পুরুলিয়া, 30 জুলাই : পুরুলিয়ায় ক্রমশই বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । নতুন করে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 14 জন l আক্রান্তরা পুরুলিয়া জেলার পুঞ্চা ও আদ্রা এলাকার বাসিন্দা l সবমিলিয়ে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত সংখ্যা 213 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 126 জন । চিকিৎসাধীন রয়েছেন 86 জন। জেলায় ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে পুরুলিয়া জেলা প্রশাসন পুরো জেলাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছেন। তাই এখন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 55 টি ।
এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রত্যেকটি এলাকা l সবকটি এলাকাকে বারে বারে স্যানিটাইজ় করার কাজ চলছে l পাশাপাশি আজ রাত 12 টা অবধি পুরুলিয়া শহর ও আদ্রা রেল শহরে জারি হয়েছে লকডাউন l
প্রশাসন সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 14 জন । পাশাপাশি হোম কোয়ারানটাইনে পর্যবেক্ষণে রয়েছেন 4368 জন ।জেলা থেকে মোট 23,337 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে । যার মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 213 জনের এবং নেগেটিভ রিপোর্ট এসেছে 21,835 জনের । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি । পাশাপাশি একজন ব্যক্তির মৃত্যুর পর তার কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে l