দিল্লি, 7 জুন : ক্যাবিনেটের আটটি কমিটির মধ্যে মাত্র দুটিতে ঠাঁই হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । এমনকী রাজনীতি বিষয়ক কমিটিতেও রাখা হয়নি বর্ষীয়ান এই রাজনীতিবিদকে । তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় । জল্পনা ছড়ায়, ইস্তফার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । অবশ্য সেই দাবি উড়িয়ে দেয় প্রতিরক্ষামন্ত্রীর অফিস । ইতিমধ্যে তাঁকে আরও চারটি কমিটির সদস্য করা হয় । সূত্রের খবর, RSS-এর হস্তক্ষেপের জেরেই আরও চারটি কমিটিতে ঠাঁই হয়েছে প্রতিরক্ষামন্ত্রীর ।
নরেন্দ্র মোদির প্রথম ইনিংসে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাজনাথ সিং । তিনিই সরকারে দ্বিতীয় ব্যক্তির ভূমিকা পালন করতেন । কিন্তু, মোদির দ্বিতীয় জমানার শুরুতেই বদলাতে থাকে চিত্রটা । স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পান অমিত শাহ । তখন থেকেই জল্পনা ছিল, তাহলে কি নরেন্দ্র মোদির পরে সরকারে দুই নম্বর স্থানটি এবার পাকাপাকি অমিত শাহর দখলে গেল ?
ইতিমধ্যে বুধবার আটটি ক্যাবিনেট কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার । সবকটি কমিটিতেই রয়েছেন অমিত শাহ । সাতটি কমিটিতে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, মাত্র দুটি কমিটিতে জায়গা পেয়েছেন রাজনাথ সিং । তা নিয়েই জল্পনা শুরু হয় । প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর পর যিনি শপথ নেন, তাঁকেই সরকারের দু'নম্বর ব্যক্তি হিসেবে ধরা হয় । প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি ক্যাবিনেট ও রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি । কিন্তু, রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে ঠাঁই হয়নি রাজনাথের । ওয়াকিবহল মহলের বক্তব্য, তাহলে কি এটা অমিত শাহকে সরকারের দু'নম্বর হিসেবে তুলে ধরার প্রচ্ছন্ন ইঙ্গিত ?
পরে জল্পনা ছড়ায়, বিষয়টি নিয়ে মুখ না খুললেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । একাধিক মহলের তরফে দাবি করা হয়, তিনি ইস্তফারও হুঁশিয়ারি দিয়েছেন । এরপর গতকাল তাঁকে আরও চারটি কমিটির সদস্য করা হয় । এগুলি হল - সংসদ বিষয়ক কমিটি, রাজনীতি বিষয়ক কমিটি, বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক কমিটি ও চাকরি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কমিটি ।