কলকাতা, 28 মে : কমতে চলেছে গরমের ছুটি । টানা একমাস 29 দিনের ছুটি 30 জুন সম্পূর্ণ হওয়ার আগেই খুলে যেতে পারে স্কুল। মঙ্গলবার এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী জানান, ফণী ও গরমের ছুটি মিলিয়ে 30 জুন পর্যন্ত যে ছুটি দেওয়া হয়েছিল তা গরমের ছুটির অধিক যাতে না হয় সেটা পর্যালোচনা করে দেখা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই। তবে, মধ্যশিক্ষা পর্ষদের সিডিউল অনুযায়ী গরমের ছুটির পর 10 জুন খোলার কথা ছিল রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির। তার বেশি ছুটি না দিলে ওইদিনই খুলতে পারে স্কুলগুলি।
2 মে একটি বিজ্ঞপ্তি জারি করে ফণীর ছুটির সঙ্গে গরমের ছুটি ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 3 মে থেকে 30 জুন পর্যন্ত টানা একমাস 29 দিন স্কুল বন্ধ রাখার কথা বলা হয়। এই লম্বা ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত ছিল গরমের ছুটি । কিন্তু, এত লম্বা গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের জমা পড়ে একাধিক অভিযোগ । সোমবার শিক্ষামন্ত্রী ফেসবুকে শিক্ষার মানোন্নয়নে যে সাজেশন চেয়েছিলেন তাতেও এই লম্বা ছুটি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকাশ ভবনে পর্যালোচনা বৈঠক করেন শিক্ষামন্ত্রী । বৈঠকে ছিলেন শিক্ষা দপ্তরের সচিবরাও । এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিডিউল করা গরমের ছুটির অধিক ছুটি যাতে স্কুলগুলিতে না দেওয়া হয় তা পর্যালোচনা করা হবে । তবে, সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই । তবে, শিক্ষামন্ত্রীর কথায় এটা স্পষ্ট, 30 জুনের আগেই স্কুল খুলতে পারে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাইমারি পর্ষদের সঙ্গে আমরা কথা বলেছি । গরমের ছুটি যেটা ছিল এবং তা ফণীর ছুটির সঙ্গে যুক্ত হয়ে 30 জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল । এই ছুটি গরমের ছুটি আগে যেরকম দেওয়া ছিল সেই রকম ছুটির অধিক যাতে না হয় সেটা আমরা রিভিউ করব । আমরা আবহাওয়া দপ্তরের সঙ্গেও কথা বলছি যে কবে থেকে এখানে বর্ষা নামবে। একটু গরম কমে যাবে ।"
তবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী । এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "শুধু তাই নয় । বেশ কিছু ছাত্র-ছাত্রী আমাকে অনুরোধ করেছে । মুখ্যমন্ত্রী আমাকে নিজে বলেছেন এটা পুনর্বিবেচনা করার জন্য । আমি সমস্ত সেক্রেটারি এবং শিক্ষা দপ্তরের সবার সঙ্গে বসে ঠিক করেছি এটা আমরা পুনর্বিবেচনা করব । এবং আমরা দেখব গরমের ছুটি যা দেওয়া হয়েছে তার থেকে অধিক ছুটি দরকার আছে কী নেই । মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব ।"
তবে, 30 জুনের আগেই স্কুল খুলে দেওয়ার পরও যদি গরম আবহাওয়া বজায় থাকে তাহলে কী করা হবে? শিক্ষামন্ত্রী বলেন, "যদি গরম অব্যাহত থাকে তাহলে সেটাও আমরা রিভিউ করব। আর যদি না করে তাহলে সেটা তো আমরা আগেই বলছি গরমের ছুটি যে পর্যন্ত আছে সেই পর্যন্তই রাখার কথা পুনর্বিবেচনা হয়েছে মিটিংয়ে ।"