রায়গঞ্জ, 12 জুলাই : পূর্ব ঘোষণা অনুযায়ী মাস্ক পরা নিয়ে কড়া পদক্ষেপ করতে এবার বিশেষ অভিযান করল রায়গঞ্জ জেলা পুলিশ । রায়গঞ্জ শহরের ঘড়িমোড়, রেলগেট সংলগ্ন এলাকায় রবিবার সকাল থেকেই অভিযানে নামে তারা ।
রায়গঞ্জ পৌর এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে 20 জন । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছে রায়গঞ্জ জেলা পুলিশ ।
রবিবার শহরের একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ । টোটো, অটো থেকে শুরু করে ভ্যান বা মোটরবাইক চালক, আরোহী কেউই পুলিশের নজর এড়াতে পারেনি । মাস্ক না পরলে তা পরতে বাধ্য করা হচ্ছে । মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই খেতে হচ্ছে পুলিশের ধমক ।
এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, “মাস্ক পরা নিয়ে সরকারি নির্দেশিকা অনুযায়ী আমরা কড়া পদক্ষেপ করব ।”