ETV Bharat / briefs

নির্বাচনী আতঙ্কে আত্মহত্যা ভোটকর্মীর ? - Fear of poll duty

তিনি রিজ়ার্ভ ভোটকর্মী হিসেবে ছিলেন । ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

ভোটকর্মী
author img

By

Published : Apr 23, 2019, 3:21 PM IST

Updated : Apr 23, 2019, 3:59 PM IST

বুনিয়াদপুর, 23 এপ্রিল : বুনিয়াদপুরে এক ভোটকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। তাঁর নাম বাবুলাল মুর্মু । বাড়ি বুনিয়াদপুরের শ্যামাপল্লিতে । ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

কুশমণ্ডি সরলা স্কুলের শিক্ষক ছিলেন বাবুলাল । তিনি রিজ়ার্ভ ভোটকর্মী হিসেবে ছিলেন । তাঁর স্ত্রী শিখা হাঁসদার বক্তব্য, গতকাল DCRC-তে গেছিলেন বাবুলাল । রাতে বাড়ি ফিরে আসেন । তারপর আজ সকালে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । স্ত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের জন্য আতঙ্কিত হয়েছিলেন বাবুলাল । গতরাতেও একাধিক জায়গা থেকে গোলমালের খবর পান। তার জেরে আরও আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে । বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন ।

বুনিয়াদপুর, 23 এপ্রিল : বুনিয়াদপুরে এক ভোটকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। তাঁর নাম বাবুলাল মুর্মু । বাড়ি বুনিয়াদপুরের শ্যামাপল্লিতে । ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

কুশমণ্ডি সরলা স্কুলের শিক্ষক ছিলেন বাবুলাল । তিনি রিজ়ার্ভ ভোটকর্মী হিসেবে ছিলেন । তাঁর স্ত্রী শিখা হাঁসদার বক্তব্য, গতকাল DCRC-তে গেছিলেন বাবুলাল । রাতে বাড়ি ফিরে আসেন । তারপর আজ সকালে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । স্ত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের জন্য আতঙ্কিত হয়েছিলেন বাবুলাল । গতরাতেও একাধিক জায়গা থেকে গোলমালের খবর পান। তার জেরে আরও আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে । বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন ।

sample description
Last Updated : Apr 23, 2019, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.