ETV Bharat / briefs

কৃষক ও ব্যবসায়ীদের জন্য পেনশন স্কিম আনল কেন্দ্রীয় সরকার - pm

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশন প্রকল্প আনল কেন্দ্রীয় সরকার । ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে নতুন প্রকল্প । প্রায় তিন কোটি খুচরো ব্যবসায়ী ও দোকানদার এই প্রকল্প থেকে উপকৃত হবেন ।

বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যরা
author img

By

Published : May 31, 2019, 11:52 PM IST

দিল্লি, 31 মে : মন্ত্রিসভা গড়েই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশন স্কিম আনল কেন্দ্রীয় সরকার । যাদের 2 হেক্টর চাষজমি রয়েছে সেই কৃষক পরিবারকে বছরে তিনদফায় ছ'হাজার করে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান পেনশন যোজনা (PMKPY)-য় । প্রায় 15 কোটি কৃষক এর আওতায় পড়বেন । যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 87,217 কোটি টাকা । এর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে নতুন প্রকল্প । প্রায় তিন কোটি খুচরো ব্যবসায়ী ও দোকানদার এই প্রকল্পের আওতায় পড়বেন ।

যে কৃষকদের বয়স 18- 40 তাঁরা এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন । 60 বছর পর তাঁরা বছরে তিন দফায় ছ'হাজার টাকা পাবেন । এছাড়াও ভলান্টিয়ারি ও কনট্রিবিউটরি এই পেনশন স্কিমে কৃষকরা যত টাকা জমাবেন, সম পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে যোগ করবে সরকার । এই স্কিমে সাবস্ক্রাইবারের মৃত্যুর পর তাঁর স্ত্রী এর 50 শতাংশ টাকা পাবেন ।

ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররাও 60 বছর পর মাসিক তিনহাজার টাকা করে পাবেন বলে সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা । "যাঁদের বয়স 18-40, তাদের যদি GST (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) নিয়ে বছরে আয় দেড় কোটি বা তার কম হয়, তারা এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারেন । প্রতিদিন দিতে হবে 2 টাকা । আওতায় পড়বেন 5 কোটি ক্ষুদ্র ব্যবসায়ী । তবে, যাঁরা 29 বছর বয়সে এই স্কিমে নাম নথিভুক্ত করবেন তাঁদের 100 টাকা ও 40 বছর বয়সে নথিভুক্ত করলে 200 টাকা প্রতি মাসে দিতে হবে ।" বলেন মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

দিল্লি, 31 মে : মন্ত্রিসভা গড়েই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশন স্কিম আনল কেন্দ্রীয় সরকার । যাদের 2 হেক্টর চাষজমি রয়েছে সেই কৃষক পরিবারকে বছরে তিনদফায় ছ'হাজার করে টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান পেনশন যোজনা (PMKPY)-য় । প্রায় 15 কোটি কৃষক এর আওতায় পড়বেন । যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 87,217 কোটি টাকা । এর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে নতুন প্রকল্প । প্রায় তিন কোটি খুচরো ব্যবসায়ী ও দোকানদার এই প্রকল্পের আওতায় পড়বেন ।

যে কৃষকদের বয়স 18- 40 তাঁরা এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন । 60 বছর পর তাঁরা বছরে তিন দফায় ছ'হাজার টাকা পাবেন । এছাড়াও ভলান্টিয়ারি ও কনট্রিবিউটরি এই পেনশন স্কিমে কৃষকরা যত টাকা জমাবেন, সম পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে যোগ করবে সরকার । এই স্কিমে সাবস্ক্রাইবারের মৃত্যুর পর তাঁর স্ত্রী এর 50 শতাংশ টাকা পাবেন ।

ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররাও 60 বছর পর মাসিক তিনহাজার টাকা করে পাবেন বলে সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা । "যাঁদের বয়স 18-40, তাদের যদি GST (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) নিয়ে বছরে আয় দেড় কোটি বা তার কম হয়, তারা এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারেন । প্রতিদিন দিতে হবে 2 টাকা । আওতায় পড়বেন 5 কোটি ক্ষুদ্র ব্যবসায়ী । তবে, যাঁরা 29 বছর বয়সে এই স্কিমে নাম নথিভুক্ত করবেন তাঁদের 100 টাকা ও 40 বছর বয়সে নথিভুক্ত করলে 200 টাকা প্রতি মাসে দিতে হবে ।" বলেন মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

New Delhi, May 31 (ANI): While speaking in first Union Ministers' press conference agriculture and farmer welfare minister Narendra Singh Tomar announced extension of Pradhan Mantri-Kisan yojana to all farmers. The move is likely to benefit nearly 14.5 crore farmers.Narendra Singh Tomar said, "Union Cabinet has approved a new Central Sector Scheme, Pradhan Mantri Kisan Pension Yojana. It's a voluntary and contributory pension scheme for small and marginal farmers across the country. Central Govt will contribute to the pension fund in equal amount as contributed by the farmer." Government will reach 50 million farmers in the first phase. The farmers of the age group of 18 to 40 years will be able to join this scheme. After completing 60 years, he will receive a monthly pension of Rs. 3,000. In the case of Kissan's death, his wife will get 50% amount of his pension. 10 thousand crore rupees will be spent on this Yojana.PM-Kisan Yojana was announced in the 2019-'20 interim Budget on February 1. Under this scheme, households with agricultural landholdings smaller than two hectares or five acres are eligible to receive Rs 6,000 annually as direct benefit transfers from the Centre.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.