ETV Bharat / briefs

কাটমানি: মিছিল থেকে হামলার অভিযোগ, খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক - Journalist

কাটমানি ইশুতে গতকাল বারাসত শহরে মিছিল করে BJP । তারা বারাসত পৌরসভার তৃণমূল কাউন্সিল অরুণ ভৌমিকের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । এই নিয়ে থানায় অভিযোগ করতে যান অরুণবাবু । সেই সময় আক্রান্ত হন সাংবাদিকরা ।

আক্রান্ত সাংবাদিক
author img

By

Published : Jul 1, 2019, 5:22 AM IST

Updated : Jul 1, 2019, 7:47 AM IST

বারাসত, 1 জুলাই : খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা । কাঠগড়ায় তৃণমূল । ঘটনাটি বারাসতের ।

ঘটনার সূত্রপাত রবিবার, কাটমানি নিয়ে BJP-র একটি মিছিলকে কেন্দ্র করে । বারাসত পৌরসভার দুর্নীতি, কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হয় তারা । তৃণমূল কাউন্সিল অরুণ ভৌমিককে কাটমানি ফেরত দিতে হবে, এই দাবি তুলে মিছিল থেকে স্লোগানও দেন তারা । গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল অরুণবাবুর বাড়িতে । অভিযোগ, তার পরও BJP কর্মীরা হামলা চালায় ওই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে । এমনকী, কয়েকজন BJP সমর্থককে দলীয় পতাকা নিয়ে পুলিশের দিকে তেড়ে যেতেও দেখা যায় বলে অভিযোগ ।

ঘটনার পর রবিবার রাতে বারাসত থানায় অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । তাঁর সঙ্গে ছিলেন বারাসত পৌরসভার উপ-পৌর প্রধান অশনি মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা । তাঁরা যখন পুলিশের কাছে নালিশ করছেন, তখন থানার বাইরে তৃণমূল কর্মীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল বলে অভিযোগ । সেই ঘটনার ছবি ক্যামেরাবন্দি করছিলেন বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলের চিত্র সাংবাদিকরা । ছিলেন অন্যান্য সাংবাদিকরাও । এটা দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠে হামলাকারীরা । সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ভেঙে দেয় । মারধরও করা হয় । থানার সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ সাহায্য করেনি বলে দাবি সাংবাদিকদের । সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ, সোমবার বারাসতে জেলাশাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । পাশাপাশি জেলাজুড়ে ধিক্কার মিছিলও করা হবে ।

সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে অশনিবাবু বলেন, "তৃণমূল জড়িত কি না জানা নেই । তৃণমূলের কোনও কর্মী জড়িত থাকলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে । এই ঘটনা অত‍্যন্ত নিন্দনীয় ।" BJP-র বারাসত জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "এ ধরনের ঘটনার নিন্দার কোন‌ও ভাষা নেই। তৃণমূলের হাত থেকে রেহাই মিলছে না সংবাদমাধ‍্যমেরও । অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করুক পুলিশ। "

পাশাপাশি, কাউন্সিলরের বাড়িতে হামলা প্রসঙ্গে মধু রায় নামে এক তৃণমূল কর্মী বলেন, "প্রত্যেকের হাতে বাঁশ ছিল । অকথ্য গালিগালাজ করছিল BJP কর্মীরা ।" স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ কর্মকার বলেন, "আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম । BJP-র মিছিল থেকে অকথ্য গালিগালাজ করা হচ্ছিল । পরে কাউন্সিলের বাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোঁড়া হয় ।"

অন্যদিকে, কাটমানি ইশুতে তৃণমূল কাউন্সিলর চম্পক দাসের ওয়ার্ড অফিস ভাঙচুর করা হয়। অভিযোগ, BJP-র মিছিল চলাকালীন ওয়ার্ড অফিস লক্ষ্য করে ইঁট ছোড়ে BJP কর্মীরা । তারা সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীকে মারধরও করে । যদিও দুটো ঘটনার দায় অস্বীকার করে BJP জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন, "কাটমানির টাকা ফেরতের দাবিতে মিছিল হয়েছে ঠিকই । কিন্তু, যা ঘটেছে সেটা জনরোষ থেকেই ।"

বারাসত, 1 জুলাই : খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা । কাঠগড়ায় তৃণমূল । ঘটনাটি বারাসতের ।

