ETV Bharat / briefs

নিশীথের জয়ের আভাস পেয়ে BJP-র মিছিল, আটকাল পুলিশ - coachbehar

প্রাথমিকভাবে দেখা যাচ্ছে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন । জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে BJP-র কয়েকশো কর্মী সমর্থক মিছিল শুরু করে । 300 মিটার যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় ।

জয়ের আভাস পেয়ে BJP-র মিছিল
author img

By

Published : May 23, 2019, 3:19 PM IST

Updated : May 23, 2019, 8:59 PM IST

কোচবিহার, 23 মে : BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের জয়ের আভাস পেয়ে মিছিল করছিলেন কর্মী, সমর্থকরা । সেই মিছিল আটকাল পুলিশ । কোচবিহারের কামেশ্বরী রোডের ঘটনা ।

ট্রেন্ড অনুযায়ী BJP প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন । জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে BJP-র কয়েকশো কর্মী সমর্থক মিছিল শুরু করেন । 300 মিটার যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় ।

দেখুন ভিডিয়ো

যদিও রাস্তায় দাঁড়িয়েই BJP-র কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস করছেন ।

Intro:ভবিষ্যৎ এ ডাক্তার হতে চায় রাজ্যের অষ্টম স্থান অধিকারি কৃতি ছাত্র
শাহনওয়াজ আলম ৷


কোচবিহার :২১ মে :

কোচবিহারের শীতলকুচি হাই স্কুলের ছাত্র শাহনওয়াজ আলম এবার মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে। শাহনওয়াজ আলম এর প্রাপ্ত নম্বর ৬৮৩। শাহনওয়াজ ভবিষ্যতে মেডিকেল বিভাগে পড়াশোনা করে ডাক্তার হতে চায় ।জানা যায় ভালো ফলের আশা করেছিল শাহনওয়াজ ও তার পরিবার কিন্তু এতটা ভালো হবে সেটা ভাবিনি ৷ তবে শাহনওয়াজ এর ফলে এই সাফল্যে খুশি পরিবার৷ সকাল থেকেই শাহনওয়াজের বাড়িতে স্কুল শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে ভিড় জমিয়েছেন । সম্বর্ধনা দিতে আসেন শীতলকুচি বিডিও ওয়াংদি গ্যালপো ভুটিয়া , শীতলকুচি হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল মিশ্র সহ অনেকে । শাহনওয়াজ এর বাবা মোস্তাক আলম পেশায় একজন ঔষধ ব্যবসায়ী ৷ বাবা মোস্তাক আলম জানান ছেলের সাফল্য খুবই খুশি, তবে ,ভালো ফল করবে সেটা আশা করেছিলেন কিন্তু রাজ্যে ১০ এ আসবেন সেটা ভাবেন নি । রাজ্য অষ্টম স্থান অধিকার শাহনওয়াজ আলমের মা সাবানা বানু জানান -খুব ভালো লাগছে ,ছেলের এই সাফল্যে ছেলে বড়ো হয়ে মেডিকেল বিভাগে পড়াশোনা করতে চায় ৷

শাহনওয়াজ আলমের রাজ্যে অষ্টম স্থান পেয়ে খুশি গোটা এলাকা ৷ মিষ্টিমুখের সঙ্গে সংবর্ধনা দিচ্ছেন স্থানীয় মানুষজন ৷

শাহনওয়াজ আলম জানান -প্রায় প্রতিনিয়ত ছয় -সাত ঘন্টা বই পড়তেন ,পড়াশুনায় স্কুল শিক্ষক ,গৃহ শিক্ষক এবং তার বাবা মা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে ,তাই আজ তার সাফল্য ৷Body:COBConclusion:
Last Updated : May 23, 2019, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.