সিডনি, 7 জুন: আসন্ন অস্ট্রেলিয়া সফরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফিট থাকলে আখেরে লাভ হবে ভারতের। এমনই মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। চলতি বছরের শেষদিকে ভারতের অস্ট্রেলিয়া সফর করার কথা।
চ্যাপেল বলেন যে, হার্দিক দলে থাকা মানে ভারতের একটা এক্সট্রা পেস বোলার ও ব্যাটিংয়ে গভীরতা বাড়ে ।
একটি ওয়েবসাইটে নিজের কলামে চ্যাপেল লেখেন, “হার্দিক পান্ডিয়াকে পাওয়া গেলে ভারতের উপকার হবে। ও একজন এক্সট্রা বোলারের কাজ করে। প্রথম সারির ফাস্ট বোলারদের যখন বিশ্রাম প্রয়োজন পড়বে তখন ব্যাটসম্যানদের উপর চাপ বজায় রাখতে পারে পান্ডিয়া । এছাড়া পান্ডিয়াকে দলে পাওয়া মানে ব্যাটিং এর গভীরতা বাড়ানো। সেক্ষেত্রে 7 নম্বরে পান্ডিয়া ও 6 নম্বরে ঋষভ পন্থ ব্যাটিং করবেন ।"
এখনও পর্যন্ত পান্ডিয়া দেশের হয়ে এগারটি টেস্ট ম্যাচ খেলেছেন। একটি শতরান একটি পাঁচ উইকেট তুলে নেওয়ার নজিরও আছে তাঁর। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে 532 রান ও 17 টি উইকেট নিয়েছেন পান্ডিয়া। 2018 সালের অগাস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন হার্দিক।
2019 সালের বেশিরভাগ সময়টা চোটের কারণে দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। 2020 সালেও তাঁকে ক্রিকেট মাঠে দেখা যায়নি।