ভাটপাড়া, 29 এপ্রিল : ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদি । স্থানীয় জুটমিল ইশুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যাকে আক্রমণ শানান মোদি । পাশাপাশি, স্পিডব্রেকার হিসেবেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে একহাত নেন মোদি ।
মোদির বক্তব্য :
- এই দিদিকে আপনারা ক্ষমা করবেন ?
- বাংলাজুড়ে এখন সিন্ডিকেট রাজ চলছে
- দিদি আপনি তো মহিলা, মেয়েদের ধর্ষণ হলে তাঁদের জন্য কিছু করুন
- আর রাজ্যে ঠিকভাবে সেই আইন প্রয়োগ করা হয়নি । পুলিশ অভিযোগ নেয় না
- দেশে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর আইন বলবৎ করেছে
- আর এই প্রকল্প থেকেই নিজের দলের গুন্ডাদের খানাপিনার বন্দোবস্ত করেন
- আর দিদি তাতে নিজের স্টিকার লাগান
- আপনাদের চৌকিদার প্রকল্প চালু করেন
- দেশের অন্য অংশের মতো বাংলায় কৃষকরা সরাসরি টাকা পাবেন
- এই লোকসভা নির্বাচন দিদির উপর এত চাপ বাড়াবে যে তিনি কাজ করতে বাধ্য হবেন
- তৃণমূলের জগাই-মাধাই বন্ধনে যাতে থাকতে না হয়, তা নিশ্চিত করে আপনাদের এই সেবক
- আপনারা সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা যাতে পান, তা নিশ্চিত করা হবে
- ফির একবার মোদি সরকার
- 23 মে ভোটের ফল বেরোবে
- কিন্তু, আপনারা চিন্তা করবেন না
- এখানে জুটমিলের শ্রমিকদের অবস্থা আমরা জানি
- এর সুবিধা বাংলার কৃষকরা পাবেন
- কয়েক মাস আগেই আমরা জুটের MSP বাড়িয়েছি
- দিদি জুটমিল ও জুট কৃষকদের বিপর্যস্ত করে দিয়েছেন
- দিদি তো প্রতিজ্ঞা করে রেখেছেন, বাংলা, বাংলার মানুষ যেন আগে এগিয়ে না যান
- মোদি সরকার পূর্ব ভারতে উন্নয়ন করেছে
- আর আমাদের নীতি হল - সবকা সাথ, সবকা বিকাশ
- ইংরেজদের মতো দিদিও বাত কর, শাসন কর নীতিতে দিদি বিশ্বাস করেন
- সারা বিশ্ব যখন পাকিস্তানের বিরুদ্ধে ছিল তখন এই দিদি মোদির বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছিলেন
- পাকিস্তান গুণগাণ গাইবার দলের সদস্য হলেন দিদি
- যাঁরা বলেন, জম্মু-কাশ্মীরে বন্দুক উঠিয়ে নেওয়া ঠিক, তাঁদের কি আপনারা সমর্থন করেন?
- এরা এমন চশমা পড়ে রয়েছেন যে এয়ার স্ট্রাইকের এত প্রমাণ থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন না
- পরিবারতান্ত্রিক দল তাঁদের অবদান ভুলিয়ে দিয়েছে
- তাঁরা কি ইংরেজদের গুলি খাননি? অত্যাচার সহ্য করেছেন?
- এর আগে, প্যারেডে কখনও তাঁদের আনা হয়নি
- এত বয়সেও তাঁরা আমাদের আশীর্বাদ জানাতে এসেছিলেন
- আজ়াদ হিন্দ ফৌজের সদস্যদেরও সম্মান দেওয়া হয়েছে
- আন্দামানের একটি দ্বীপের নামকরণ নেতাজির নামে করা হয়েছে
- বাংলার স্কুল-কলেজের কাছে অনুরোধ, দিল্লি গেলে ক্রান্তি মন্দিরে যাবেন
- নেতাজি ও আজ়াদ হিন্দ ফৌজের অবদান যাতে মানুষের কাছে পৌঁছায় সেজন্য লালকেল্লায় আমরা ক্রান্তি মন্দির করেছি
- উন্নয়ন করে ফেরত দেব
- আপনাদের এই ভালোবাসা, আশীর্বাদ আপনাদের সুদ সমেত ফেরত দেব
- মাঠটি ছোটো হয়ে গেছে
- বিকৃত মানসিকতার জন্য স্বাধীনতার নায়কদের ভুলিয়ে দেওয়া হয়েছে
- সভায় ভিড় দেখে ভয় পাচ্ছেন দিদি
- দিদির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে
- BJP বাংলার মাটিকে সম্মান দেয়
- এরকম লোকেদের থেকে বাংলার মানুষকে সাবধান থাকতে হবে
- নিজের ভোটব্যাঙ্কের জন্য এখন তাকে বিপদের মুখ ঠেলে দিচ্ছে
- বন্দেমাতরম, মা-মাটি-মানুষ এদের স্লোগান । কিন্তু, সেই বন্দেমাতরমের আটকানো হচ্ছে
- দেশভক্তিকে গালি দেওয়ার বিকৃত মানসিকতা দেখা যাচ্ছে