

বিবেক দুবে জানিয়েছেন, 461 টি QRT কাজ করবে আগামীকাল । কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা 178 । পাশাপাশি তিনি জানিয়েছেন, শহরে সক্রিয় থাকবে কলকাতা পুলিশও‌ । আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবেন তারা । কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী, ফ্লাইং স্কয়্যাড সক্রিয় থাকবে।

ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্য পুলিশ না রেখে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টদের দেওয়া হয়েছিল QRT পরিচালনার দায়িত্ব । নির্বাচনের পর সবকটি রাজনৈতিক দল QRT-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । আদতে সেদিন পথ চিনতে পারেনি ভিন রাজ্যের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা ‌। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার QRT-তে রাখা হচ্ছে রাজ্য পুলিশের একজন করে কনস্টেবল‌ । গাইড হিসেবে থাকবেন তাঁরা । তবে এবারও টিম পরিচালনার দায়িত্বে থাকছে কম্পানি কমান্ড্যান্টরাই।

Intro:কলকাতা, ১৮ মে: অতীতের কোনও ভোটে তো নয়ই, চলতি লোকসভা ভোটেও নেওয়া হয়নি এমন সিদ্ধান্ত। সপ্তম দফার নির্বাচনে নয় লোকসভা কেন্দ্রে বুথের ২০০ মিটার রেডিয়াসে লাগু হচ্ছে 144 ধারা। রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন এমনই তথ্য। তাঁর নির্দেশ, ১৪৪ ধারা লঙ্ঘন করা হলে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ। সপ্তম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতেই এমন ব্যবস্থা বলে কমিশন সূত্রে খবর।
Body:সাধারণভাবে বুথের 100 মিটারে থাকে ১৪৪ ধারা। সেটিও জেলা নির্বাচনী আধিকারিক এর বিবেচনার উপর নির্ভরশীল। চলতি লোকসভা নির্বাচনেও এই নিয়ম মেনে চলা হয়েছে। কিন্তু সপ্তম দফায় বেনজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথের 200 মিটার রেডিয়াসে একসঙ্গে পাঁচ জন যেতে পারবেন না। 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে ঢোকা যাবে না। বিবেকের হুঁশিয়ারি, এই নিয়ম না মানা হলে, নেওয়া হবে আইনি পদক্ষেপ। নিয়ম বলছে সে ক্ষেত্রে 188 ধারায় মামলা করা হতে পারে। বিবেক দুবে জানিয়েছেন সে ক্ষেত্রে তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
Conclusion:ষষ্ঠ দফায় কুইক রেসপন্স টিম নিয়ে আঙুল উঠেছিল বিস্তর। যার দায় অনেকটাই গিয়ে পরে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাঁধে। এবার তাই QRTর সক্রিয়তা নিয়ে নেওয়া হয়েছে বিশেষ কিছু চিন্তা ভাবনা। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ, যে কোনও অশান্তির ঘটনা ঘটলে ৫-৭ মিনিটের মধ্যে পৌঁছতে হবে কুইক রেসপন্স টিমকে। এ বিষয়ে রীতিমত কড়া নির্দেশ দিয়েছেন দুবে। এই সময় কোনও ভাবেই যাকে পনেরো মিনিটে না ছাড়িয়ে যায় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন দুবে।

বৃহস্পতিবার পর্যন্ত ঠিক ছিল, ৪৪৪ টি কুইক রেসপন্স টিম কাজ করবে সপ্তম দফার ন'টি লোকসভা এবং ৪ টি বিধানসভা উপ নির্বাচনে। কিন্তু আজ সংখ্যা আরো কিছুটা বাড়ানো হয়েছে। দুবে ইটিভি ভারতকে জানিয়েছেন, ৪৬১ QRT কাজ করবে রবিবার। কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা ১৭৮। পাশাপাশি তিনি জানিয়েছেন, শহরে সক্রিয় থাকবে কলকাতা পুলিশও‌। আইন শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা পালন করবেন। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী, ফ্লাইং স্কোয়াড ‌ সক্রিয় থাকবে।

ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্য পুলিশ না রেখে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টদের দেওয়া হয়েছিল QRT পরিচালনার দায়িত্ব। নির্বাচনের পরে সবকটি রাজনৈতিক দল QRT র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদতে সেদিন পথ চিনতে পারেনি ভিন রাজ্যের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা‌। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার QRT তে রাখা হচ্ছে রাজ্য পুলিশের একজন করে কনস্টেবল‌ গাইড হিসেবে থাকবেন। তবে এবারেও টিম পরিচালনার দায়িত্বে থাকছেন কম্পানি কমান্ডান্টরাই।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.