ETV Bharat / briefs

BJP নেতার বাড়িতে রাতে পুলিশের অভিযান, তীব্র নিন্দা বাবুলের

আসানসোলে গতকাল রাতে এক BJP নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ । অভিযোগ, পুলিশ বাড়িতে ভাঙচুর চালায় ও মহিলাদের গায়ে হাত দেয়।

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 21, 2019, 4:32 AM IST

কুলটি, ২১ এপ্রিল : BJP নেতার বাড়িতে অভিযান চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । ওই নেতার নাম রাজু যাদব । তিনি BJP-র কুলটি মণ্ডলের সাধারণ সম্পাদক । অভিযোগ, গতরাতে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায় । বাড়িতে ভাঙচুরের পাশাপাশি মহিলাদের নিগ্রহ করা হয় ।

গতরাতে রাজুর বাড়িতে পুলিশ যখন অভিযান চালায়, তখন রাজু বাড়িতে ছিলেন না । অভিযোগ, পুলিশ রাজুর স্ত্রী ও বাড়ির অন্যান্য মহিলাদের হেনস্থা করে । মহিলাদের গায়েও হাত দেওয়া হয় । যদিও সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না । আরও অভিযোগ, পুলিশ বাড়ির মহিলাদের অশ্রাব্য গালিগালাজ করে ও বাড়িতে ভাঙচুর চালায় ।

ঘটনার খবর পেয়ে রাজুর বাড়ি যান আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন । এবিষয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেন । তাঁর অভিযোগ, কোনও কারণ ছাড়াই BJP কর্মীদের ভয় দেখাতে এই অভিযান চালানো হয়েছে । পুলিশ এবিষয়ে কোনও মন্তব্য করেনি ।

কুলটি, ২১ এপ্রিল : BJP নেতার বাড়িতে অভিযান চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । ওই নেতার নাম রাজু যাদব । তিনি BJP-র কুলটি মণ্ডলের সাধারণ সম্পাদক । অভিযোগ, গতরাতে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায় । বাড়িতে ভাঙচুরের পাশাপাশি মহিলাদের নিগ্রহ করা হয় ।

গতরাতে রাজুর বাড়িতে পুলিশ যখন অভিযান চালায়, তখন রাজু বাড়িতে ছিলেন না । অভিযোগ, পুলিশ রাজুর স্ত্রী ও বাড়ির অন্যান্য মহিলাদের হেনস্থা করে । মহিলাদের গায়েও হাত দেওয়া হয় । যদিও সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না । আরও অভিযোগ, পুলিশ বাড়ির মহিলাদের অশ্রাব্য গালিগালাজ করে ও বাড়িতে ভাঙচুর চালায় ।

ঘটনার খবর পেয়ে রাজুর বাড়ি যান আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন । এবিষয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেন । তাঁর অভিযোগ, কোনও কারণ ছাড়াই BJP কর্মীদের ভয় দেখাতে এই অভিযান চালানো হয়েছে । পুলিশ এবিষয়ে কোনও মন্তব্য করেনি ।

Intro:
বিজেপি নেতার বাড়িতে পুলিশ চড়াও হয়ে ভাঙচুর ও মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকর এলাকায়। অভিযোগ কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ বিজেপির কুলটি মন্ডলেরর সাধারণ সম্পাদক রাজু যাদবের বাড়িতে হানা দেয়।Body:জানা গেছে আজ রাতে কুলটি মন্ডলের বিজেপির সাধারন সম্পাদক রাজু যাদবের বাড়িতে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ হানা দেয়। আসানসোলের বিজেপি প্রার্থী তথা সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, কোন কারণ ছাড়াই, বিজেপি কর্মীদের ভয় দেখাতে এই অভিযান চালান হয়। ঘটনার সময় বাড়িতে রাজু যাদব ছিলেন না। অভিযোগ রাজু যাদবের স্ত্রী ও বাডির অনান্য মহিলাদের হেনস্থা করে পুলিশ। অশ্রাব্য গালিগালাজ দেওয়া হয়। এমন কি ঘর তছনছ করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই রাজু যাদবের বাড়ি পৌঁছান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পুলিশের ভুমিকার।তীব্র নিন্দা জানিয়ে তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন পুলিশের অত্যাচারের কথা। মহিলাদের অভিযোগ, অভিযানকারী পুলিশদের সাথে কোন মহিলা পুলিশ ছিল না। পুরুষ পুলিশরাই মহিলাদের গায়ে হাত দেয়। অন্যদিকে এই ঘটনার পর গোটা এলাকায় কার্যত বিদ্যুত কেটে দেওয়া হয়। স্ট্রিট লাইট, হাইমাস্ট লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও পুলিশ কোন মন্তব্য করেনি।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.