ETV Bharat / briefs

5 বছরে 52 শতাংশ বেড়েছে মোদির সম্পত্তি - Prime Minister Narendra Modi's total assets grew 52 per cent since 2014

আয়কর দপ্তরের থেকে মোদি 85 হাজার 145 টাকা পান । আর প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে আরও 1 লাখ 40 হাজার 895 টাকা তিনি পাবেন ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 26, 2019, 11:29 PM IST

দিল্লি, 26 এপ্রিল : 2014 সালের তুলনায় নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ 52 শতাংশ বেড়েছে । নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, 2014 সালে মোদির সম্পত্তির পরিমাণ ছিল 1.65 কোটি টাকা । এবার সেই অঙ্কটা বেড়ে 2.51 কোটি টাকা হয়েছে ।

গত পাঁচ বছরে মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে । 2014 সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 51 লাখ । তা বেড়ে 2019 সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ 1.41 কোটি টাকা হয়েছে । বেতন ও ব্যাঙ্কে জমা রাখা টাকা থেকে প্রাপ্ত সুদ মোদির আয়ের মূল উৎস হিসেবে দেখানো হয়েছে । গুজরাতের গান্ধিনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 4 হাজার 143 টাকা রয়েছে । গান্ধিনগরেই মোদির একটি সম্পত্তি রয়েছে। 2002 সালে কেনা এই সম্পত্তির বর্তমান মূল্য 1.1 কোটি টাকা ।

চলতি বছরের 31 মার্চ অনুযায়ী, মোদির হাতে নগদ 38 হাজার 750 টাকা ছিল । হলফনামা অনুযায়ী, মোদির কোনও ঋণ নেই । আয়কর দপ্তরের থেকে তিনি 85 হাজার 145 টাকা পান । আর প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে আরও 1 লাখ 40 হাজার 895 টাকা তিনি পাবেন ।

দিল্লি, 26 এপ্রিল : 2014 সালের তুলনায় নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ 52 শতাংশ বেড়েছে । নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, 2014 সালে মোদির সম্পত্তির পরিমাণ ছিল 1.65 কোটি টাকা । এবার সেই অঙ্কটা বেড়ে 2.51 কোটি টাকা হয়েছে ।

গত পাঁচ বছরে মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে । 2014 সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 51 লাখ । তা বেড়ে 2019 সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ 1.41 কোটি টাকা হয়েছে । বেতন ও ব্যাঙ্কে জমা রাখা টাকা থেকে প্রাপ্ত সুদ মোদির আয়ের মূল উৎস হিসেবে দেখানো হয়েছে । গুজরাতের গান্ধিনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 4 হাজার 143 টাকা রয়েছে । গান্ধিনগরেই মোদির একটি সম্পত্তি রয়েছে। 2002 সালে কেনা এই সম্পত্তির বর্তমান মূল্য 1.1 কোটি টাকা ।

চলতি বছরের 31 মার্চ অনুযায়ী, মোদির হাতে নগদ 38 হাজার 750 টাকা ছিল । হলফনামা অনুযায়ী, মোদির কোনও ঋণ নেই । আয়কর দপ্তরের থেকে তিনি 85 হাজার 145 টাকা পান । আর প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে আরও 1 লাখ 40 হাজার 895 টাকা তিনি পাবেন ।

RESTRICTION SUMMARY: PART MUST CREDIT 'WCVB'/PART NO ACCESS BOSTON/PART NO ACCESS US BROADCAST NETWORKS
SHOTLIST:
WCVB - MUST CREDIT 'WCVB'/NO ACCESS BOSTON/NO ACCESS US BROADCAST NETWORKS
Boston - 25 April 2019
1. Tracking shot of Newton District Court Judge Shelley M. Richmond Joseph, and an unnamed individual, walking into federal courthouse
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Boston - 25 April 2019
2. Various, STILLS of Joseph leaving court
STORYLINE:
A Massachusetts judge has been indicted on obstruction of justice charges for allegedly helping a man in the country illegally to evade immigration officials.
Massachusetts US Attorney Andrew Lelling announced the charges against Newton District Court Judge Shelley M. Richmond Joseph on Thursday. Former court Officer Wesley MacGregor was also charged.
Joseph came under federal investigation after authorities said she and her staff helped a defendant leave the courthouse last year after a hearing on charges, including drug possession.
Prosecutors say an immigration agent was in the courthouse to detain the suspect following the hearing, but Joseph and the court officer schemed to help him leave out a back door.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.