দিল্লি, 29 জুন : ভিন ধর্মের ছেলেকে বিয়ে করার জন্য মৌলবিদের রোষের মুখে পড়লেন নুসরত জাহান । তাদের বক্তব্য, এই বিয়ে ইসলাম বিরোধী ।
20 জুন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরত জাহানের । পরে সাংসদে গিয়ে সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণ করেন । এনিয়ে সরব হয় মৌলবিদের একাংশ । তাদের বক্তব্য, মুসলিম হয়ে কীভাবে ভিনধর্মের ছেলেকে বিয়ে করলেন নুসরত ? আসাদ ওয়াসমি নামে এক মৌলবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "তদন্তের পর আমি জানতে পেরেছি, নুসরত জৈন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে বিয়ে করেছেন । ইসলাম অনুযায়ী, মুসলিমরা শুধুমাত্র মুসলিমদের নিকাহ করতে পারেন । দ্বিতীয়ত, আমি বলতে চাই নুসরত একজন অভিনেত্রী । এরা ধর্মের পরোয়া করেন না । নিজেরা যা মনে করেন তাই করেন । সেটাই তিনি সংসদে দেখিয়েছেন ।"
এই সংক্রান্ত আরও খবর : সাংসদ হিসেবে শপথ মিমি-নুসরতের
পাশাপাশি, সিঁদুর ও মঙ্গলসূত্র পরাতেও নুসরতকে কটাক্ষ করেন ওয়াসমি । তাঁর কথায়, "এটা নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা । তাঁর জীবনে আমরা নাক গলাতে পারি না । শুধু শরিয়তে কী বলা আছে তা মনে করিয়ে দিতে চাই ।"
এই সংক্রান্ত আরও খবর : মুসলিম হওয়া সত্ত্বেও কেন খ্রিশ্চান মতে বিয়ে করলেন নুসরত?