কলকাতা, 19 জুন : কোরোনা আক্রান্ত কলকাতা পৌর নিগমের আরও এক কর্মী । আজ সকালে ওই কর্মীর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। ইতিমধ্যেই কলকাতা পৌরসভার সদরদপ্তরে স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি চেতলায় । তিনি কলকাতা পৌর নিগমের সদর দপ্তরের কেয়ারটেকার বিভাগের কর্মী । তাঁকে বর্তমানে M R বাঙুর হাসপাতালে ভরতি করানো হয়েছে । আক্রান্ত ওই ব্যক্তি গত 17 তারিখ অফিসে এসেছিলেন । ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । ইতিমধ্যে 10 জনের তালিকাও তৈরি হয়েছে, যাদের হোম কোয়ারানটিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
কেয়ারটেকার বিভাগে কর্মরত থাকায় পৌর নিগমের সর্বত্রই ওই ব্যক্তির যাতায়াত ছিল । আক্রান্ত হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গেই স্যানিটাইজ়েশনের কাজ শুরু হলেও কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।