ETV Bharat / briefs

দুবাইয়ের গরম থেকে বাঁচতে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন বিরাট - Virat Kohli Chills Out With Teammates

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক তাঁর দলকে তাদের প্রথম আইপিএল খেতাব জিততে সহায়তা করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ তম আসরে নামার জন্য মুখিয়ে আছেন । তবে সংযুক্ত আরব আমিরশাহীর তাপ এবং আর্দ্রতা থেকে প্রয়োজনীয়-স্বস্তি পাওয়ার জন্য সুইমিং পুলেকেই বেছে নিয়েছেন কোহলি ।

বিরাট
বিরাট কোহলি
author img

By

Published : Sep 16, 2020, 8:35 PM IST

দুবাই, 16 সেপ্টেম্বর : দুবাইয়ের সুইমিংপুলে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার পুলে সময় কাটানোর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন RCB অধিনায়ক । ছবিতে কোহলিকে দেখা যাচ্ছে রিক্লিনারের উপর আরাম করে শুয়ে আছেন ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক তাঁর দলকে তাদের প্রথম আইপিএল খেতাব জিততে সহায়তা করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ তম আসরে নামার জন্য মুখিয়ে আছেন । তবে সংযুক্ত আরব আমিরশাহীর তাপ এবং আর্দ্রতা থেকে প্রয়োজনীয়-স্বস্তি পাওয়ার জন্য সুইমিং পুলেকেই বেছে নিয়েছেন কোহলি । তবে কোহলি একা নন তাঁর সঙ্গে ছিলেন RCB টিমমেট পাবন নেগি ও গুরকিরাত সিং ।


IPL র ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত 5412 রান সংগ্রহ করেছেন কোহলি । 2016 সালে এক মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ 973 রান করেন তিনি । তার মধ্যে ছিল 4টি শতরান । যা এখনও এক IPL এ সর্বাধিক শতরানের রেকর্ড ।

যদিও তাঁর এই রানগুলি এখনও পর্যন্ত RCB কে কোনও খেতাব জেতাতে পারেনি । 2009, 2011 ও 2016 সালে তাঁরা ফাইনাল খেলে । কিন্তু কাপ আর ঠোঁটের ফারাকটা এখনও রয়ে গেছে । তবে চলতি বছরে আশাবাদী কোহলি । তিনি বলেন, " এই দলটি এখনও পর্যন্ত মোস্ট ব্যালেন্সড RCB দল । এমনকি 2016 সালে ফাইনাল খেলা দলের থেকেও এই দলটা বেশি ব্যালান্সড। "


ICC T20 ব়্যাংকিংয়ে 3 নম্বর ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ দলে যোগ দিয়েছেন । যা নিঃসন্দেহে দলের টপ অর্ডারের শক্তি বাড়াবে । এবং একই সঙ্গে বিরাট কোহলি ও ডিভিলিয়ার্সের উপর চাপ কমবে ।

তবে RCB র বোলিং বরাবরই তাদের দুর্বল পয়েন্ট । উমেশ যাদব, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহালরা UAE র বোলিং সহায়ক উইকেটে আশাবাদী হতেই পারেন । 21 সেপ্টেম্বর সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচে দিয়ে এবারের IPL অভিযান শুরু করবে RCB ।

দুবাই, 16 সেপ্টেম্বর : দুবাইয়ের সুইমিংপুলে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার পুলে সময় কাটানোর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন RCB অধিনায়ক । ছবিতে কোহলিকে দেখা যাচ্ছে রিক্লিনারের উপর আরাম করে শুয়ে আছেন ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক তাঁর দলকে তাদের প্রথম আইপিএল খেতাব জিততে সহায়তা করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ তম আসরে নামার জন্য মুখিয়ে আছেন । তবে সংযুক্ত আরব আমিরশাহীর তাপ এবং আর্দ্রতা থেকে প্রয়োজনীয়-স্বস্তি পাওয়ার জন্য সুইমিং পুলেকেই বেছে নিয়েছেন কোহলি । তবে কোহলি একা নন তাঁর সঙ্গে ছিলেন RCB টিমমেট পাবন নেগি ও গুরকিরাত সিং ।


IPL র ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত 5412 রান সংগ্রহ করেছেন কোহলি । 2016 সালে এক মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ 973 রান করেন তিনি । তার মধ্যে ছিল 4টি শতরান । যা এখনও এক IPL এ সর্বাধিক শতরানের রেকর্ড ।

যদিও তাঁর এই রানগুলি এখনও পর্যন্ত RCB কে কোনও খেতাব জেতাতে পারেনি । 2009, 2011 ও 2016 সালে তাঁরা ফাইনাল খেলে । কিন্তু কাপ আর ঠোঁটের ফারাকটা এখনও রয়ে গেছে । তবে চলতি বছরে আশাবাদী কোহলি । তিনি বলেন, " এই দলটি এখনও পর্যন্ত মোস্ট ব্যালেন্সড RCB দল । এমনকি 2016 সালে ফাইনাল খেলা দলের থেকেও এই দলটা বেশি ব্যালান্সড। "


ICC T20 ব়্যাংকিংয়ে 3 নম্বর ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ দলে যোগ দিয়েছেন । যা নিঃসন্দেহে দলের টপ অর্ডারের শক্তি বাড়াবে । এবং একই সঙ্গে বিরাট কোহলি ও ডিভিলিয়ার্সের উপর চাপ কমবে ।

তবে RCB র বোলিং বরাবরই তাদের দুর্বল পয়েন্ট । উমেশ যাদব, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহালরা UAE র বোলিং সহায়ক উইকেটে আশাবাদী হতেই পারেন । 21 সেপ্টেম্বর সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচে দিয়ে এবারের IPL অভিযান শুরু করবে RCB ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.