ঘটনার সূত্রপাত রবিবার, কাটমানি নিয়ে BJP-র একটি মিছিলকে কেন্দ্র করে । বারাসত পৌরসভার দুর্নীতি, কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হয় তারা । তৃণমূল কাউন্সিল অরুণ ভৌমিককে কাটমানি ফেরত দিতে হবে, এই দাবি তুলে মিছিল থেকে স্লোগানও দেন তারা । গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল অরুণবাবুর বাড়িতে । অভিযোগ, তার পরও BJP কর্মীরা হামলা চালায় ওই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে । এমনকী, কয়েকজন BJP সমর্থককে দলীয় পতাকা নিয়ে পুলিশের দিকে তেড়ে যেতেও দেখা যায় বলে অভিযোগ ।

ঘটনার পর রবিবার রাতে বারাসত থানায় অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । তাঁর সঙ্গে ছিলেন বারাসত পৌরসভার উপ-পৌর প্রধান অশনি মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা । তাঁরা যখন পুলিশের কাছে নালিশ করছেন, তখন থানার বাইরে তৃণমূল কর্মীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল বলে অভিযোগ । সেই ঘটনার ছবি ক্যামেরাবন্দি করছিলেন বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলের চিত্র সাংবাদিকরা । ছিলেন অন্যান্য সাংবাদিকরাও । এটা দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠে হামলাকারীরা । সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ভেঙে দেয় । মারধরও করা হয় । থানার সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ সাহায্য করেনি বলে দাবি সাংবাদিকদের । সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ, সোমবার বারাসতে জেলাশাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । পাশাপাশি জেলাজুড়ে ধিক্কার মিছিলও করা হবে ।

সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে অশনিবাবু বলেন, "তৃণমূল জড়িত কি না জানা নেই । তৃণমূলের কোনও কর্মী জড়িত থাকলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে । এই ঘটনা অত‍্যন্ত নিন্দনীয় ।" BJP-র বারাসত জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "এ ধরনের ঘটনার নিন্দার কোন‌ও ভাষা নেই। তৃণমূলের হাত থেকে রেহাই মিলছে না সংবাদমাধ‍্যমেরও । অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করুক পুলিশ। "

পাশাপাশি, কাউন্সিলরের বাড়িতে হামলা প্রসঙ্গে মধু রায় নামে এক তৃণমূল কর্মী বলেন, "প্রত্যেকের হাতে বাঁশ ছিল । অকথ্য গালিগালাজ করছিল BJP কর্মীরা ।" স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ কর্মকার বলেন, "আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম । BJP-র মিছিল থেকে অকথ্য গালিগালাজ করা হচ্ছিল । পরে কাউন্সিলের বাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোঁড়া হয় ।"

অন্যদিকে, কাটমানি ইশুতে তৃণমূল কাউন্সিলর চম্পক দাসের ওয়ার্ড অফিস ভাঙচুর করা হয়। অভিযোগ, BJP-র মিছিল চলাকালীন ওয়ার্ড অফিস লক্ষ্য করে ইঁট ছোড়ে BJP কর্মীরা । তারা সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীকে মারধরও করে । যদিও দুটো ঘটনার দায় অস্বীকার করে BJP জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন, "কাটমানির টাকা ফেরতের দাবিতে মিছিল হয়েছে ঠিকই । কিন্তু, যা ঘটেছে সেটা জনরোষ থেকেই ।"

Baltal (JandK), July 01 (ANI): Ahead of the commencement of the 45-day long Amarnath Yatra, authorities have made tight security arrangements for the first batch of pilgrims at Baltal Base Camp. The Yatra will begin from Monday and conclude on August 15. While speaking to ANI, Ganderbal SSP Khalil Ahmad Poswal said, "All forces are deployed here. Around 10,000 pilgrims can stay in the base camp. Pilgrims are getting electricity, water, sanitation and food facility here. The first batch will leave from here tomorrow morning." Situated at an altitude of 3,888 m, the Amarnath cave is considered as one of the holiest shrines for Hindus. The Amarnath Yatra is conducted every year during Shravani Mela, which starts from July and continues till August. The holy cave remains open during this period and it attracts lakhs of pilgrims every year. Earlier, district administration along with locals welcomed the first batch of enthusiastic pilgrims at Tikri.
Last Updated : Jul 1, 2019, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.