ETV Bharat / briefs

রুদ্ধদ্বার নয়, বৈঠক হোক সবার সামনে; মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আন্দোলনকারীদের - SSKM

ক্লোজ়ড ডোর মিটিং নয় । মুখ্যমন্ত্রীকে সংবাদমাধ্যম সহ সকলের সামনে বৈঠক করতে হবে । আজ এই দাবি জানালেন আন্দোলনকারীরা ।

আন্দোলনকারীরা
author img

By

Published : Jun 16, 2019, 3:51 PM IST

Updated : Jun 16, 2019, 5:22 PM IST

কলকাতা, 16 জুন : NRS-এ বৈঠকের দাবি থেকে সরে এলেন আন্দোলনকারীরা । বৈঠকের স্থান নির্বাচনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপর ছাড়লেন । তবে বন্ধ-ঘরে নয়, সংবাদমাধ্যম সহ সকলের সামনে মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । জেনেরাল বডি মিটিংয়ের পর আজ এই সিদ্ধান্ত জানালেন NRS-এর জুনিয়র ডাক্তাররা ।

10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । তাঁদের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে । ইতিমধ্যে বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । এরপর আরও জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি তোলেন, নিজের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আর NRS-এ তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে । পরিস্থিতি জটিল হচ্ছে দেখে কিছুটা নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে নবান্নে বৈঠকে ডাকেন । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য ছিল, বন্ধ ঘর নয়, NRS-এ মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । এনিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : দয়া করে চিকিৎসা শুরু করুন : মুখ্যমন্ত্রী

এরপর আজ আন্দোলনকারীদের তরফে সাংবাদিক বৈঠক করা হয় । সেখানে বলা হয়, "মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ছিল বিভ্রান্তিমূলক । গরমিল রয়েছে । মানুষের মনে ভুল ধারণা তৈরি করা হয়েছে । যা আমরা কাটাতে চাই ।" পাশাপাশি, আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিতে অনড় থাকেন । আন্দোলনকারীদের প্রতিনিধি বলেন, "আমরা মুখ্যমন্ত্রী সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে চাই । তবে সেটা বন্ধ ঘরে (ক্লোজ়ড ডোর) নয়, সকলের সামনে হোক ।" পাশাপাশি, কোথায় বৈঠক হবে তা নির্বাচনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপর ছাড়লেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য, "জনস্বার্থে কোথায় বসবেন সেটা তাঁর উপর ছেড়ে দেওয়া হচ্ছে । আমাদের স্থান বলে হোক । তবে সেখানে যেন রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি ও সংবাদমাধ্যমকে জায়গা দেওয়া যায় । আমরা আশাবাদী, মুখ্যমন্ত্রী জনস্বার্থে এই বৈঠক করবেন । আমাদের সব ন্যায্য দাবিকে মান্যতা দেবেন যাতে আমরা দ্রুত কাজ শুরু করতে পারি ।"

এই সংক্রান্ত আরও খবর : আন্দোলনের পাশাপাশি চলুক প্যারালাল আউটডোর, পরামর্শ মেডিকেল প্রফেসরের

কলকাতা, 16 জুন : NRS-এ বৈঠকের দাবি থেকে সরে এলেন আন্দোলনকারীরা । বৈঠকের স্থান নির্বাচনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপর ছাড়লেন । তবে বন্ধ-ঘরে নয়, সংবাদমাধ্যম সহ সকলের সামনে মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । জেনেরাল বডি মিটিংয়ের পর আজ এই সিদ্ধান্ত জানালেন NRS-এর জুনিয়র ডাক্তাররা ।

10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । তাঁদের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে । ইতিমধ্যে বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । এরপর আরও জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি তোলেন, নিজের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আর NRS-এ তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে । পরিস্থিতি জটিল হচ্ছে দেখে কিছুটা নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে নবান্নে বৈঠকে ডাকেন । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য ছিল, বন্ধ ঘর নয়, NRS-এ মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । এনিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : দয়া করে চিকিৎসা শুরু করুন : মুখ্যমন্ত্রী

এরপর আজ আন্দোলনকারীদের তরফে সাংবাদিক বৈঠক করা হয় । সেখানে বলা হয়, "মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ছিল বিভ্রান্তিমূলক । গরমিল রয়েছে । মানুষের মনে ভুল ধারণা তৈরি করা হয়েছে । যা আমরা কাটাতে চাই ।" পাশাপাশি, আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিতে অনড় থাকেন । আন্দোলনকারীদের প্রতিনিধি বলেন, "আমরা মুখ্যমন্ত্রী সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে চাই । তবে সেটা বন্ধ ঘরে (ক্লোজ়ড ডোর) নয়, সকলের সামনে হোক ।" পাশাপাশি, কোথায় বৈঠক হবে তা নির্বাচনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপর ছাড়লেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য, "জনস্বার্থে কোথায় বসবেন সেটা তাঁর উপর ছেড়ে দেওয়া হচ্ছে । আমাদের স্থান বলে হোক । তবে সেখানে যেন রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি ও সংবাদমাধ্যমকে জায়গা দেওয়া যায় । আমরা আশাবাদী, মুখ্যমন্ত্রী জনস্বার্থে এই বৈঠক করবেন । আমাদের সব ন্যায্য দাবিকে মান্যতা দেবেন যাতে আমরা দ্রুত কাজ শুরু করতে পারি ।"

এই সংক্রান্ত আরও খবর : আন্দোলনের পাশাপাশি চলুক প্যারালাল আউটডোর, পরামর্শ মেডিকেল প্রফেসরের

Last Updated : Jun 16, 2019, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.