মুম্বই, 24 জুন : রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়ের মুম্বইয়ের এক আইনজীবীর । তাঁর নাম অটল বিহারী দুবে । আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ স্কয়্যাডের একটি ছবি টুইট করেন রাহুল । ছবিতে কুকুরদের ব্যায়াম করতে দেখা গেছিল । ক্যাপশনে লেখা ছিল নিউ ইন্ডিয়া । এই টুইটের মাধ্যমে দেশের সেনাকে অপমান করা হয়েছে, সরব হয়েছিলেন অমিত শাহ সহ BJP-র একাধিক নেতা । এবার রাহুলের এই টুইটের প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেন অটল বিহারি । আজ়াদ ময়দান পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেছেন তিনি ।
।
এই বিষয়ে অটল বিহারী দুবে বলেন, "আমি টুইটার অ্যাকাউন্ট খোলার পর দেখতে পাই রাহুল গান্ধি 21 তারিখ বেলা 4টে 12-র সময় দু'টি ছবি পোস্ট করেছেন । ক্যাপশনে লিখেছেন নিউ ইন্ডিয়া । আর্মি ডগ স্কয়্যাডের ছবি পোস্ট করা হয়েছিল । ছবিতে দেখা যাচ্ছিল জওয়ানদের সঙ্গে কুকুররাও ব্যায়াম করছে । আন্তর্জাতিক যোগা দিবস সবার অনুভূতির সঙ্গে জড়িত । সবচেয়ে বেশি করে জড়িত সেই সব মানুষের সঙ্গে, যারা তাঁদের স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা নিয়ে সচেতন থাকেন ।"
তিনি আরও বলেন, "রাহুল গান্ধি একজন জনপ্রতিনিধি । এই ধরনের টুইটের মাধ্যমে তিনি ভারতের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছেন । দেশের মানুষের কাছে সেনাবাহিনীর সম্মান রয়েছে । আমার মনে হয় এই পোস্টের মাধ্যমে রাহুল গান্ধি মানুষের শান্তির উপর আঘাত হেনেছেন । রাহুল গান্ধি অপরাধ করেছেন এটা পরিষ্কার । আইনানুসারে ওর বিরুদ্ধে মামলা দায়ের করাই উচিত ।"