ETV Bharat / briefs

রাষ্ট্রায়ত্ত সংস্থার লিজ়ের জমিতে রেস্তরাঁ, ব্যবহৃত হচ্ছে BJP-র নির্বাচনী কাজে ? - CEO

দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব পার্ক রয়েছে । একটি বেসরকারি সংস্থাকে পার্কটি লিজ়ে দেওয়া হয়েছিল । সেখানে একটি রেস্তরাঁ খোলা হয়েছে । সেটাই BJP-র নির্বাচনী কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ ।

রেস্তরাঁয় চলছে বৈঠক
author img

By

Published : Apr 27, 2019, 11:20 PM IST

Updated : Apr 27, 2019, 11:36 PM IST

দুর্গাপুর, 27 এপ্রিল : রাষ্ট্রায়ত্ত সংস্থার লিজ় দেওয়া জমিতে রেস্তরাঁ খোলা হয়েছে । জমিটি নিয়ে আইনি লড়াইও চলছে । আর সেই রেস্তরাঁতে BJP নির্বাচনী কার্যালয় চালাচ্ছে বলে অভিযোগ । বিষ্ণুপরের প্রার্থী সৌমিত্র খাঁ ও বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী এস এস আলুওয়ালিয়া সেখানে রাত্রিবাস করছেন । বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে । নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তারা । যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষ ও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব পার্ক রয়েছে । একটি বেসরকারি সংস্থাকে পার্কটি লিজ়ে দেওয়া হয়েছিল । বেসরকারি সংস্থাটির কর্ণধার দেবাশিস রায় এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । পার্কের মধ্যে একটি রেস্তরাঁ খোলা হয় । তা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে সংস্থাটির আইনি লড়াই চলছে । ইতিমধ্যে আজ সকালে রেস্তরাঁয় যায় দুর্গাপুর থানার পুলিশ । পরে সেখানে গিয়ে দেখা যায়, BJP নেতারা বৈঠক করছেন । সেখানে ছিলেন দেবাশিসবাবুও । পাশাপাশি, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীর ছবি সম্বলিত বুথ স্লিপ, নির্বাচনের বিভিন্ন ফর্ম ক্যামেরায় ধরা পড়ে । রেস্তরাঁর মধ্যেই আলুওয়ালিয়ার ছবি সহ ব্যানার, পোস্টার, ফ্লেক্স রয়েছে ।

BJP
পার্ক

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, বিষয়টি নিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল । তাঁর অভিযোগ, "দীর্ঘদিন ধরে কম্পানিকে টাকা দেয়নি সংস্থাটি । BJP-কে সামনে রেখে দখলদারি চালানো হচ্ছে । BJP-র হয়ে প্রচারও করা হচ্ছে । নামে রেস্তরাঁ হলেও আদতে ওটা BJP-র দলীয় কার্যালয় । এটা বেআইনি । নির্বাচনী কার্যকলাপ চলার পাশাপাশি সেখানে ঝাড়খণ্ড থেকে আগত দুষ্কৃতীরাও আশ্রয় নিচ্ছে ।" বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে । দলের প্রাথমিক শিক্ষা সেলের তরফে সুদীপ চ্যাটার্জি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ।

যদিও রেস্তোরাঁর কর্তৃপক্ষের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে । দেবাশিসবাবুর বক্তব্য, "এটা তো আমাদের ব্যবসার জায়গা । এটা রেস্তরাঁ কাম ব্যাঙ্কোয়েট হল । এটা আমরা সবাইকেই ভাড়া দিই । 20 তারিখ থেকে BJP এখানে অফিস চালাচ্ছে । হয়ত নির্বাচনের দিন পর্যন্ত এখানে তারা অফিস চালাবে । BJP আমাদের থেকে ভাড়া নিয়েছে, আমরা ভাড়া দিতেই পারি । আমরা ভাড়া দেব । কিন্তু, এটা তো এরকম বিষয় নয় যে শুধুমাত্র BJP ভাড়া পাবে । আমাদের ঘর ফাঁকা থাকলে অন্য কোনও দলও ভাড়া নিতে পারে । আমাদের কোনও অসুবিধা নেই । BJP চেয়েছে, তাই দিয়েছি । এটা পুরোপুরি ব্যবসায়িক বিষয় । আমি BJP কর্মী । BJP-কে ভালোবাসি । কিন্তু, আমার মনে হয় না, এখানে আমরা আইন ভেঙে কিছু করেছি ।"

যদিও পশ্চিম বর্ধমান BJP জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, "তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে । তারা সব জায়গায় হারবে । তাই এসব অভিযোগ তুলছে । "

