ETV Bharat / briefs

খাকি ছেড়ে সাদা উর্দি শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের - police uniform

বদল হল শিলিগুড়ি ট্রাফির পুলিশের ইউনিফর্ম। গতকাল থেকে খাকি ইউনিফর্মের বদলে সাদা শার্ট প্যান্টে ডিউটি করতে দেখা গেল তাদের।

শিলিগুড়ি ট্রাফিক পুলিশ
author img

By

Published : Apr 8, 2019, 4:26 AM IST

শিলিগুড়ি, 8 এপ্রিল: বদলে গেল শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের ইউনিফর্ম। কলকাতা পুলিশের ইউনিফর্মের আদলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের ইউনিফর্ম বদল হল। গতকাল থেকে সাদা শার্ট প্যান্টে ডিউটি করতে দেখা গেল ট্র্যাফিক পুলিশ কর্মীদের।

পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশিকা মেনেই গতকাল থেকে ট্রাফিক বিভাগের ইউনিফর্ম বদল করা হয়। খাকি উর্দির বদলে ট্র্যাফিক পুলিশ কর্মীদের দেখা যায় সাদা জামা, সাদা প্যান্ট, কালো জুতো ও কালো বেল্টে। এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন, "সরকারি নির্দেশ মেনেই ইউনিফর্মের রং বদল হয়েছে।"

২০০৭ সালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম বদল করা হয়েছিল। সেই সময় খাকি উর্দির বদলে নীল-সাদা পোশাক করা হয়েছিল। সাদা জামা, নীল প্যান্ট, কালো বেল্ট ও কালো জুতো ছিল। এরপর এক বছরের মধ্যেই ফের বদল হয়ে যায় ইউনিফর্ম। নীল-সাদার বদলে ফের চালু হয়েছিল খাকি উর্দি। এবার আবারও ইউনিফর্ম বদল হল।

শিলিগুড়ি, 8 এপ্রিল: বদলে গেল শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের ইউনিফর্ম। কলকাতা পুলিশের ইউনিফর্মের আদলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের ইউনিফর্ম বদল হল। গতকাল থেকে সাদা শার্ট প্যান্টে ডিউটি করতে দেখা গেল ট্র্যাফিক পুলিশ কর্মীদের।

পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশিকা মেনেই গতকাল থেকে ট্রাফিক বিভাগের ইউনিফর্ম বদল করা হয়। খাকি উর্দির বদলে ট্র্যাফিক পুলিশ কর্মীদের দেখা যায় সাদা জামা, সাদা প্যান্ট, কালো জুতো ও কালো বেল্টে। এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন, "সরকারি নির্দেশ মেনেই ইউনিফর্মের রং বদল হয়েছে।"

২০০৭ সালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম বদল করা হয়েছিল। সেই সময় খাকি উর্দির বদলে নীল-সাদা পোশাক করা হয়েছিল। সাদা জামা, নীল প্যান্ট, কালো বেল্ট ও কালো জুতো ছিল। এরপর এক বছরের মধ্যেই ফের বদল হয়ে যায় ইউনিফর্ম। নীল-সাদার বদলে ফের চালু হয়েছিল খাকি উর্দি। এবার আবারও ইউনিফর্ম বদল হল।

Intro:বাংলা নবর্ষের আগেই বদলে গেল ট্রাফিক পুলিসের ড্রেস!

শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ বাংলা নবর্ষের আগেই বদলে গেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন ট্রাফিক পুলিশের ড্রেস৷ কলকাতা পুলিশের ড্রেসের আদলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ড্রেস বদল হল। রবিবার থেকেই সেই ড্রেসেই ট্রাফিক পয়েন্টে দেখা মিলল পুলিশ কর্মীদের।

পুলিশ সূত্রে খবর, সরকারী নির্দেশিকা মেনেই এদিন থেকেই ট্রাফিক বিভাগের ড্রেস বদল করা হল। খাকি উর্দির বদলে ট্রাফিক পুলিশ কর্মীদের দেখা যাবে সাদা জামা, সাদা প্যান্ট, কালো জুতো ও কালো বেল্টে। এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন সরকারী নির্দেশকা মেনেই ড্রেসের রঙ বদল হল।

উল্লেখ্য, ২০০৭ সালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ড্রেস বদল করা হয়েছিল। সেসময় খাকি উর্দির বদলে নীল সাদা পোষাক করা হয়েছিল। সাদা জামা, নীল প্যান্ট, কালো বেল্ট ও কালো জুতো ছিল। যদিও সেসময় ড্রেস বদলের ঘটনায় নাখুশ ছিলেন কিছু পুলিশ কর্তা। এরপর এক বছরের মধ্যেই ফের বদল হয় যায় ড্রেস। নীল সাদা ড্রেসের বদলে ফের একবার চালু হয় খাঁকি উর্দি।



Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.