ETV Bharat / briefs

"সেনাবাহিনীকে অপমান করেছেন," রাহুলের বিরুদ্ধে FIR

যোগ দিবসে কুকুরের ছবিসহ নিউ ইন্ডিয়া টুইটের জের । রাহুল গান্ধির বিরুদ্ধে মুম্বইয়ের আজ়াদ ময়দান থানায় অভিযোগ দায়ের আইনজীবীর ।

রাহুল গান্ধির টুইট
author img

By

Published : Jun 24, 2019, 1:24 PM IST

মুম্বই, 24 জুন : রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়ের মুম্বইয়ের এক আইনজীবীর । তাঁর নাম অটল বিহারী দুবে । আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ স্কয়্যাডের একটি ছবি টুইট করেন রাহুল । ছবিতে কুকুরদের ব্যায়াম করতে দেখা গেছিল । ক্যাপশনে লেখা ছিল নিউ ইন্ডিয়া । এই টুইটের মাধ্যমে দেশের সেনাকে অপমান করা হয়েছে, সরব হয়েছিলেন অমিত শাহ সহ BJP-র একাধিক নেতা । এবার রাহুলের এই টুইটের প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেন অটল বিহারি । আজ়াদ ময়দান পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেছেন তিনি ।

এই বিষয়ে অটল বিহারী দুবে বলেন, "আমি টুইটার অ্যাকাউন্ট খোলার পর দেখতে পাই রাহুল গান্ধি 21 তারিখ বেলা 4টে 12-র সময় দু'টি ছবি পোস্ট করেছেন । ক্যাপশনে লিখেছেন নিউ ইন্ডিয়া । আর্মি ডগ স্কয়্যাডের ছবি পোস্ট করা হয়েছিল । ছবিতে দেখা যাচ্ছিল জওয়ানদের সঙ্গে কুকুররাও ব্যায়াম করছে । আন্তর্জাতিক যোগা দিবস সবার অনুভূতির সঙ্গে জড়িত । সবচেয়ে বেশি করে জড়িত সেই সব মানুষের সঙ্গে, যারা তাঁদের স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা নিয়ে সচেতন থাকেন ।"


তিনি আরও বলেন, "রাহুল গান্ধি একজন জনপ্রতিনিধি । এই ধরনের টুইটের মাধ্যমে তিনি ভারতের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছেন । দেশের মানুষের কাছে সেনাবাহিনীর সম্মান রয়েছে । আমার মনে হয় এই পোস্টের মাধ্যমে রাহুল গান্ধি মানুষের শান্তির উপর আঘাত হেনেছেন । রাহুল গান্ধি অপরাধ করেছেন এটা পরিষ্কার । আইনানুসারে ওর বিরুদ্ধে মামলা দায়ের করাই উচিত ।"

মুম্বই, 24 জুন : রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়ের মুম্বইয়ের এক আইনজীবীর । তাঁর নাম অটল বিহারী দুবে । আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ স্কয়্যাডের একটি ছবি টুইট করেন রাহুল । ছবিতে কুকুরদের ব্যায়াম করতে দেখা গেছিল । ক্যাপশনে লেখা ছিল নিউ ইন্ডিয়া । এই টুইটের মাধ্যমে দেশের সেনাকে অপমান করা হয়েছে, সরব হয়েছিলেন অমিত শাহ সহ BJP-র একাধিক নেতা । এবার রাহুলের এই টুইটের প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেন অটল বিহারি । আজ়াদ ময়দান পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেছেন তিনি ।

এই বিষয়ে অটল বিহারী দুবে বলেন, "আমি টুইটার অ্যাকাউন্ট খোলার পর দেখতে পাই রাহুল গান্ধি 21 তারিখ বেলা 4টে 12-র সময় দু'টি ছবি পোস্ট করেছেন । ক্যাপশনে লিখেছেন নিউ ইন্ডিয়া । আর্মি ডগ স্কয়্যাডের ছবি পোস্ট করা হয়েছিল । ছবিতে দেখা যাচ্ছিল জওয়ানদের সঙ্গে কুকুররাও ব্যায়াম করছে । আন্তর্জাতিক যোগা দিবস সবার অনুভূতির সঙ্গে জড়িত । সবচেয়ে বেশি করে জড়িত সেই সব মানুষের সঙ্গে, যারা তাঁদের স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা নিয়ে সচেতন থাকেন ।"


তিনি আরও বলেন, "রাহুল গান্ধি একজন জনপ্রতিনিধি । এই ধরনের টুইটের মাধ্যমে তিনি ভারতের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছেন । দেশের মানুষের কাছে সেনাবাহিনীর সম্মান রয়েছে । আমার মনে হয় এই পোস্টের মাধ্যমে রাহুল গান্ধি মানুষের শান্তির উপর আঘাত হেনেছেন । রাহুল গান্ধি অপরাধ করেছেন এটা পরিষ্কার । আইনানুসারে ওর বিরুদ্ধে মামলা দায়ের করাই উচিত ।"

New Delhi, Jun 24 (ANI): While speaking to ANI on Indo-Tibetan Border Police (ITBP) climbers who recovered seven dead bodies near Nanda Devi East Peak, ITBP Public Relations Officer (PRO) Vivek Pandey said, "Since May 26, eight mountaineers were missing. Last week ITBP launched a search operation and found seven dead bodies. Bodies were found at a height of 21,000 feet and the seven bodies include a woman as well. Eighth member of this group hasn't been identified yet. Search operation will continue in this matter further."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.