ETV Bharat / briefs

কোরোনা পরিস্থিতিতে থমাস এবং উবের কাপ নিয়ে উদ্বেগ প্রকাশ সাইনার - প্যানডেমিক

ইতিমধ্যে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে টুর্নামেন্ট থেকে। তারপরই সাইনা টুইট করে নিজের উদ্বেগের কথা জানান ।

সাইনা নেওয়াল
সাইনা নেওয়াল
author img

By

Published : Sep 13, 2020, 9:51 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : থমাস এবং উবের কাপ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল। আগামী মাসেই শুরু হতে চলেছে থমাস এবং উবের কাপ। এদিন তিনি প্রশ্ন তোলেন, প্যানডেমিক পরিস্থিতির মাঝে এই টুর্নামেন্ট কতটা নিরাপদ ।


ইতিমধ্যে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে টুর্নামেন্ট থেকে। তারপরই সাইনা টুইট করে নিজের উদ্বেগের কথা জানান ।

তিনি লেখেন," প্যানডেমিক এর কারণে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে । এই সময় টুর্নামেন্ট করাটা কি সত্যিই নিরাপদ ? ( থমাস এবং উবের কাপ) #কোরোনাভাইরাস ।"

মারন ভাইরাসের কারণে মার্চ মাস থেকে সমস্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত' আছে। আগামী 3 থেকে 11 অক্টোবর ডেনমার্কে হবার কথা থমাস এবং উবের কাপ । এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক সার্কিটে ব্যাডমিন্টনের ফেরার কথা। কিন্তু ইতিমধ্যে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে । তারা হল কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং হংকং।

ভারতেও এই টুর্নামেন্টের প্রস্তুতিতে বাধা পেয়েছে । হায়দরাবাদে একটি ক্যাম্প করার কথা ছিল কিন্তু সেটি বাতিল করা হয়েছে । কারণ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী খেলোয়াড়রা কোয়ারানটিনে থাকতে নারাজ ।


তবে ভারতের প্রস্তুতিতে শুরুতেই আঘাত পায়। ব্যাক্তিগত কারণে নাম প্রত্যাহার করেন পিভি সিন্ধু । কিন্তু ফেডারেশনে তরফে তাঁকে বুঝিয়ে রাজি করানো হয় । যদিও ব্রোঞ্জ জয়ী সাই প্রানিথ হাঁটুর আঘাতের জন্য আগেই নাম প্রত্যাহার করেছিলেন।


দিল্লি, 13 সেপ্টেম্বর : থমাস এবং উবের কাপ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল। আগামী মাসেই শুরু হতে চলেছে থমাস এবং উবের কাপ। এদিন তিনি প্রশ্ন তোলেন, প্যানডেমিক পরিস্থিতির মাঝে এই টুর্নামেন্ট কতটা নিরাপদ ।


ইতিমধ্যে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে টুর্নামেন্ট থেকে। তারপরই সাইনা টুইট করে নিজের উদ্বেগের কথা জানান ।

তিনি লেখেন," প্যানডেমিক এর কারণে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে । এই সময় টুর্নামেন্ট করাটা কি সত্যিই নিরাপদ ? ( থমাস এবং উবের কাপ) #কোরোনাভাইরাস ।"

মারন ভাইরাসের কারণে মার্চ মাস থেকে সমস্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত' আছে। আগামী 3 থেকে 11 অক্টোবর ডেনমার্কে হবার কথা থমাস এবং উবের কাপ । এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক সার্কিটে ব্যাডমিন্টনের ফেরার কথা। কিন্তু ইতিমধ্যে সাতটি দেশ নাম প্রত্যাহার করেছে । তারা হল কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং হংকং।

ভারতেও এই টুর্নামেন্টের প্রস্তুতিতে বাধা পেয়েছে । হায়দরাবাদে একটি ক্যাম্প করার কথা ছিল কিন্তু সেটি বাতিল করা হয়েছে । কারণ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী খেলোয়াড়রা কোয়ারানটিনে থাকতে নারাজ ।


তবে ভারতের প্রস্তুতিতে শুরুতেই আঘাত পায়। ব্যাক্তিগত কারণে নাম প্রত্যাহার করেন পিভি সিন্ধু । কিন্তু ফেডারেশনে তরফে তাঁকে বুঝিয়ে রাজি করানো হয় । যদিও ব্রোঞ্জ জয়ী সাই প্রানিথ হাঁটুর আঘাতের জন্য আগেই নাম প্রত্যাহার করেছিলেন।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.