দিল্লি, 14 সেপ্টেম্বর : সংসদে বাদল অধিবেশন শুরুর প্রথমদিনেই 17 জন সাংসদের নমুনা পরীক্ষার রিপোর্ট কোরোনা পজ়িটিভ এসেছে । তালিকায় নাম রয়েছে শাসকদল BJP-র মীনাক্ষী লেখি, অনন্তকুমার হেগড়ে এবং প্রভেশ সাহিব সিংয়ের ।
কোরোনা প্যানডেমিকের জেরে দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন । কোরোনা আবহে এই প্রথম কোনও অধিবেশন শুরু হল সংসদে । 18 দিন ধরে চলবে অধিবেশন । স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশনে সামিল হন সাংসদরা।
এই প্রথম অ্যাপের মাধ্যমে হাজিরা দেন সাংসদরা । "অ্যাটেনডেন্স রেজিস্টার" নামে এই অ্যাপটি বানিয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার(NIC) । কোরোনা পরিস্থিতিতে টাচলেস এই পদ্ধতি সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয় ।
অধিবেশনের শুরুতে স্পিকার ওম বিড়লা সাংসদদের স্বাগত জানান । বলেন, "পরিস্থিতির গুরুত্ব বিচার করে সুরক্ষার কথা মাথায় রেখে গাইডলাইন দেওয়া হয়েছে । " গাইডলাইন অনুসরণের পরামর্শ দেন ।