ETV Bharat / briefs

বিপদের সময় শেরপা ছেড়ে চলে গিয়েছিল : রুদ্রপ্রসাদ - sherpa

আজ কলকাতায় ফেরেন কাঞ্চনজঙ্ঘা জয়ী রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদার । তাঁরা বলেন, শেরপাদের অদক্ষতার জন্য এই অভিযানে তাঁদের একটু সমস্যায় পড়তে হয়েছে ।

s
author img

By

Published : May 20, 2019, 11:52 PM IST

Updated : May 20, 2019, 11:59 PM IST

বিধাননগর, 20 মে : "শেরপাদের কম দক্ষতাও আমাদের সমস্যার একটা কারণ।" আজ নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে একথা বলেন পর্বতারোহী রমেশ রায় ।

রমেশ বলেন, "শেরপা বন্ধুদের দক্ষতা একটু কম ছিল । তাদের সবসময় আমাদের সঙ্গে থাকার কথা । কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছিল । শেরপা বন্ধুরা যথাযথ সময়ে আমাদের অক্সিজেন দিতে পারেনি । আমাদের বন্ধু বিপ্লব বা কুন্তলকে হারানোর অন্যতম কারণ অক্সিজেন ঠিক সময়ে না পাওয়া ।" পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার বলেন, "কুন্তলকে বেশ কয়েকজন সহ-পর্বতারোহীরা বুঝিয়েছিল নেমে যাওয়ার জন্য । কিন্তু ও নামেনি । পর্বতারোহণে ভুলের কোনও ক্ষমা নেই । এটা ফুটবল ম্যাচ নয় যে লাল কার্ড দেখালে সেই ম্যাচ বাদ দিয়ে পরের ম্যাচ থেকে আবার খেলবে । এখানে লাল কার্ড মানে জীবন থেকে বাদ যাওয়া । সামিট থেকে নামার সময় আমার কাছে অক্সিজেন ছিল না । আমি 200 মিটার অক্সিজেন ছাড়া আসতে বাধ্য হই । নিচে নামার সময় আমি দেখতে পাই কুন্তল বসে আছে ওর মাস্ক নেই । ও প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল । আমার শেরপার সাহায্যে ওকে প্রায় 100 থেকে 150 মিটার নিচে নামিয়েছিলাম । নামানোর সময় আমার পায়ের কাটা জুতো খুলে যায় । আমি আমার শেরপাকে সেটা বেঁধে দিতে বলি । তখন শেরপা প্রায় বিরক্তি প্রকাশ করে বলে, তুমি নিজেও মরবে, আমাকেও মারবে ও তো মরবেই । তারপর আবার সে আমাকে ছেড়ে চলে যায় । কুন্তল এরপর বারবার শুয়ে পড়ছিল । আমি ওকে চড়-থাপ্পড় মেরে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম । আমি একা ছিলাম কুন্তলের সঙ্গে । আমার অক্সিজেন শেষ হয়ে আসছিল । এরপর আমিও বুঝতে পারছিলাম আমি এই মুহূর্তে নিচে না নামলে আমি মারা যাব । এরপর আমি একা অসহায় অবস্থায় ফিরে আসি ।"

শুনুন বক্তব্য

তবুও বিপদকে তোয়াক্কা না করে রমেশ বলেন , "অ্যাডভেঞ্চার মানে তো এই বিপদ থাকবেই । বিপদ যদি বাদ দিই তাহলে এই অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার থাকবে না । এর মধ্যে আনন্দ পাই । নতুন কিছু খুঁজে পাই । তাই সুযোগ পেলে আবার যাব ।"

বিধাননগর, 20 মে : "শেরপাদের কম দক্ষতাও আমাদের সমস্যার একটা কারণ।" আজ নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে একথা বলেন পর্বতারোহী রমেশ রায় ।

রমেশ বলেন, "শেরপা বন্ধুদের দক্ষতা একটু কম ছিল । তাদের সবসময় আমাদের সঙ্গে থাকার কথা । কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছিল । শেরপা বন্ধুরা যথাযথ সময়ে আমাদের অক্সিজেন দিতে পারেনি । আমাদের বন্ধু বিপ্লব বা কুন্তলকে হারানোর অন্যতম কারণ অক্সিজেন ঠিক সময়ে না পাওয়া ।" পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার বলেন, "কুন্তলকে বেশ কয়েকজন সহ-পর্বতারোহীরা বুঝিয়েছিল নেমে যাওয়ার জন্য । কিন্তু ও নামেনি । পর্বতারোহণে ভুলের কোনও ক্ষমা নেই । এটা ফুটবল ম্যাচ নয় যে লাল কার্ড দেখালে সেই ম্যাচ বাদ দিয়ে পরের ম্যাচ থেকে আবার খেলবে । এখানে লাল কার্ড মানে জীবন থেকে বাদ যাওয়া । সামিট থেকে নামার সময় আমার কাছে অক্সিজেন ছিল না । আমি 200 মিটার অক্সিজেন ছাড়া আসতে বাধ্য হই । নিচে নামার সময় আমি দেখতে পাই কুন্তল বসে আছে ওর মাস্ক নেই । ও প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল । আমার শেরপার সাহায্যে ওকে প্রায় 100 থেকে 150 মিটার নিচে নামিয়েছিলাম । নামানোর সময় আমার পায়ের কাটা জুতো খুলে যায় । আমি আমার শেরপাকে সেটা বেঁধে দিতে বলি । তখন শেরপা প্রায় বিরক্তি প্রকাশ করে বলে, তুমি নিজেও মরবে, আমাকেও মারবে ও তো মরবেই । তারপর আবার সে আমাকে ছেড়ে চলে যায় । কুন্তল এরপর বারবার শুয়ে পড়ছিল । আমি ওকে চড়-থাপ্পড় মেরে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম । আমি একা ছিলাম কুন্তলের সঙ্গে । আমার অক্সিজেন শেষ হয়ে আসছিল । এরপর আমিও বুঝতে পারছিলাম আমি এই মুহূর্তে নিচে না নামলে আমি মারা যাব । এরপর আমি একা অসহায় অবস্থায় ফিরে আসি ।"

শুনুন বক্তব্য

তবুও বিপদকে তোয়াক্কা না করে রমেশ বলেন , "অ্যাডভেঞ্চার মানে তো এই বিপদ থাকবেই । বিপদ যদি বাদ দিই তাহলে এই অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার থাকবে না । এর মধ্যে আনন্দ পাই । নতুন কিছু খুঁজে পাই । তাই সুযোগ পেলে আবার যাব ।"

New Delhi, May 20 (ANI): National Commission for Women (NCW) on Monday demanded an apology from Bollywood actor Vivek Oberoi over his recent tweet. According to NCW, Vivek Oberoi is being disrespectful towards Aishwarya Rai Bachchan. NCW Chairperson Rekha Sharma said, "We would like him (Vivek Oberoi) to apologise on social media and personally also to the person concerned. If he doesn't do, we will see what legal action we can take against him. We will be talking to twitter to remove that tweet immediately." Vivek Oberoi on Monday twitted a meme about Salman Khan and Aishwarya Rai Bachchan's age-old affair back in 2002, and comparing it to the ongoing elections.
Last Updated : May 20, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.