করাচি, 25 জুন : 2021 টি-20 বিশ্বকাপ ও 2023 ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে ভারতে । আর এই দুই বিশ্বকাপ খেলতে আসতে যাতে ভিসা নিয়ে কোন সমস্যা না হয় তাই BCCI এর কাছে লিখিত প্রতিশ্রুতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড । ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ICC র কাছে ভারতকে এই প্রতিশ্রুতি পত্র দেওয়ার অনুরোধ করা হয়েছে। একথা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO ওয়াসিম খান ।
ইউটিউবে একটি বেসরকারি সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম খান বলেন, " 2021 ও 2023 দুটি বিশ্বকাপই ভারত আয়োজন করছে । আমরা বিষয়টির দিকে নজর রেখেছি। ভারতে যাতে আমরা ভালোভাবে খেলতে পারি ও ভিসা নিয়ে যেন কোনও সমস্যা না হয় । তারজন্য আমরা ইতিমধ্যে ICC র কাছে আবেদন করেছি BCCI এর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার জন্য ।"
আরও পড়ুন:- ভারতের পর বাংলাদেশ, বাতিল শ্রীলঙ্কা সফর
PCB র উচ্চপদস্থ আধিকারিক এর মতে BCCI কে কয়েক মাসের মধ্যেই এই প্রতিশ্রুতি পত্র দিতে হবে । ওয়াসিম খান আরও বলেন, ICC-র এগজ়িকিউটিভ বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী টি -20 বিশ্বকাপ কোথায় হবে ভারতে না অস্ট্রেলিয়ায় । ওয়াসিম খানের মতে, এই বছর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ হওয়া প্রায় অসম্ভব ।
ওয়াসিম খান বলেন, "এখন সবথেকে বড় প্রশ্ন হল যদি টি-20 বিশ্বকাপ 2021 হয়, তাহলে সেটা কোথায় হবে ভারতে না অস্ট্রেলিয়ায়। কারণ সূচি অনুযায়ী 2021 বিশ্বকাপ আয়োজন করছে ভারত । ICC র সদস্যরা চাইছেন, 2022 সালের শূন্যস্থানে 2020 টি-20 বিশ্বকাপ করতে । তবে সেটা যদি 2020 সালে একান্তই বিশ্বকাপ করা সম্ভব না হয় ।"
তিনি আরও বলেন , ICC র ইভেন্টের জন্য পাকিস্তান তখনই ভারতে খেলতে যাবে যদি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাই।
ওয়াসিম খান উল্লেখ করেন, সাম্প্রতিক অতীতে, পাকিস্তানের অনেক দলই ভারতে খেলার ছাড়পত্র পায়নি। ওয়াসিম খান বলেন, " এইজন্য আমরা অগ্রিম প্রতিশ্রুতি চাইছি। যদিও এটা ICC-র একটি ইভেন্ট । তাই আমাদের খেলার বিষয়টি দেখাশোনার দায়িত্ব ICC-র । ”
খান আরও পরিষ্কার করে বলেন, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলায় এখনই দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়। " BCCI এর সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো । কিন্তু, আমরা জানি অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়।" সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন ওয়াসিম খান।
আসন্ন ICC-র চেয়ারম্যান পদে PCB-'র ভোট কার দিকে যাবে, জিজ্ঞাসা করা হলে খান বলেন," আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি । আমরা এখনও জানিনা সৌরভ গঙ্গোপাধ্যায় ওই পদে নির্বাচনের জন্য দাঁড়াবেন কি না।"