ETV Bharat / briefs

দেশে 1 কোটির বেশি কোরোনা পরীক্ষা হয়েছে, জানাল ICMR

author img

By

Published : Jul 6, 2020, 3:27 PM IST

গত 24 ঘন্টায় দেশে মোট 1 লাখ 80 হাজার 596 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশজুড়ে মোট এক কোটির বেশি কোরোনা পরীক্ষা করা হয়েছে বলে জানাল ICMR ।

ICMR
ICMR

দিল্লি, 6 জুলাই : দেশজুড়ে এখনও পর্যন্ত মোট এক কোটির বেশি কোরোনা পরীক্ষা করা হয়েছে । দাবি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের আধিকারিকদের । এখনও পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 লাখ 97 হাজার 413 ।

গত 24 ঘন্টায় দেশে মোট 1 লাখ 80 হাজার 596 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যা মিলিয়ে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল 1 কোটি 4 লাখ 101 । ICMR-এর এক আধিকারিক জানান, শেষ 14 দিনে গড়ে 2.15 লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে । শেষ পাঁচ দিনে 10 লাখ টেস্ট হয়েছে বলেও জানান তিনি । কোরোনা পরীক্ষার হার বাড়ানোর লক্ষ্যে মোট 1 হাজার 105টি কোরোনা পরীক্ষাকেন্দ্রের অনুমোদন দিয়েছে ICMR । এর মধ্যে RT-PCR ল্যাব রয়েছে 592টি, ট্রুনাট ল্যাব 421টি এবং CBNAAT ল্যাব রয়েছে 92টি ।

ICMR-এর শেষ নির্দেশিকায় সংশ্লিষ্ট রাজ্য সরকার, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকে কোরোনা পরীক্ষা বৃদ্ধির জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে । যেহেতু টেস্টিং, ট্র্যাকিং এবং চিকিৎসাই সংক্রমণ রোধ এবং জীবন বাঁচানোর একমাত্র উপায় তাই দেশের প্রতিটি অঞ্চলে উপসর্গ আছে এমন রোগীদের জন্য ব্যাপক হারে পরীক্ষা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে ICMR-এর তরফে । এই পর্যন্ত তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে কোরোনার নমুনা পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ।

শেষ 24 ঘন্টায় দেশে আরও 425 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । যা নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 হাজার 693 । স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 24 হাজার 248 জন । বর্তমানে দেশজুড়ে মোট 2 লাখ 53 হাজার 287 জন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে এবং সুস্থ হয়ে উঠেছে মোট 4 লাখ 24 হাজার 432 জন ।

দিল্লি, 6 জুলাই : দেশজুড়ে এখনও পর্যন্ত মোট এক কোটির বেশি কোরোনা পরীক্ষা করা হয়েছে । দাবি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের আধিকারিকদের । এখনও পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 লাখ 97 হাজার 413 ।

গত 24 ঘন্টায় দেশে মোট 1 লাখ 80 হাজার 596 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যা মিলিয়ে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল 1 কোটি 4 লাখ 101 । ICMR-এর এক আধিকারিক জানান, শেষ 14 দিনে গড়ে 2.15 লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে । শেষ পাঁচ দিনে 10 লাখ টেস্ট হয়েছে বলেও জানান তিনি । কোরোনা পরীক্ষার হার বাড়ানোর লক্ষ্যে মোট 1 হাজার 105টি কোরোনা পরীক্ষাকেন্দ্রের অনুমোদন দিয়েছে ICMR । এর মধ্যে RT-PCR ল্যাব রয়েছে 592টি, ট্রুনাট ল্যাব 421টি এবং CBNAAT ল্যাব রয়েছে 92টি ।

ICMR-এর শেষ নির্দেশিকায় সংশ্লিষ্ট রাজ্য সরকার, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকে কোরোনা পরীক্ষা বৃদ্ধির জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে । যেহেতু টেস্টিং, ট্র্যাকিং এবং চিকিৎসাই সংক্রমণ রোধ এবং জীবন বাঁচানোর একমাত্র উপায় তাই দেশের প্রতিটি অঞ্চলে উপসর্গ আছে এমন রোগীদের জন্য ব্যাপক হারে পরীক্ষা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে ICMR-এর তরফে । এই পর্যন্ত তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে কোরোনার নমুনা পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ।

শেষ 24 ঘন্টায় দেশে আরও 425 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । যা নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 হাজার 693 । স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 24 হাজার 248 জন । বর্তমানে দেশজুড়ে মোট 2 লাখ 53 হাজার 287 জন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে এবং সুস্থ হয়ে উঠেছে মোট 4 লাখ 24 হাজার 432 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.