ETV Bharat / briefs

ভিন ধর্মে বিয়ে, মৌলবিদের রোষের মুখে নুসরত - Lok Sabha Election

ভিন ধর্মের ছেলেকে বিয়ে করেছেন নুসরত জাহান । সেজন্য মৌলবিদের কটাক্ষের মুখে পড়লেন তিনি ।

নুসরত জাহান
author img

By

Published : Jun 29, 2019, 11:25 PM IST

দিল্লি, 29 জুন : ভিন ধর্মের ছেলেকে বিয়ে করার জন্য মৌলবিদের রোষের মুখে পড়লেন নুসরত জাহান । তাদের বক্তব্য, এই বিয়ে ইসলাম বিরোধী ।

20 জুন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরত জাহানের । পরে সাংসদে গিয়ে সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণ করেন । এনিয়ে সরব হয় মৌলবিদের একাংশ । তাদের বক্তব্য, মুসলিম হয়ে কীভাবে ভিনধর্মের ছেলেকে বিয়ে করলেন নুসরত ? আসাদ ওয়াসমি নামে এক মৌলবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "তদন্তের পর আমি জানতে পেরেছি, নুসরত জৈন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে বিয়ে করেছেন । ইসলাম অনুযায়ী, মুসলিমরা শুধুমাত্র মুসলিমদের নিকাহ করতে পারেন । দ্বিতীয়ত, আমি বলতে চাই নুসরত একজন অভিনেত্রী । এরা ধর্মের পরোয়া করেন না । নিজেরা যা মনে করেন তাই করেন । সেটাই তিনি সংসদে দেখিয়েছেন ।"

এই সংক্রান্ত আরও খবর : সাংসদ হিসেবে শপথ মিমি-নুসরতের

পাশাপাশি, সিঁদুর ও মঙ্গলসূত্র পরাতেও নুসরতকে কটাক্ষ করেন ওয়াসমি । তাঁর কথায়, "এটা নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা । তাঁর জীবনে আমরা নাক গলাতে পারি না । শুধু শরিয়তে কী বলা আছে তা মনে করিয়ে দিতে চাই ।"

এই সংক্রান্ত আরও খবর : মুসলিম হওয়া সত্ত্বেও কেন খ্রিশ্চান মতে বিয়ে করলেন নুসরত?

দিল্লি, 29 জুন : ভিন ধর্মের ছেলেকে বিয়ে করার জন্য মৌলবিদের রোষের মুখে পড়লেন নুসরত জাহান । তাদের বক্তব্য, এই বিয়ে ইসলাম বিরোধী ।

20 জুন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরত জাহানের । পরে সাংসদে গিয়ে সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণ করেন । এনিয়ে সরব হয় মৌলবিদের একাংশ । তাদের বক্তব্য, মুসলিম হয়ে কীভাবে ভিনধর্মের ছেলেকে বিয়ে করলেন নুসরত ? আসাদ ওয়াসমি নামে এক মৌলবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "তদন্তের পর আমি জানতে পেরেছি, নুসরত জৈন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে বিয়ে করেছেন । ইসলাম অনুযায়ী, মুসলিমরা শুধুমাত্র মুসলিমদের নিকাহ করতে পারেন । দ্বিতীয়ত, আমি বলতে চাই নুসরত একজন অভিনেত্রী । এরা ধর্মের পরোয়া করেন না । নিজেরা যা মনে করেন তাই করেন । সেটাই তিনি সংসদে দেখিয়েছেন ।"

এই সংক্রান্ত আরও খবর : সাংসদ হিসেবে শপথ মিমি-নুসরতের

পাশাপাশি, সিঁদুর ও মঙ্গলসূত্র পরাতেও নুসরতকে কটাক্ষ করেন ওয়াসমি । তাঁর কথায়, "এটা নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা । তাঁর জীবনে আমরা নাক গলাতে পারি না । শুধু শরিয়তে কী বলা আছে তা মনে করিয়ে দিতে চাই ।"

এই সংক্রান্ত আরও খবর : মুসলিম হওয়া সত্ত্বেও কেন খ্রিশ্চান মতে বিয়ে করলেন নুসরত?

Birmingham (UK), 29 June, 2019: The Indian Cricket team practiced ahead of Sunday's World Cup match against England at Edbgaston Cricket Ground in Birmingham. India is the only team which is unbeaten in this World Cup. The 'Men in Blue' will be seen wearing a new orange-blue jersey against their fixture with England as the latter dons similar coloured jersey as India's original kit. India has almost secured a position in the semi finals as it is just behind Australia.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.