ETV Bharat / briefs

আরও চার কমিটিতে স্থান রাজনাথের, ইস্তফার হুমকি অস্বীকার অফিসের - Amit Shah

প্রথমে আটটি কমিটির মধ্যে দুটিতে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । পরে আরও চারটি কমিটির সদস্য করা হয় তাঁকে ।

রাজনাথ সিং
author img

By

Published : Jun 7, 2019, 3:30 AM IST

দিল্লি, 7 জুন : ক্যাবিনেটের আটটি কমিটির মধ্যে মাত্র দুটিতে ঠাঁই হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । এমনকী রাজনীতি বিষয়ক কমিটিতেও রাখা হয়নি বর্ষীয়ান এই রাজনীতিবিদকে । তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় । জল্পনা ছড়ায়, ইস্তফার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । অবশ্য সেই দাবি উড়িয়ে দেয় প্রতিরক্ষামন্ত্রীর অফিস । ইতিমধ্যে তাঁকে আরও চারটি কমিটির সদস্য করা হয় । সূত্রের খবর, RSS-এর হস্তক্ষেপের জেরেই আরও চারটি কমিটিতে ঠাঁই হয়েছে প্রতিরক্ষামন্ত্রীর ।

নরেন্দ্র মোদির প্রথম ইনিংসে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাজনাথ সিং । তিনিই সরকারে দ্বিতীয় ব্যক্তির ভূমিকা পালন করতেন । কিন্তু, মোদির দ্বিতীয় জমানার শুরুতেই বদলাতে থাকে চিত্রটা । স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পান অমিত শাহ । তখন থেকেই জল্পনা ছিল, তাহলে কি নরেন্দ্র মোদির পরে সরকারে দুই নম্বর স্থানটি এবার পাকাপাকি অমিত শাহর দখলে গেল ?

ইতিমধ্যে বুধবার আটটি ক্যাবিনেট কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার । সবকটি কমিটিতেই রয়েছেন অমিত শাহ । সাতটি কমিটিতে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, মাত্র দুটি কমিটিতে জায়গা পেয়েছেন রাজনাথ সিং । তা নিয়েই জল্পনা শুরু হয় । প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর পর যিনি শপথ নেন, তাঁকেই সরকারের দু'নম্বর ব্যক্তি হিসেবে ধরা হয় । প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি ক্যাবিনেট ও রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি । কিন্তু, রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে ঠাঁই হয়নি রাজনাথের । ওয়াকিবহল মহলের বক্তব্য, তাহলে কি এটা অমিত শাহকে সরকারের দু'নম্বর হিসেবে তুলে ধরার প্রচ্ছন্ন ইঙ্গিত ?

পরে জল্পনা ছড়ায়, বিষয়টি নিয়ে মুখ না খুললেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । একাধিক মহলের তরফে দাবি করা হয়, তিনি ইস্তফারও হুঁশিয়ারি দিয়েছেন । এরপর গতকাল তাঁকে আরও চারটি কমিটির সদস্য করা হয় । এগুলি হল - সংসদ বিষয়ক কমিটি, রাজনীতি বিষয়ক কমিটি, বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক কমিটি ও চাকরি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কমিটি ।

দিল্লি, 7 জুন : ক্যাবিনেটের আটটি কমিটির মধ্যে মাত্র দুটিতে ঠাঁই হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । এমনকী রাজনীতি বিষয়ক কমিটিতেও রাখা হয়নি বর্ষীয়ান এই রাজনীতিবিদকে । তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় । জল্পনা ছড়ায়, ইস্তফার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । অবশ্য সেই দাবি উড়িয়ে দেয় প্রতিরক্ষামন্ত্রীর অফিস । ইতিমধ্যে তাঁকে আরও চারটি কমিটির সদস্য করা হয় । সূত্রের খবর, RSS-এর হস্তক্ষেপের জেরেই আরও চারটি কমিটিতে ঠাঁই হয়েছে প্রতিরক্ষামন্ত্রীর ।

নরেন্দ্র মোদির প্রথম ইনিংসে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাজনাথ সিং । তিনিই সরকারে দ্বিতীয় ব্যক্তির ভূমিকা পালন করতেন । কিন্তু, মোদির দ্বিতীয় জমানার শুরুতেই বদলাতে থাকে চিত্রটা । স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পান অমিত শাহ । তখন থেকেই জল্পনা ছিল, তাহলে কি নরেন্দ্র মোদির পরে সরকারে দুই নম্বর স্থানটি এবার পাকাপাকি অমিত শাহর দখলে গেল ?

ইতিমধ্যে বুধবার আটটি ক্যাবিনেট কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার । সবকটি কমিটিতেই রয়েছেন অমিত শাহ । সাতটি কমিটিতে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, মাত্র দুটি কমিটিতে জায়গা পেয়েছেন রাজনাথ সিং । তা নিয়েই জল্পনা শুরু হয় । প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর পর যিনি শপথ নেন, তাঁকেই সরকারের দু'নম্বর ব্যক্তি হিসেবে ধরা হয় । প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি ক্যাবিনেট ও রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি । কিন্তু, রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে ঠাঁই হয়নি রাজনাথের । ওয়াকিবহল মহলের বক্তব্য, তাহলে কি এটা অমিত শাহকে সরকারের দু'নম্বর হিসেবে তুলে ধরার প্রচ্ছন্ন ইঙ্গিত ?

পরে জল্পনা ছড়ায়, বিষয়টি নিয়ে মুখ না খুললেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । একাধিক মহলের তরফে দাবি করা হয়, তিনি ইস্তফারও হুঁশিয়ারি দিয়েছেন । এরপর গতকাল তাঁকে আরও চারটি কমিটির সদস্য করা হয় । এগুলি হল - সংসদ বিষয়ক কমিটি, রাজনীতি বিষয়ক কমিটি, বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক কমিটি ও চাকরি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কমিটি ।

Jaipur (Rajasthan), May 06 (ANI): While talking to media, MoS for Youth Affairs and Sports Rajyavardhan Singh Rathore said, "People have made their mind. I have been to villages, cities, interacted with people of all age groups, during my election campaign. Everyone is talking about PM Narendra Modi. The government is hearing the concerns of public. We showed trailer in last 5 years and it is time to do development work. The strongest government will be formed on 23rd May".

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.