ETV Bharat / briefs

"মাস্টারমশাই মেরে পিঠে দাগ করে দিয়েছে"

পুরোনো মালদা পৌরসভার শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ ।

author img

By

Published : May 3, 2019, 8:49 PM IST

মারধর করা হয়েছে ছাত্রকে

মালদা, 3 মে : শাসনের নামে এক ছাত্রের উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি পুরোনো মালদা পৌরসভার শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের । আজ এই নিয়ে শোরগোল হতেই স্কুলে তালা মেরে কার্যত পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক । সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি । বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি পুরাতন মালদার স্কুল পরিদর্শকও । থানায় অভিযোগ জানাতে গেছিলেন ছাত্রের মা ।

শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের মা ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক রাউথের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । ছাত্রের মা সরস্বতী সাহার অভিযোগ, "কোনও কারণে গত পরশু কৌশিক মাস্টারমশাই ছেলেকে বেধড়ক মারধর করেন । কঞ্চির আঘাতে ছেলের পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেছে । গতকাল আমি সেকথা মাস্টারমশাইকে বলতে এসেছিলাম । আমার কথা শুনে মাস্টারমশাই আমাকে বলেন, তিনি আজও ছেলেকে মেরেছেন । আমি ছেলের পিঠের দিকে তাকিয়ে দেখি, গোটা পিঠ ফেটে গেছে । শিক্ষক হিসাবে তিনি ছেলেকে শাসন করতেই পারেন । কিন্তু এভাবে জানোয়ারের মতো মারতে পারেন কি? আমি এর বিচার চাই । এর আগেও ওই মাস্টারমশাই ছেলেকে মেরেছিলেন । গালে দাগ বসে গিয়েছিল । ছেলের জ্বর চলে এসেছিল । কিন্তু এবার মাস্টারমশাই যা করেছেন, তা মেনে নেওয়া যায় না । আমি এনিয়ে পুলিশে অভিযোগ জানাব । আজ আমি প্রতিবাদ জানাতে ফের স্কুলে এসেছিলাম । কিন্তু তিনি স্কুলের হাজিরা খাতায় সই করে তালা মেরে চলে গিয়েছেন ।"

শুধু সরস্বতী সাহাই নয়, কৌশিকবাবুর বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগে সরব হয়েছেন এলাকার আরও অনেকে । স্থানীয় লতা সরকার বলেন, "ওই মাস্টারমশাইয়ের ভয়ে ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না । জোর করে পড়ুয়াদের স্কুলে পাঠাতে হয় । ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে । কিন্তু সেকথা অভিভাবকদের না জানিয়ে এভাবে কেন মারধর করা হয়? গতবছর আমার ছেলেকেও ওই মাস্টারমশাই বেধড়ক মেরেছিলেন । গতকাল তিনি আর একজন বাচ্চাকে মারধর করেন । সেই ভয়ে আজ স্কুলে তালা দিয়ে পালিয়ে যান তিনি । এভাবে ছোটো ছোটো ছেলেমেয়েকে মারধর করার জন্য আমরা ওই মাস্টারমশাইয়ের বিচার চাই ।"

স্কুল থেকে সামান্য দূরে শর্বরী এলাকায় কৌশিকবাবুর বাড়ি । গোটা ঘটনা জানতে তাঁর বাড়ি যাওয়া হয় । বাড়িতে তাঁর উপস্থিতি টের পাওয়া গেলেও 30 মিনিটের ডাকাডাকিতে তিনি কোনও সাড়া দেননি । অবশেষে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় পুরাতন মালদার স্কুল পরিদর্শক ভরত ঘোষকে । তিনি আগেই জানিয়ে দেন, ক্যামেরার সামনে কোনও কথা বলবেন না । তবে তিনি জানান, তিনি লোকমুখে এই খবর পেলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগপত্র তাঁর কাছে জমা পড়েনি । গোটা ঘটনা না জেনে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না ।

মালদা, 3 মে : শাসনের নামে এক ছাত্রের উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি পুরোনো মালদা পৌরসভার শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের । আজ এই নিয়ে শোরগোল হতেই স্কুলে তালা মেরে কার্যত পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক । সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি । বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি পুরাতন মালদার স্কুল পরিদর্শকও । থানায় অভিযোগ জানাতে গেছিলেন ছাত্রের মা ।

শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের মা ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক রাউথের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । ছাত্রের মা সরস্বতী সাহার অভিযোগ, "কোনও কারণে গত পরশু কৌশিক মাস্টারমশাই ছেলেকে বেধড়ক মারধর করেন । কঞ্চির আঘাতে ছেলের পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেছে । গতকাল আমি সেকথা মাস্টারমশাইকে বলতে এসেছিলাম । আমার কথা শুনে মাস্টারমশাই আমাকে বলেন, তিনি আজও ছেলেকে মেরেছেন । আমি ছেলের পিঠের দিকে তাকিয়ে দেখি, গোটা পিঠ ফেটে গেছে । শিক্ষক হিসাবে তিনি ছেলেকে শাসন করতেই পারেন । কিন্তু এভাবে জানোয়ারের মতো মারতে পারেন কি? আমি এর বিচার চাই । এর আগেও ওই মাস্টারমশাই ছেলেকে মেরেছিলেন । গালে দাগ বসে গিয়েছিল । ছেলের জ্বর চলে এসেছিল । কিন্তু এবার মাস্টারমশাই যা করেছেন, তা মেনে নেওয়া যায় না । আমি এনিয়ে পুলিশে অভিযোগ জানাব । আজ আমি প্রতিবাদ জানাতে ফের স্কুলে এসেছিলাম । কিন্তু তিনি স্কুলের হাজিরা খাতায় সই করে তালা মেরে চলে গিয়েছেন ।"

শুধু সরস্বতী সাহাই নয়, কৌশিকবাবুর বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগে সরব হয়েছেন এলাকার আরও অনেকে । স্থানীয় লতা সরকার বলেন, "ওই মাস্টারমশাইয়ের ভয়ে ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না । জোর করে পড়ুয়াদের স্কুলে পাঠাতে হয় । ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে । কিন্তু সেকথা অভিভাবকদের না জানিয়ে এভাবে কেন মারধর করা হয়? গতবছর আমার ছেলেকেও ওই মাস্টারমশাই বেধড়ক মেরেছিলেন । গতকাল তিনি আর একজন বাচ্চাকে মারধর করেন । সেই ভয়ে আজ স্কুলে তালা দিয়ে পালিয়ে যান তিনি । এভাবে ছোটো ছোটো ছেলেমেয়েকে মারধর করার জন্য আমরা ওই মাস্টারমশাইয়ের বিচার চাই ।"

স্কুল থেকে সামান্য দূরে শর্বরী এলাকায় কৌশিকবাবুর বাড়ি । গোটা ঘটনা জানতে তাঁর বাড়ি যাওয়া হয় । বাড়িতে তাঁর উপস্থিতি টের পাওয়া গেলেও 30 মিনিটের ডাকাডাকিতে তিনি কোনও সাড়া দেননি । অবশেষে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় পুরাতন মালদার স্কুল পরিদর্শক ভরত ঘোষকে । তিনি আগেই জানিয়ে দেন, ক্যামেরার সামনে কোনও কথা বলবেন না । তবে তিনি জানান, তিনি লোকমুখে এই খবর পেলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগপত্র তাঁর কাছে জমা পড়েনি । গোটা ঘটনা না জেনে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না ।

রায়গঞ্জ, ৩০ এপ্রিল, প্রসুন মৈত্র : গতকাল কাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ দাড়িভিট থেকে প্রচার শুরু করলেন ইসলামপুর বিধানসভা উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল। তিনি আজ দাড়িভিটে নিহত দুই ছাত্র তাপস ও রাজেশের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। তাদের সাথে নিয়েই শ্রদ্ধা জানাতেই তাপস ও রাজেশের সমাধিস্থলে যান তিনি। নিহত তাপস ও রাজেশের পরিবারের লোকদের সাথে নিয়ে দাড়িভিট গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করার পাশাপাশি এলাকার প্রতিটি বাড়িতে গিয়েও প্রচার সারলেন বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল। আগামী ১৯ মে ইসলামপুরের উপ-নির্বাচনে চার প্রধান রাজনৈতিক দল তাদের প্রার্থীপদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বিজেপি প্রার্থী ডাঃ সৌম্যরূপ মন্ডল দাড়িভিট থেকে প্রচার শুরু করলেন। বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল জানিয়েছেন, আমাদের প্রথম কাজ হবে দাড়িভিটে ছাত্র সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই প্রাক্তন ছাত্র তাপস ও রাজেশের পরিবার যেন সঠিক বিচার পায় তার ব্যবস্থা করা। আর যে দলের জন্য ওই দুই ছাত্রের মৃত্যু হয়েছে সেই দলটিকে মাটির নিচে কবর দিব বলে জানান তিনি। রায়গঞ্জ লোকসভা নির্বাচনেও বিজেপি জিতবে ও ইসলামপুরের উপ-নির্বাচনেও আমরা জয়ী হব।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.