দেখুন ভিডিয়ো

অপরদিকে, বিষয়টি নিয়ে দুর্গাপুরের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার অনির্বাণ কোলের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি বলেন, "আমরা অভিযোগ পেয়েছি । সেটি আদর্শ আচরণবিধি (MCC) বিভাগে পাঠানো হয়েছে । তারা অভিযোগ খতিয়ে দেখবে । "

দুর্গাপুর, 27 এপ্রিল : রাষ্ট্রায়ত্ত সংস্থার লিজ় দেওয়া জমিতে রেস্তরাঁ খোলা হয়েছে । জমিটি নিয়ে আইনি লড়াইও চলছে । আর সেই রেস্তরাঁতে BJP নির্বাচনী কার্যালয় চালাচ্ছে বলে অভিযোগ । বিষ্ণুপরের প্রার্থী সৌমিত্র খাঁ ও বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী এস এস আলুওয়ালিয়া সেখানে রাত্রিবাস করছেন । বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে । নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তারা । যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষ ও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব পার্ক রয়েছে । একটি বেসরকারি সংস্থাকে পার্কটি লিজ়ে দেওয়া হয়েছিল । বেসরকারি সংস্থাটির কর্ণধার দেবাশিস রায় এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত । পার্কের মধ্যে একটি রেস্তরাঁ খোলা হয় । তা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে সংস্থাটির আইনি লড়াই চলছে । ইতিমধ্যে আজ সকালে রেস্তরাঁয় যায় দুর্গাপুর থানার পুলিশ । পরে সেখানে গিয়ে দেখা যায়, BJP নেতারা বৈঠক করছেন । সেখানে ছিলেন দেবাশিসবাবুও । পাশাপাশি, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীর ছবি সম্বলিত বুথ স্লিপ, নির্বাচনের বিভিন্ন ফর্ম ক্যামেরায় ধরা পড়ে । রেস্তরাঁর মধ্যেই আলুওয়ালিয়ার ছবি সহ ব্যানার, পোস্টার, ফ্লেক্স রয়েছে ।

BJP
পার্ক

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, বিষয়টি নিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল । তাঁর অভিযোগ, "দীর্ঘদিন ধরে কম্পানিকে টাকা দেয়নি সংস্থাটি । BJP-কে সামনে রেখে দখলদারি চালানো হচ্ছে । BJP-র হয়ে প্রচারও করা হচ্ছে । নামে রেস্তরাঁ হলেও আদতে ওটা BJP-র দলীয় কার্যালয় । এটা বেআইনি । নির্বাচনী কার্যকলাপ চলার পাশাপাশি সেখানে ঝাড়খণ্ড থেকে আগত দুষ্কৃতীরাও আশ্রয় নিচ্ছে ।" বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে । দলের প্রাথমিক শিক্ষা সেলের তরফে সুদীপ চ্যাটার্জি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ।

যদিও রেস্তোরাঁর কর্তৃপক্ষের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে । দেবাশিসবাবুর বক্তব্য, "এটা তো আমাদের ব্যবসার জায়গা । এটা রেস্তরাঁ কাম ব্যাঙ্কোয়েট হল । এটা আমরা সবাইকেই ভাড়া দিই । 20 তারিখ থেকে BJP এখানে অফিস চালাচ্ছে । হয়ত নির্বাচনের দিন পর্যন্ত এখানে তারা অফিস চালাবে । BJP আমাদের থেকে ভাড়া নিয়েছে, আমরা ভাড়া দিতেই পারি । আমরা ভাড়া দেব । কিন্তু, এটা তো এরকম বিষয় নয় যে শুধুমাত্র BJP ভাড়া পাবে । আমাদের ঘর ফাঁকা থাকলে অন্য কোনও দলও ভাড়া নিতে পারে । আমাদের কোনও অসুবিধা নেই । BJP চেয়েছে, তাই দিয়েছি । এটা পুরোপুরি ব্যবসায়িক বিষয় । আমি BJP কর্মী । BJP-কে ভালোবাসি । কিন্তু, আমার মনে হয় না, এখানে আমরা আইন ভেঙে কিছু করেছি ।"

যদিও পশ্চিম বর্ধমান BJP জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, "তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে । তারা সব জায়গায় হারবে । তাই এসব অভিযোগ তুলছে । "

দেখুন ভিডিয়ো

অপরদিকে, বিষয়টি নিয়ে দুর্গাপুরের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার অনির্বাণ কোলের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি বলেন, "আমরা অভিযোগ পেয়েছি । সেটি আদর্শ আচরণবিধি (MCC) বিভাগে পাঠানো হয়েছে । তারা অভিযোগ খতিয়ে দেখবে । "

