ETV Bharat / briefs

দুবাইয়ের গরম থেকে বাঁচতে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন বিরাট

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক তাঁর দলকে তাদের প্রথম আইপিএল খেতাব জিততে সহায়তা করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ তম আসরে নামার জন্য মুখিয়ে আছেন । তবে সংযুক্ত আরব আমিরশাহীর তাপ এবং আর্দ্রতা থেকে প্রয়োজনীয়-স্বস্তি পাওয়ার জন্য সুইমিং পুলেকেই বেছে নিয়েছেন কোহলি ।

বিরাট
বিরাট কোহলি
author img

By

Published : Sep 16, 2020, 8:35 PM IST

দুবাই, 16 সেপ্টেম্বর : দুবাইয়ের সুইমিংপুলে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার পুলে সময় কাটানোর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন RCB অধিনায়ক । ছবিতে কোহলিকে দেখা যাচ্ছে রিক্লিনারের উপর আরাম করে শুয়ে আছেন ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক তাঁর দলকে তাদের প্রথম আইপিএল খেতাব জিততে সহায়তা করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ তম আসরে নামার জন্য মুখিয়ে আছেন । তবে সংযুক্ত আরব আমিরশাহীর তাপ এবং আর্দ্রতা থেকে প্রয়োজনীয়-স্বস্তি পাওয়ার জন্য সুইমিং পুলেকেই বেছে নিয়েছেন কোহলি । তবে কোহলি একা নন তাঁর সঙ্গে ছিলেন RCB টিমমেট পাবন নেগি ও গুরকিরাত সিং ।


IPL র ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত 5412 রান সংগ্রহ করেছেন কোহলি । 2016 সালে এক মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ 973 রান করেন তিনি । তার মধ্যে ছিল 4টি শতরান । যা এখনও এক IPL এ সর্বাধিক শতরানের রেকর্ড ।

যদিও তাঁর এই রানগুলি এখনও পর্যন্ত RCB কে কোনও খেতাব জেতাতে পারেনি । 2009, 2011 ও 2016 সালে তাঁরা ফাইনাল খেলে । কিন্তু কাপ আর ঠোঁটের ফারাকটা এখনও রয়ে গেছে । তবে চলতি বছরে আশাবাদী কোহলি । তিনি বলেন, " এই দলটি এখনও পর্যন্ত মোস্ট ব্যালেন্সড RCB দল । এমনকি 2016 সালে ফাইনাল খেলা দলের থেকেও এই দলটা বেশি ব্যালান্সড। "


ICC T20 ব়্যাংকিংয়ে 3 নম্বর ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ দলে যোগ দিয়েছেন । যা নিঃসন্দেহে দলের টপ অর্ডারের শক্তি বাড়াবে । এবং একই সঙ্গে বিরাট কোহলি ও ডিভিলিয়ার্সের উপর চাপ কমবে ।

তবে RCB র বোলিং বরাবরই তাদের দুর্বল পয়েন্ট । উমেশ যাদব, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহালরা UAE র বোলিং সহায়ক উইকেটে আশাবাদী হতেই পারেন । 21 সেপ্টেম্বর সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচে দিয়ে এবারের IPL অভিযান শুরু করবে RCB ।

দুবাই, 16 সেপ্টেম্বর : দুবাইয়ের সুইমিংপুলে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার পুলে সময় কাটানোর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন RCB অধিনায়ক । ছবিতে কোহলিকে দেখা যাচ্ছে রিক্লিনারের উপর আরাম করে শুয়ে আছেন ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক তাঁর দলকে তাদের প্রথম আইপিএল খেতাব জিততে সহায়তা করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ তম আসরে নামার জন্য মুখিয়ে আছেন । তবে সংযুক্ত আরব আমিরশাহীর তাপ এবং আর্দ্রতা থেকে প্রয়োজনীয়-স্বস্তি পাওয়ার জন্য সুইমিং পুলেকেই বেছে নিয়েছেন কোহলি । তবে কোহলি একা নন তাঁর সঙ্গে ছিলেন RCB টিমমেট পাবন নেগি ও গুরকিরাত সিং ।


IPL র ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত 5412 রান সংগ্রহ করেছেন কোহলি । 2016 সালে এক মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ 973 রান করেন তিনি । তার মধ্যে ছিল 4টি শতরান । যা এখনও এক IPL এ সর্বাধিক শতরানের রেকর্ড ।

যদিও তাঁর এই রানগুলি এখনও পর্যন্ত RCB কে কোনও খেতাব জেতাতে পারেনি । 2009, 2011 ও 2016 সালে তাঁরা ফাইনাল খেলে । কিন্তু কাপ আর ঠোঁটের ফারাকটা এখনও রয়ে গেছে । তবে চলতি বছরে আশাবাদী কোহলি । তিনি বলেন, " এই দলটি এখনও পর্যন্ত মোস্ট ব্যালেন্সড RCB দল । এমনকি 2016 সালে ফাইনাল খেলা দলের থেকেও এই দলটা বেশি ব্যালান্সড। "


ICC T20 ব়্যাংকিংয়ে 3 নম্বর ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ দলে যোগ দিয়েছেন । যা নিঃসন্দেহে দলের টপ অর্ডারের শক্তি বাড়াবে । এবং একই সঙ্গে বিরাট কোহলি ও ডিভিলিয়ার্সের উপর চাপ কমবে ।

তবে RCB র বোলিং বরাবরই তাদের দুর্বল পয়েন্ট । উমেশ যাদব, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহালরা UAE র বোলিং সহায়ক উইকেটে আশাবাদী হতেই পারেন । 21 সেপ্টেম্বর সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচে দিয়ে এবারের IPL অভিযান শুরু করবে RCB ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.