দিল্লি, 26 এপ্রিল : 2014 সালের তুলনায় নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ 52 শতাংশ বেড়েছে । নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, 2014 সালে মোদির সম্পত্তির পরিমাণ ছিল 1.65 কোটি টাকা । এবার সেই অঙ্কটা বেড়ে 2.51 কোটি টাকা হয়েছে ।
গত পাঁচ বছরে মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে । 2014 সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 51 লাখ । তা বেড়ে 2019 সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ 1.41 কোটি টাকা হয়েছে । বেতন ও ব্যাঙ্কে জমা রাখা টাকা থেকে প্রাপ্ত সুদ মোদির আয়ের মূল উৎস হিসেবে দেখানো হয়েছে । গুজরাতের গান্ধিনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 4 হাজার 143 টাকা রয়েছে । গান্ধিনগরেই মোদির একটি সম্পত্তি রয়েছে। 2002 সালে কেনা এই সম্পত্তির বর্তমান মূল্য 1.1 কোটি টাকা ।
চলতি বছরের 31 মার্চ অনুযায়ী, মোদির হাতে নগদ 38 হাজার 750 টাকা ছিল । হলফনামা অনুযায়ী, মোদির কোনও ঋণ নেই । আয়কর দপ্তরের থেকে তিনি 85 হাজার 145 টাকা পান । আর প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে আরও 1 লাখ 40 হাজার 895 টাকা তিনি পাবেন ।