ETV Bharat / briefs

কেরালায় হাতি খুনের ঘটনায় অভিযুক্তদের সম্পর্কে তথ্য হাতে পেল পুলিশ - cracker-laden pineapple

কেরালার মৃত্যুর ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ ধিক্কার জানিয়েছেন । এই ঘটনা জাতীয় ইশুতে পরিণত হওয়ায়, গভীরে তদন্ত করছে পুলিশ ও বনদপ্তর ।

Forest department leads information about culprit in Kerala pregnant elephant incident
কেরলে হাতি খুনের ঘটনায় অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেল বনদপ্তর
author img

By

Published : Jun 4, 2020, 8:26 PM IST

কেরালা, 4 জুন : কেরালায় অন্তঃসত্ত্বা হাতিকেখুনের ঘটনায় অভিযুক্তদের সম্পর্কে নতুন তথ্য হাতে পেল বনদপ্তর । ঘটনায় সব তথ্যহাতে পেলে তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর ।

পালাক্কড়জেলার সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল একটিঅন্তঃসত্ত্বা হাতি । গ্রামবাসীরা তাকে একটি আনারস খেতে দেয় । আনারসের মধ্যে বাজিভরে দেওয়া হয়েছিল । তা খাবার পরে হাতির মুখের ভিতর বাজি ফেটে যায় । যন্ত্রণায়ছটফট করতে থাকে হাতিটি । পাশের নদীতে নেমে যায় প্রায় চার ঘন্টা সেখানে দাঁড়িয়েথাকে ।বনকর্মীরা বহু চেষ্টা করেও হাতি ও তার সন্তানকে বাঁচাতে পারেননি ।

কেরালারবনকর্মী সোশাল মিডিয়ায় পুরো ঘটনার কথা জানান । মোহন কৃষ্ণান নামে ওই ব্যক্তিবলেন, "হাতিটিগ্রামের কাউকে বিরক্ত করেনি । একটি বাড়িও ভাঙেনি । হাতিটি কারও কোনও ক্ষতিই করেনি।" তিনি আরও জানান, ওইহাতিকে তুলতে আরও দুটি হাতি আনা হয়েছিল । কিন্তু শত চেষ্টা করেও তারা ওই হাতিকেতুলতে পারেনি । জলে দাঁড়িয়েই মৃত্যু হয় তার । মানুষের অত্যাচারে আবারও চলে গেলএকটি নিরীহ পশুর প্রাণ । এই খবর প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বয়ে যায় ।

ঘটনারতদন্ত শুরু করে কেরালার বনদপ্তর ও পুলিশ । মান্নারকড় পুলিশের পক্ষ থেকে একটি মামলারুজু করা হয়েছে । হাতিটি যেখানে মারা যায় সেই স্থান পরিদর্শন করে তদন্তকারী দল ।স্থানীয় বাসিন্দা ও কৃষকদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য একত্র করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.