ETV Bharat / briefs

ভোটের লাইনে মৃত্যু বৃদ্ধের - loksabha election 2019

ভোটের লাইনে মৃত্যু হল বৃদ্ধের । চিকিৎসকের প্রাথমিক অনুমান, সানস্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর ।

dead
author img

By

Published : May 12, 2019, 5:31 PM IST

Updated : May 12, 2019, 6:05 PM IST

নয়াগ্রাম, 12 মে : ভোটের লাইনে মৃত্যু হল এক বৃদ্ধের । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ঘটনা ।

নয়াগ্রাম বিধানসভার 202 নম্বর বুথে আজ ভোট দিতে যান দেবেন্দ্রনাথ মাহাত (70) । ভোটের লাইনে দাঁড়িয়ে তিনি অসুস্থ বোধ করেন । তখন কেন্দ্রীয় বাহিনী তাঁকে বসিয়ে তাঁর পরিবারকে খবর দেয় । পরে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেবেন্দ্রনাথকে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

শুনুন বক্তব্য

চিকিৎসকদের প্রাথমিক অনুমান সানস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে ।

নয়াগ্রাম, 12 মে : ভোটের লাইনে মৃত্যু হল এক বৃদ্ধের । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ঘটনা ।

নয়াগ্রাম বিধানসভার 202 নম্বর বুথে আজ ভোট দিতে যান দেবেন্দ্রনাথ মাহাত (70) । ভোটের লাইনে দাঁড়িয়ে তিনি অসুস্থ বোধ করেন । তখন কেন্দ্রীয় বাহিনী তাঁকে বসিয়ে তাঁর পরিবারকে খবর দেয় । পরে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেবেন্দ্রনাথকে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

শুনুন বক্তব্য

চিকিৎসকদের প্রাথমিক অনুমান সানস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে ।

sample description
Last Updated : May 12, 2019, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.