ETV Bharat / briefs

বন্ধ বাগানে চিকিৎসার অভাবে মৃত শ্রমিক

চিকিৎসার অভাবে মৃত্যু হল এক চা শ্রমিকের । ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগানের ঘটনা ।

বিহানী ওরাওঁ
author img

By

Published : May 7, 2019, 12:50 PM IST

ডুয়ার্স, 7 মে : গ্রাসমোড় চা বাগানে এক মহিলা চা শ্রমিকের মৃত্যু হল । তাঁর নাম বিহানী ওরাওঁ । ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগানের ঘটনা । চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ। পরিবারের অভিযোগ, বন্ধ চা বাগানে বিহানী চিকিৎসার অভাবে মারা গেছেন । যদিও ব্লক প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে ।

বিহানীর পরিবারের অভিযোগ, তিনি গত চারমাস ধরে পেটের সমস্যায় ভুগছিলেন । চিকিৎসকরা তাঁকে ভালো জায়গায় চিকিৎসার পরামর্শ দেন । কিন্তু চা বাগান বন্ধ থাকায় তাঁর রোজগার বন্ধ । চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় । তাই চিকিৎসা করাতে পারেননি। গতকাল সকালে তাঁর মৃত্যু হয় ।

বিহানীর স্বামী সখিলাল ওরাওঁ বলেন, "চা বাগান বন্ধ হয়ে আছে । আমাদের কাছে টাকা নেই । কয়েকবার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । কিন্তু টাকার অভাবে বাইরে নিয়ে যেতে পারিনি ।"

ডুয়ার্স, 7 মে : গ্রাসমোড় চা বাগানে এক মহিলা চা শ্রমিকের মৃত্যু হল । তাঁর নাম বিহানী ওরাওঁ । ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগানের ঘটনা । চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ। পরিবারের অভিযোগ, বন্ধ চা বাগানে বিহানী চিকিৎসার অভাবে মারা গেছেন । যদিও ব্লক প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে ।

বিহানীর পরিবারের অভিযোগ, তিনি গত চারমাস ধরে পেটের সমস্যায় ভুগছিলেন । চিকিৎসকরা তাঁকে ভালো জায়গায় চিকিৎসার পরামর্শ দেন । কিন্তু চা বাগান বন্ধ থাকায় তাঁর রোজগার বন্ধ । চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় । তাই চিকিৎসা করাতে পারেননি। গতকাল সকালে তাঁর মৃত্যু হয় ।

বিহানীর স্বামী সখিলাল ওরাওঁ বলেন, "চা বাগান বন্ধ হয়ে আছে । আমাদের কাছে টাকা নেই । কয়েকবার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । কিন্তু টাকার অভাবে বাইরে নিয়ে যেতে পারিনি ।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.