ETV Bharat / briefs

মিনেপোলিসে গুলি চালানোর ঘটনায় মৃত 1, জখম 11 - জর্জ ফ্লয়েড

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত মিনেপোলিস এলাকা। শনিবার মধ্যরাতে ফের গুলি চালানোর ঘটনা ঘটে এলাকায়। ঘটনায় একজনের মৃত্যু ও 11 জন জখম হয়েছেন।

Minepolis shooting
Minepolis shooting
author img

By

Published : Jun 22, 2020, 7:49 AM IST

মিনেপোলিস, 22 জুন : মিনেপোলিসে গুলি চালানোর ঘটনায় একজনের মৃত্যু ও 11 জন জখম হয়েছেন। পুলিশের তরফে একথা জানানো হয়েছে। মিনেপোলিস পুলিশের তরফে প্রথমে টুইটে জানানো হয়, 10 জন গুলির আঘাতে জখম হয়েছেন। এঁদের মধ্যে কয়েকজন গুরুতর । পরে টুইটে নতুন তথ্য দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ কয়েকজন ব্যক্তি গুলি চালানো শুরু করে এবং পরে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। ভোর চারটে অবধি ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিনেপোলিস পুলিশের তরফে প্রাথমিক টুইটে জনগণকে আপ টাউন মিনেপোলিস এলাকায় যেতে বারণ করা হয়।

কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ ছয় সপ্তাহ বন্ধ রাখার পর মিনেসোটায় 1 জুন থেকে বিভিন্ন বার ও রেস্তরাঁ খুলে দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে দেখা গেছে, ওই এলাকার আপ টাউন থিয়েটার ও একটি দোকানের সামনের অংশের জানালায় গোলাগুলির চিহ্ন রয়েছে।

ফেসবুকে একটি লাইভ ভিডিয়োয় ঘটনার পরবর্তী সময়ে সাধারণ মানুষের চিৎকার শোনা যায়। ভিডিয়োতে দেখা যায়, বেশ কিছু জায়গায় জটলা করে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। রাস্তায় পড়ে থাকা জখম ব্যক্তিদের দেখতে কিছু মানুষ ঝুঁকে রয়েছেন। এরপরই স্থানীয় পুলিশ সাইকেলে ঘটনাস্থানে পৌঁছায়। ফুটপাথের চারিদিকে রক্তের ছিটে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ রিলিজে বলা হয়, জখমদের অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

ঘটনাস্থানটি মিনেপোলিস বাণিজ্যিক এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে। 25 মে মিনেপোলিস পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই আশেপাশের এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জখম সকলেই প্রাপ্তবয়স্ক।

মিনেপোলিস, 22 জুন : মিনেপোলিসে গুলি চালানোর ঘটনায় একজনের মৃত্যু ও 11 জন জখম হয়েছেন। পুলিশের তরফে একথা জানানো হয়েছে। মিনেপোলিস পুলিশের তরফে প্রথমে টুইটে জানানো হয়, 10 জন গুলির আঘাতে জখম হয়েছেন। এঁদের মধ্যে কয়েকজন গুরুতর । পরে টুইটে নতুন তথ্য দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ কয়েকজন ব্যক্তি গুলি চালানো শুরু করে এবং পরে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। ভোর চারটে অবধি ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিনেপোলিস পুলিশের তরফে প্রাথমিক টুইটে জনগণকে আপ টাউন মিনেপোলিস এলাকায় যেতে বারণ করা হয়।

কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ ছয় সপ্তাহ বন্ধ রাখার পর মিনেসোটায় 1 জুন থেকে বিভিন্ন বার ও রেস্তরাঁ খুলে দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে দেখা গেছে, ওই এলাকার আপ টাউন থিয়েটার ও একটি দোকানের সামনের অংশের জানালায় গোলাগুলির চিহ্ন রয়েছে।

ফেসবুকে একটি লাইভ ভিডিয়োয় ঘটনার পরবর্তী সময়ে সাধারণ মানুষের চিৎকার শোনা যায়। ভিডিয়োতে দেখা যায়, বেশ কিছু জায়গায় জটলা করে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। রাস্তায় পড়ে থাকা জখম ব্যক্তিদের দেখতে কিছু মানুষ ঝুঁকে রয়েছেন। এরপরই স্থানীয় পুলিশ সাইকেলে ঘটনাস্থানে পৌঁছায়। ফুটপাথের চারিদিকে রক্তের ছিটে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ রিলিজে বলা হয়, জখমদের অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

ঘটনাস্থানটি মিনেপোলিস বাণিজ্যিক এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে। 25 মে মিনেপোলিস পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই আশেপাশের এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জখম সকলেই প্রাপ্তবয়স্ক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.