ETV Bharat / briefs

তৃণমূল নেতার বাড়ির সামনে অবজ়ারভারের গাড়ি, গণনায় কারচুপির অভিযোগ - vote counting

গণনার একদিন আগে তৃণমূল নেতার বাড়ির সামনে বোলপুর লোকসভা কেন্দ্রের অবজ়ারভারের গাড়ি দেখা গেল । BJP-র অভিযোগ, ভোটগণনায় কারচুপি হতে পারে ।

অবজ়ারভারের গাড়ি
author img

By

Published : May 21, 2019, 10:59 PM IST

Updated : May 21, 2019, 11:53 PM IST

বোলপুর, 21 মে : গণনার একদিন আগে বোলপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে বোলপুর লোকসভা কেন্দ্রের অবজ়ারভারের গাড়ি দেখা গেল । সেই নিয়ে সরব হয়েছে BJP শিবির । গণনায় কারচুপি হতে পারে বলে তাদের অভিযোগ ।

আজ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অভিজিৎ সিনহা ওরফে রানা সিনহার বাড়ির সামনে নীল বাতি ও বোলপুর লোকসভা কেন্দ্রের অবজ়ারভার লেখা বোর্ড লাগানো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় । সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তুলতে দেখে চালক গাড়ি থেকে নীল বাতি ও বোর্ড খুলে নেয় বলে জানা গেছে । পরে গাড়িটি সেখান থেকে চালিয়ে চলে যান । চালককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গাড়ি দাঁড় করিয়ে তিনি নিজের বাড়িতে গেছিলেন ।

দেখুন ভিডিয়ো

যদিও, BJP-র জেলা সহ সভাপতি ও BJP-র বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ দাস বলেন, "আমি এই বিষয়টি বোলপুরের রিটার্নিং অফিসারকে জানিয়েছি । কেন এই গাড়ি তৃণমূল নেতার বাড়ির সামনে রয়েছে তা জানতে চেয়েছি । যারা EVM পরিবর্তনের কথা তুলছে তারা ভোট গণনাকে অন্য পথে পরিচালিত করে ভোটে জেতার স্বপ্ন দেখছেন বলে আমাদের ধারণা ।"

বোলপুর, 21 মে : গণনার একদিন আগে বোলপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে বোলপুর লোকসভা কেন্দ্রের অবজ়ারভারের গাড়ি দেখা গেল । সেই নিয়ে সরব হয়েছে BJP শিবির । গণনায় কারচুপি হতে পারে বলে তাদের অভিযোগ ।

আজ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অভিজিৎ সিনহা ওরফে রানা সিনহার বাড়ির সামনে নীল বাতি ও বোলপুর লোকসভা কেন্দ্রের অবজ়ারভার লেখা বোর্ড লাগানো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় । সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তুলতে দেখে চালক গাড়ি থেকে নীল বাতি ও বোর্ড খুলে নেয় বলে জানা গেছে । পরে গাড়িটি সেখান থেকে চালিয়ে চলে যান । চালককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গাড়ি দাঁড় করিয়ে তিনি নিজের বাড়িতে গেছিলেন ।

দেখুন ভিডিয়ো

যদিও, BJP-র জেলা সহ সভাপতি ও BJP-র বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ দাস বলেন, "আমি এই বিষয়টি বোলপুরের রিটার্নিং অফিসারকে জানিয়েছি । কেন এই গাড়ি তৃণমূল নেতার বাড়ির সামনে রয়েছে তা জানতে চেয়েছি । যারা EVM পরিবর্তনের কথা তুলছে তারা ভোট গণনাকে অন্য পথে পরিচালিত করে ভোটে জেতার স্বপ্ন দেখছেন বলে আমাদের ধারণা ।"

sample description
Last Updated : May 21, 2019, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.