কলকাতা, 6 জানুয়ারি : কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য তালিকা চূড়ান্ত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এজন্য রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগ করার কথা চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
কয়েকদিন আগে ভার্চুয়াল বৈঠক করে দেশের 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে পরের কিস্তির 18 হাজার কোটি টাকা পাঠানোর কথা জানান প্রধানমন্ত্রী। সেখানেই তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। প্রধানমন্ত্রীর অভিযোগ, সব রাজ্য টাকা পায়। শুধু পায় না বাংলা। রাজনৈতিক কারণে রাজ্যের কৃষক ভাইরা প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন।
ইতিমধ্যে রাজ্যের 21 লাখ কৃষক প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনায় নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই তালিকা চূড়ান্ত করবে রাজ্য সরকার। নিয়ম অনুযায়ী, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা কৃষকদের তালিকা যাচাই করার জন্য রাজ্যের কাছে পাঠাবে কেন্দ্রীয় সরকার। সেইমতো রাজ্য সরকার প্রাপকদের তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রকে পাঠাবে।
সেইমতো কৃষকদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয় নিয়ে কয়েকদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী বলেছেন, "ভেরিফিকেশনের জন্য তালিকা পাঠাক কেন্দ্রীয় সরকার। তার পর তা চূড়ান্ত করবে রাজ্য।" এজন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। নোডাল অফিসার নিয়োগ করে রাজ্য সরকার তালিকা তৈরি করুক বলে চিঠিতে জানিয়েছেন কৃষিমন্ত্রী। অর্থাৎ কিষান নিধি প্রকল্প নিয়ে রাজ্যের দাবিকে মান্যতা দিল কেন্দ্রীয় সরকার।