ETV Bharat / briefs

এবার কোরোনায় আক্রান্ত বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স

ইন্টার্ন চিকিৎসকের পর এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনায় আক্রান্ত এক নার্স । কোনও উপসর্গ না থাকায় তিনি নিয়মিত ফিমেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি করেছেন ।

Nurse tested covid 19 positive, bankura medical college hospital
author img

By

Published : Jul 12, 2020, 4:14 PM IST

বাঁকুড়া, 12 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন বিভাগের এক নার্স । 9 জুলাই ওই বিভাগের এক ইন্টার্ন চিকিৎসকের রিপোর্ট পজ়িটিভ আসে ।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, আপাতত আক্রান্ত ওই নার্সকে এবং তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের তালিকাও তৈরি করা হচ্ছে ।

চিকিৎসকের আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পরই ওই বিভাগের সমস্ত কর্মী, নার্স এবং রোগী, যাঁদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছিল । সেইমতো প্রায় 100 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল 100 জনের মধ্যে 80 জনের পরীক্ষার রিপোর্ট এসেছে । জানা গেছে ওই বিভাগে কর্মরত এক নার্স কোরোনায় আক্রান্ত । কিন্তু কোনও উপসর্গ না থাকায় তিনি নিয়মিত ডিউটি করেছেন ।

এদিকে ফিমেল মেডিসিন ওয়ার্ড সাময়িকভাবে বন্ধ রাখা হবে না কি খোলা থাকবে তা নিয়ে আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

বাঁকুড়া, 12 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন বিভাগের এক নার্স । 9 জুলাই ওই বিভাগের এক ইন্টার্ন চিকিৎসকের রিপোর্ট পজ়িটিভ আসে ।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, আপাতত আক্রান্ত ওই নার্সকে এবং তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের তালিকাও তৈরি করা হচ্ছে ।

চিকিৎসকের আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পরই ওই বিভাগের সমস্ত কর্মী, নার্স এবং রোগী, যাঁদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছিল । সেইমতো প্রায় 100 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল 100 জনের মধ্যে 80 জনের পরীক্ষার রিপোর্ট এসেছে । জানা গেছে ওই বিভাগে কর্মরত এক নার্স কোরোনায় আক্রান্ত । কিন্তু কোনও উপসর্গ না থাকায় তিনি নিয়মিত ডিউটি করেছেন ।

এদিকে ফিমেল মেডিসিন ওয়ার্ড সাময়িকভাবে বন্ধ রাখা হবে না কি খোলা থাকবে তা নিয়ে আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.