ETV Bharat / briefs

গণনার আগে VVPAT মেলানোর দাবি খারিজ কমিশনের - tdp

কমিশন সূত্রে জানানো হল, একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপ গোনা হবে । এবং তা হবে EVM গণনা শেষ হলে । কমিশনের সিদ্ধান্তে ধাক্কা খেল বিরোধী দলগুলি ।

ইভিএম
author img

By

Published : May 22, 2019, 4:13 PM IST

দিল্লি, 22 মে : ভোটগণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন । যার জেরে VVPAT স্লিপ গোনা সংক্রান্ত দাবি নিয়ে ধাক্কা খেল NDA বিরোধী 22টি দল । কমিশন সূত্রে জানানো হয়েছে, একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপ গোনা হবে । এবং তা হবে EVM গণনা শেষ হলে ।

এর আগে প্রতিটি VVPAT স্লিপের তথ্য EVM-এর সঙ্গে মিলিয়ে দেখার দাবি তুলেছিল বিরোধী দলগুলি । বিরোধীদের দাবি খারিজ করতে নির্বাচন কমিশনের যুক্তি ছিল যে সব VVPAT স্লিপ পর্যালোচনা করতে হলে ফল প্রকাশে অনেক দেরি হবে । বিরোধীরা সেই দাবি জানিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে । তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে তা সম্ভব না । তারপর কোর্ট জানায় যে প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপের সঙ্গে EVM মিলিয়ে দেখা হবে ।

বিরোধীদের দাবি ছিল, গণনাকেন্দ্রে সবার আগে লটারির ভিত্তিতে চিহ্নিত VVPAT-র সঙ্গে EVM-র ভোট মিলিয়ে দেখতে হবে । গত কালই এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে গেছিল বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা । তার পরই আজ নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটগণনায় আর কোনও পরিবর্তন করা এখন আর সম্ভব নয় ।

দিল্লি, 22 মে : ভোটগণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন । যার জেরে VVPAT স্লিপ গোনা সংক্রান্ত দাবি নিয়ে ধাক্কা খেল NDA বিরোধী 22টি দল । কমিশন সূত্রে জানানো হয়েছে, একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপ গোনা হবে । এবং তা হবে EVM গণনা শেষ হলে ।

এর আগে প্রতিটি VVPAT স্লিপের তথ্য EVM-এর সঙ্গে মিলিয়ে দেখার দাবি তুলেছিল বিরোধী দলগুলি । বিরোধীদের দাবি খারিজ করতে নির্বাচন কমিশনের যুক্তি ছিল যে সব VVPAT স্লিপ পর্যালোচনা করতে হলে ফল প্রকাশে অনেক দেরি হবে । বিরোধীরা সেই দাবি জানিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে । তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে তা সম্ভব না । তারপর কোর্ট জানায় যে প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপের সঙ্গে EVM মিলিয়ে দেখা হবে ।

বিরোধীদের দাবি ছিল, গণনাকেন্দ্রে সবার আগে লটারির ভিত্তিতে চিহ্নিত VVPAT-র সঙ্গে EVM-র ভোট মিলিয়ে দেখতে হবে । গত কালই এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে গেছিল বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা । তার পরই আজ নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটগণনায় আর কোনও পরিবর্তন করা এখন আর সম্ভব নয় ।

Amritsar (Punjab)/ Shimla (Himachal Pradesh), May 19 (ANI): Punjab Tourism Minister and Congress leader Navjot Singh Sidhu cast his vote in Punjab's Amritsar today. He cast his vote at booth number 134 in Amritsar along with his wife Navjot Kaur Sidhu. Meanwhile, Congress leader Anand Sharma also cast his vote in Himachal Pradesh's Shimla. Voting for the seventh and final phase of 17th Lok Sabha elections is underway in 59 parliamentary constituencies across 7 states and UT (Chandigarh). The counting of votes will take place on May 23.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.