ETV Bharat / briefs

UGC-কে পরীক্ষার সময়সূচি জানাল 755টি বিশ্ববিদ্যালয়

জুলাইয়ের 6 তারিখ UGC টার্মিনাল সেমেস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সংশোধিত নির্দেশিকা জারি করেছিল । তারপরই গতকাল দেশব্যাপী প্রায় 755 টি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তাদের পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানাল।

UGC
UGC
author img

By

Published : Jul 18, 2020, 10:52 PM IST

দিল্লি, 17 জুলাই : লকডাউনের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মার্চ মাস থেকে বন্ধ । বাতিল হয়েছে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। নেওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের টার্মিনাল সেমেস্টার ও ফাইনাল ইয়ারের পরীক্ষা (2019-2020) । 6 জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক করে ৷ সেই অনুযায়ী জারি করে একটি সংশোধিত নির্দেশিকা। এই নির্দেশিকাতে বলা হয়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে 30 সেপ্টেম্বরের মধ্যে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়ার কাজ শেষ করতে হবে। সেই নির্দেশিকা অনুযায়ী গতকাল 755টি বিশ্ববিদ্যালয় নিজেদের পরীক্ষার সময়সূচি জানাল UGC-কে।

UGC একটি বিবৃতির মাধ্যমে জানায়, এই 755 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 321 টি রাজ্য বিশ্ববিদ্যালয়, 274 টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, 120 টি ডিএমড এবং 40 টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি জানিয়েছে । 566 টি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা পরিকল্পনা করেছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে তারা পরীক্ষা নেওয়া শুরু করে দিতে পারে ।

এছাড়াও এই বিবৃতিতে আরও জানান হয় 194 টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে নিয়েছে। 366 টি বিশ্ববিদ্যালয় অগাস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি UGC জানিয়েছে , 27 টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় কমিশনকে জানিয়েছে যে তাদের প্রথম ব্যাচ এখনও চূড়ান্ত সেমেস্টার পর্যন্ত পৌঁছায়নি ৷

দিল্লি, 17 জুলাই : লকডাউনের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মার্চ মাস থেকে বন্ধ । বাতিল হয়েছে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। নেওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের টার্মিনাল সেমেস্টার ও ফাইনাল ইয়ারের পরীক্ষা (2019-2020) । 6 জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক করে ৷ সেই অনুযায়ী জারি করে একটি সংশোধিত নির্দেশিকা। এই নির্দেশিকাতে বলা হয়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে 30 সেপ্টেম্বরের মধ্যে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়ার কাজ শেষ করতে হবে। সেই নির্দেশিকা অনুযায়ী গতকাল 755টি বিশ্ববিদ্যালয় নিজেদের পরীক্ষার সময়সূচি জানাল UGC-কে।

UGC একটি বিবৃতির মাধ্যমে জানায়, এই 755 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 321 টি রাজ্য বিশ্ববিদ্যালয়, 274 টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, 120 টি ডিএমড এবং 40 টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি জানিয়েছে । 566 টি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা পরিকল্পনা করেছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে তারা পরীক্ষা নেওয়া শুরু করে দিতে পারে ।

এছাড়াও এই বিবৃতিতে আরও জানান হয় 194 টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে নিয়েছে। 366 টি বিশ্ববিদ্যালয় অগাস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি UGC জানিয়েছে , 27 টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় কমিশনকে জানিয়েছে যে তাদের প্রথম ব্যাচ এখনও চূড়ান্ত সেমেস্টার পর্যন্ত পৌঁছায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.