Intro:দুর্গাপুর ইস্পাত নগরীতে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব একটি পার্ক রয়েছে।সেই পার্ক টি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ লিজ দেন দেবাশীষ রায় নামক এক ব্যাক্তির নেতৃত্বাধীন একটি বেসরকারি সংস্থাকে।পরে ওই পার্কের ভেতরে"" ইন্ডয়ানা"" নামক একটি রেস্টুরেন্ট চালু করে ওই সংস্থা।ডিএসপি এর এই পার্ক নিয়ে ওই সংস্থার সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার আইনি লড়াই অব্যাহত। দেবাশীষ রায় বিজেপি র একজন নেতা।অভিযোগ "ইন্ডিয়ানা""নামক ওই রেষ্টুরেন্ট এ এখন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কার্যকলাপ চলার সাথে সাথে ওই রেষ্টুরেন্টে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া এসে রাত্রিবাস করছেন। এই রেস্টুরেন্টে আজ সকালে দুর্গাপুর থানার পুলিশ যায় এবং রেস্টুরেন্ট এর কর্ণধার দেবাশীষ রায় কে বেশ কিছু প্রশ্ন করে পুলিশের পক্ষ থেকে। দেবাশীষ বাবুকে পুলিশ এমন কথাও জানায় যে, এই রেস্টুরেন্টে বিজেপির নির্বাচনী কার্যকলাপ চলছে। তাই আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই পুলিশ এখানে তদন্তে এসেছে। পুলিশের প্রশ্নের উত্তর দেয় দেবাশীষ রায়। সংবাদমাধ্যমের কাছে সেই খবর আসতেই ইন্ডিয়ানা তে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখা যায় বিজেপির নেতা কর্মীরা বসে বৈঠক করছেন। ইন্ডিয়ানা র ভেতরে রয়েছে বিজেপির বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আলুওয়ালিয়ার ছবি সম্বলিত বুথ স্লিপ, নির্বাচনের বিভিন্ন ফরম এবং ইন্ডিয়ান আর বাইরে আলুওয়ালিয়ার ছবি সম্বলিত বড় বড় ব্যানার পোস্টার গুলি ও রাখা রয়েছে। বিজেপি নেতা কর্মীরা দেবাশীষ রায়ের সাথে বসে একযোগে দলীয় গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এখানে বসে এমন দৃশ্য ক্যামেরা তে ধরা পড়ে। তাহলে কি সত্যি এই সরকারি জমির ওপর প্রতিষ্ঠা পাওয়া রেস্টুরেন্ট সেখান থেকে বসেই নির্বাচনী কার্যকলাপ চালাচ্ছে বিজেপি? এই রেস্টুরেন্টেই দেখা যায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি চাঞ্চল্যকর অভিযোগ এই রেস্টুরেন্টে বসে শুধু বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনি কার্যকলাপ চলছে তা নয় এখানে বহিরাগত ""ঝাড়খণ্ডের দুষ্কৃতিরা"" এসে ডেরা বেঁধেছে এবং কয়েক মাস আগে নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে এসে জনসভা করেন সেই তখন এখানে ঝাড়খণ্ডের লোকেরা এসে দাঁড়াবে ছিল বলে অভিযোগ উত্তম বাবুর। পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই এই রেষ্টুরেন্টে ঢোকার সময় জানান, ""এখান থেকে নির্বাচনী কোন কাজ অপারেট হচ্ছে না। দেবাশিস বাবু নিজে একজন বিজেপির কার্যকর্তা। আমরা সবাই বিভিন্ন রাজনৈতিক কাজকর্ম সেরে তার এখানে আসি। গল্প করি আড্ডা মারি, চা খায়।টিএমসি র পায়ের তলার মাটি সরেছে।তারা সর্বত্রই পরাজিত হবে।তাই এসব অভিযোগ তুলছে।"" তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে সরকারি দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে থাকা এই রেস্টুরেন্টে বসে কি করে বিজেপির ভোট স্লিপ হোডিং ব্যানার ইত্যাদি করা হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে এই রেস্টুরেন্ট এবং এই জমি কে ঘিরে যখন আইনি জটিলতা চলছে তখন এখানে কি করে বিজেপির প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে এসে রাত্রে বাস করছেন নির্বাচনের বাকি আর মাত্র 48 ঘণ্টা তার আগে দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের ভেতরে ইন্ডিয়ানা রেস্টুরেন্টকে ঘিরে এখন জোর রাজনৈতিক বিতর্ক এখন দেখার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করে এই রেষ্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেBody:কপিConclusion:কপি
Last Updated : Apr 27, 2019, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.